Ajker Patrika

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব বাংলাদেশ ফুটবলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪: ৩৯
মধ্যপ্রাচ্যের ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশ ফুটবলের ওপরেও। ছবি: বাফুফে
মধ্যপ্রাচ্যের ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশ ফুটবলের ওপরেও। ছবি: বাফুফে

পুরো বিশ্বই এখন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে। ইরান-ইসরায়েলের পর যুদ্ধে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রও। গতকাল কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। ফলে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে কাতার এয়ারওয়েজের যান চলাচল। সেই প্রভাব পড়ে বাংলাদেশ ফুটবলেও।

প্রায় ৫০ প্রবাসী ফুটবলার নিয়ে ২৮, ২৯ ও ৩০ জুন জাতীয় স্টেডিয়ামে ট্রায়ালের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ট্রায়ালের অন্যতম সমন্বয়ক ডেনমার্কপ্রবাসী সাকিব মাহমুদ। কাতার হয়ে কাল ঢাকায় আসার কথা আছে তাঁর। কিন্তু হামলার পর ফ্লাইট নিয়ে দোটানায় পড়েন তিনি। গতকাল রাত পর্যন্ত তিনি জানিয়েছেন, ট্রায়ালের জন্য আগ্রহী কয়েক ফুটবলারও আটকে আছেন মধ্যপ্রাচ্যে।

তাই প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালটি সময়মতো হবে, নাকি এ নিয়ে রয়েছে শঙ্কা—বাফুফের সহসভাপতি ফাহাদ করিমকে খুদেবার্তা দেওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি।

ট্রায়ালে আসা বেশির ভাগ ফুটবলারেরই বয়স ২১ থেকে ২২ বছর। এই বয়সে জাতীয় দলে নাম লেখানোর অভিজ্ঞতা রয়েছে অনেকের। বাংলাদেশেও এর কম উদাহরণ নেই। তাই প্রবাসী ফুটবলারদের অনেকেই আসবেন জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রত্যাশা নিয়ে।

সেপ্টেম্বরে ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই খেলবে বাংলাদেশ। সেই সম্ভাবনার দুয়ারও খোলা রয়েছে। তবে ট্রায়ালে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের পরদিনই ছুটি কাটাতে স্পেন ফিরে যান তিনি।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত