নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুদূর ইতালি থেকে এসে বাংলাদেশ দলের সঙ্গে ফাহামিদুল ইসলামের সময়টা এবার দারুণ কেটেছে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহামিদুল নিজের সেরাটা দিয়েছেন। আজ টিম হোটেল ছাড়ার সময় ফাহামিদুল কোচ হাভিয়ের কাবরেরাসহ সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন।
হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল—তিন প্রবাসী ফুটবলারের একসঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলবেন—এমন একটা স্বপ্ন অনেক দিন ধরেই দেখেছেন দেশের ফুটবলপ্রেমীরা। তাঁদের সে অপেক্ষার ঘুচিয়ে গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতেন তাঁরা। তিনজনই ছিলেন শুরুর একাদশে। তাদের মধ্যে বোঝাপড়া কেমন ছিল, সেটা তো মাঠের পারফরম্যান্সেই বোঝা গেছে। প্রথমার্ধে অন্তত পাঁচটির মতো সুযোগ তৈরি করেন তাঁরা। শমিত-ফাহামিদুলদের সামলাতে বেগ পেতে হয়েছে সিঙ্গাপুরকে। তবে নিজেদের সেরাটা দিয়েও সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে।
এই ম্যাচ শেষে দেশে ফেরার পালা প্রবাসী ফুটবলারদের। আজই টিম হোটেল ছেড়ে গেছেন হামজা চৌধুরী আর শমিত সোম, ফাহামিদুলরা। হামজা ইংল্যান্ড আর শোম কানাডার উদ্দেশ্যে রওনা দিলেও ফাহামিদুল মা বাবার সঙ্গে যাচ্ছেন জেলা শহর ফেনীতে। যাওয়ার আগে সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলেছেন, ‘সবাই দারুণ। হামজা ভাই, শমিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুলদের। পথটা কঠিন হলেও আত্মবিশ্বাসী ফাহামিদুল। সাংবাদিকদের আজ টিম হোটেলে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।’
ম্যাচ হারের আক্ষেপ থাকলেও পরের ম্যাচে বাংলাদেশ ভিন্ন গল্প লিখবে বলে মনে করেন ফাহামিদুল। সংবাদ মাধ্যমকে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজেদের পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশা আল্লাহ।’
সুদূর ইতালি থেকে এসে বাংলাদেশ দলের সঙ্গে ফাহামিদুল ইসলামের সময়টা এবার দারুণ কেটেছে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহামিদুল নিজের সেরাটা দিয়েছেন। আজ টিম হোটেল ছাড়ার সময় ফাহামিদুল কোচ হাভিয়ের কাবরেরাসহ সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন।
হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল—তিন প্রবাসী ফুটবলারের একসঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলবেন—এমন একটা স্বপ্ন অনেক দিন ধরেই দেখেছেন দেশের ফুটবলপ্রেমীরা। তাঁদের সে অপেক্ষার ঘুচিয়ে গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতেন তাঁরা। তিনজনই ছিলেন শুরুর একাদশে। তাদের মধ্যে বোঝাপড়া কেমন ছিল, সেটা তো মাঠের পারফরম্যান্সেই বোঝা গেছে। প্রথমার্ধে অন্তত পাঁচটির মতো সুযোগ তৈরি করেন তাঁরা। শমিত-ফাহামিদুলদের সামলাতে বেগ পেতে হয়েছে সিঙ্গাপুরকে। তবে নিজেদের সেরাটা দিয়েও সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে।
এই ম্যাচ শেষে দেশে ফেরার পালা প্রবাসী ফুটবলারদের। আজই টিম হোটেল ছেড়ে গেছেন হামজা চৌধুরী আর শমিত সোম, ফাহামিদুলরা। হামজা ইংল্যান্ড আর শোম কানাডার উদ্দেশ্যে রওনা দিলেও ফাহামিদুল মা বাবার সঙ্গে যাচ্ছেন জেলা শহর ফেনীতে। যাওয়ার আগে সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলেছেন, ‘সবাই দারুণ। হামজা ভাই, শমিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুলদের। পথটা কঠিন হলেও আত্মবিশ্বাসী ফাহামিদুল। সাংবাদিকদের আজ টিম হোটেলে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।’
ম্যাচ হারের আক্ষেপ থাকলেও পরের ম্যাচে বাংলাদেশ ভিন্ন গল্প লিখবে বলে মনে করেন ফাহামিদুল। সংবাদ মাধ্যমকে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজেদের পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশা আল্লাহ।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৪ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে