বছরের পর বছর লিওনেল মেসি ও সার্জিও রামোস খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে। দুই ক্লাবের দ্বৈরথ ‘এল ক্লাসিকো’তে মেসির গোল করার পথে সবচেয়ে বড় বাধা তো ছিলেন রামোসই। সেই মেসি-রামোসই কিনা এখন একসঙ্গে খেলবেন একই ক্লাবে। ফরাসি ক্লাব পিএসজিতে মেসির আগমনকে এর মধ্যে স্বাগতও জানিয়েছেন তিনি।
কেউ যেটা কখনো ভাবেনি, সেই দৃশ্যগুলোর দেখা মিলবে এই মৌসুম থেকে। মেসি-রামোস সতীর্থ হয়ে গায়ে জড়াবেন একই জার্সি। দলের হারে একসঙ্গে মন খারাপ করবেন। আবার দলের জয়ে একসঙ্গে উল্লাসে মাতবেন। কিছুদিন আগেও এই ব্যাপারগুলো ছিল অবিশ্বাস্য। কিন্তু সেটিই এখন বাস্তবতা।
ভক্ত-সমর্থকদের মতো ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকছে রামোসের কাছেও! কাল পিএসজির সঙ্গে মেসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন রামোস। পিএসজিতে নিজেদের জার্সির ছবি দিয়ে এই ডিফেন্ডার লিখেছেন, ‘কে এমন ভেবেছিল, তাই না লিও?’ আগেই রিয়াল ছেড়ে পিএসজিতে এসেছেন রামোস। বার্সার সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় পিএসজিতে যোগ দিয়েছেন তাঁর একসময়ের প্রবল প্রতিপক্ষ মেসিও।
একই পোস্টে নতুন ক্লাবে মেসিকে স্বাগতও জানিয়েছেন রামোস। প্রায় দুই দশক ধরে একে অপরের বিপক্ষে খেলেছেন তাঁরা। রামোস রিয়ালে কাটিয়েছেন ১৬ বছর। মেসি সেই ২০০০ সাল থেকেই ছিলেন বার্সেলোনার ঘরের ছেলে হয়ে। দীর্ঘ এই ক্লাব ক্যারিয়ারে মেসি-রামোস দুজনই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার দুজন মিলে পিএসজিকে সাফল্য এনে দিতে লড়বেন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে।
বছরের পর বছর লিওনেল মেসি ও সার্জিও রামোস খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে। দুই ক্লাবের দ্বৈরথ ‘এল ক্লাসিকো’তে মেসির গোল করার পথে সবচেয়ে বড় বাধা তো ছিলেন রামোসই। সেই মেসি-রামোসই কিনা এখন একসঙ্গে খেলবেন একই ক্লাবে। ফরাসি ক্লাব পিএসজিতে মেসির আগমনকে এর মধ্যে স্বাগতও জানিয়েছেন তিনি।
কেউ যেটা কখনো ভাবেনি, সেই দৃশ্যগুলোর দেখা মিলবে এই মৌসুম থেকে। মেসি-রামোস সতীর্থ হয়ে গায়ে জড়াবেন একই জার্সি। দলের হারে একসঙ্গে মন খারাপ করবেন। আবার দলের জয়ে একসঙ্গে উল্লাসে মাতবেন। কিছুদিন আগেও এই ব্যাপারগুলো ছিল অবিশ্বাস্য। কিন্তু সেটিই এখন বাস্তবতা।
ভক্ত-সমর্থকদের মতো ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকছে রামোসের কাছেও! কাল পিএসজির সঙ্গে মেসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন রামোস। পিএসজিতে নিজেদের জার্সির ছবি দিয়ে এই ডিফেন্ডার লিখেছেন, ‘কে এমন ভেবেছিল, তাই না লিও?’ আগেই রিয়াল ছেড়ে পিএসজিতে এসেছেন রামোস। বার্সার সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় পিএসজিতে যোগ দিয়েছেন তাঁর একসময়ের প্রবল প্রতিপক্ষ মেসিও।
একই পোস্টে নতুন ক্লাবে মেসিকে স্বাগতও জানিয়েছেন রামোস। প্রায় দুই দশক ধরে একে অপরের বিপক্ষে খেলেছেন তাঁরা। রামোস রিয়ালে কাটিয়েছেন ১৬ বছর। মেসি সেই ২০০০ সাল থেকেই ছিলেন বার্সেলোনার ঘরের ছেলে হয়ে। দীর্ঘ এই ক্লাব ক্যারিয়ারে মেসি-রামোস দুজনই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার দুজন মিলে পিএসজিকে সাফল্য এনে দিতে লড়বেন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে।
শেষ মুহূর্তে পাকিস্তানের সরে দাঁড়ানোয় এশিয়া কাপ হকি খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেরা পাঁচে থাকলে জায়গা করে নিত বিশ্বকাপ বাছাইয়ে। গত মাসে ভারতের বিহারে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন রেজাউল-আশরাফুলরা। সুযোগ অবশ্য হারিয়ে যায়নি।
৯ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
১৩ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৪ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১৬ ঘণ্টা আগে