ক্রীড়া ডেস্ক

সাও পাওলোয় কার্লো আনচেলত্তির ড্রিবলিংয়ে প্রথমে হোঁচট খেলেন সাংবাদিকেরা। কাল ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষেও নিশ্চয় এমন কিছুই করতে চাইবেন ব্রাজিলের হয়ে প্রথম অ্যাসাইনমেন্টে। মঙ্গলবার সাংবাদিকেরা যখন অনুশীলনকেন্দ্রে প্রবেশ করেন, তখন কোচিং স্টাফরা ১১ জন আউটফিল্ড খেলোয়াড়কে ‘ভেস্ট’ পরিয়ে মাঠে রাখেন।
খেলোয়াড়দের দেখে মনে হয়েছিল, এটাই সম্ভবত ব্রাজিলের মূল একাদশ। সাংবাদিকেরা চলে যাওয়ার পর বদলে যায় পুরো চিত্র। যাঁরা ভেস্ট পরা ছিলেন না, সেই ব্রুনো গিমারাইস ও গারসনরা মূল দলের কাজ শুরু করেছেন। আনচেলত্তি ইচ্ছা করেই সংবাদমাধ্যমের সামনে প্রকৃত একাদশ প্রকাশ করেননি। রহস্য রাখলেন নিজের পরিকল্পনায়ও।
সর্বশেষ গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। তবে সেখান থেকে আজ ঘুরে দাঁড়ানোই তাদের লক্ষ্য হওয়ার কথা। ইকুয়েডরের সঙ্গে ব্রাজিলের পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। ২০০৪ সালের পর কোনো ম্যাচে হারেনি দলটির বিপক্ষে। যদিও বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে র্যাঙ্কিংয়ের ২৪ নম্বরে থাকা দলটি। টেবিলের ২ নম্বরে তারা। নিজেদের মাঠে ব্রাজিলকে রুখে দিতেই মাঠে নামবেন সেবাস্তিয়েন বেকাসেকের শিষ্যরা।
আরেক ম্যাচে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। সাত মাস পর মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। কার্ডজনিত কারণে এনজো ফর্নান্দেজ-নিকোলাস ওতামেন্দিকে পাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা অবশ্য এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ২১।

সাও পাওলোয় কার্লো আনচেলত্তির ড্রিবলিংয়ে প্রথমে হোঁচট খেলেন সাংবাদিকেরা। কাল ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষেও নিশ্চয় এমন কিছুই করতে চাইবেন ব্রাজিলের হয়ে প্রথম অ্যাসাইনমেন্টে। মঙ্গলবার সাংবাদিকেরা যখন অনুশীলনকেন্দ্রে প্রবেশ করেন, তখন কোচিং স্টাফরা ১১ জন আউটফিল্ড খেলোয়াড়কে ‘ভেস্ট’ পরিয়ে মাঠে রাখেন।
খেলোয়াড়দের দেখে মনে হয়েছিল, এটাই সম্ভবত ব্রাজিলের মূল একাদশ। সাংবাদিকেরা চলে যাওয়ার পর বদলে যায় পুরো চিত্র। যাঁরা ভেস্ট পরা ছিলেন না, সেই ব্রুনো গিমারাইস ও গারসনরা মূল দলের কাজ শুরু করেছেন। আনচেলত্তি ইচ্ছা করেই সংবাদমাধ্যমের সামনে প্রকৃত একাদশ প্রকাশ করেননি। রহস্য রাখলেন নিজের পরিকল্পনায়ও।
সর্বশেষ গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। তবে সেখান থেকে আজ ঘুরে দাঁড়ানোই তাদের লক্ষ্য হওয়ার কথা। ইকুয়েডরের সঙ্গে ব্রাজিলের পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। ২০০৪ সালের পর কোনো ম্যাচে হারেনি দলটির বিপক্ষে। যদিও বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে র্যাঙ্কিংয়ের ২৪ নম্বরে থাকা দলটি। টেবিলের ২ নম্বরে তারা। নিজেদের মাঠে ব্রাজিলকে রুখে দিতেই মাঠে নামবেন সেবাস্তিয়েন বেকাসেকের শিষ্যরা।
আরেক ম্যাচে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। সাত মাস পর মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। কার্ডজনিত কারণে এনজো ফর্নান্দেজ-নিকোলাস ওতামেন্দিকে পাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা অবশ্য এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ২১।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১১ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
১২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
১২ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১৩ ঘণ্টা আগে