উয়েফা সুপার কাপের ফাইনালের পরেই আল হিলালে যাওয়া নিশ্চিত ছিল ইয়াসিন বুনুর। গতকাল দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তিতে সেটা নিশ্চিত হলো। সামাজিক মাধ্যমে মরক্কোর গোলরক্ষকে নিয়ে এক বার্তায় সেটা নিশ্চিত করেছে আল হিলাল।
সামাজিক মাধ্যমে বুনুকে সিংহের সঙ্গে তুলনা করেছে আল হিলাল। ক্লাব লিখেছে, ‘আটলান্টিক সিংহ আমাদের গোলরক্ষক।’ ৩ বছরের চুক্তিতে সেভিয়া থেকে সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন বুনু। এ জন্য ২৫০ কোটি টাকা পাবেন তিনি।
কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বুনুর উপর চোখ ছিল বেশ কিছু ক্লাবের। এর মধ্যে বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার চোটে পড়ায় জার্মান ক্লাব খুব করে চাইছিল তাঁকে। এমনকি বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা ১৩২ কোটি টাকার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু তাতে রাজি হয়নি বুনু ও তাঁর সাবেক ক্লাব সেভিয়া। অন্যদিকে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার চোটে স্প্যানিশ ক্লাবেও যাওয়ার সুযোগ ছিল ৩২ বছর বয়সী গোলরক্ষকের। শেষ পর্যন্ত দুই ক্লাবের কোনটিতেই না গিয়ে সৌদিতে পারি জমালেন তিনি।
বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনাল ইতিহাস লেখার পথে হাকিম জিয়েশ–আশরাফ হাকিমদের যতটা অবদান তার চেয়ে বেশি ছিল বুনুর। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। সেভিয়ার হয়ে চার বছরের ক্যারিয়ারে দুটি ইউরোপা লিগ জেতা বুনু আল হিলালে বেশ ইউরোপীয় তারকাকে সঙ্গী হিসেবে পাচ্ছেন। নেইমার বাদে ইতিমধ্যে কালিদু কুলিবালি, মিলাঙ্কোভিচ-সাভিচ, ম্যালকম ও রুবেন নেভেসদের অভিষেকও হয়েছে। আগামীকাল আল ফেইহার বিপক্ষে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে তাঁর অভিষেক হওয়ার কথা রয়েছে।
উয়েফা সুপার কাপের ফাইনালের পরেই আল হিলালে যাওয়া নিশ্চিত ছিল ইয়াসিন বুনুর। গতকাল দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তিতে সেটা নিশ্চিত হলো। সামাজিক মাধ্যমে মরক্কোর গোলরক্ষকে নিয়ে এক বার্তায় সেটা নিশ্চিত করেছে আল হিলাল।
সামাজিক মাধ্যমে বুনুকে সিংহের সঙ্গে তুলনা করেছে আল হিলাল। ক্লাব লিখেছে, ‘আটলান্টিক সিংহ আমাদের গোলরক্ষক।’ ৩ বছরের চুক্তিতে সেভিয়া থেকে সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন বুনু। এ জন্য ২৫০ কোটি টাকা পাবেন তিনি।
কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বুনুর উপর চোখ ছিল বেশ কিছু ক্লাবের। এর মধ্যে বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার চোটে পড়ায় জার্মান ক্লাব খুব করে চাইছিল তাঁকে। এমনকি বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা ১৩২ কোটি টাকার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু তাতে রাজি হয়নি বুনু ও তাঁর সাবেক ক্লাব সেভিয়া। অন্যদিকে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার চোটে স্প্যানিশ ক্লাবেও যাওয়ার সুযোগ ছিল ৩২ বছর বয়সী গোলরক্ষকের। শেষ পর্যন্ত দুই ক্লাবের কোনটিতেই না গিয়ে সৌদিতে পারি জমালেন তিনি।
বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনাল ইতিহাস লেখার পথে হাকিম জিয়েশ–আশরাফ হাকিমদের যতটা অবদান তার চেয়ে বেশি ছিল বুনুর। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। সেভিয়ার হয়ে চার বছরের ক্যারিয়ারে দুটি ইউরোপা লিগ জেতা বুনু আল হিলালে বেশ ইউরোপীয় তারকাকে সঙ্গী হিসেবে পাচ্ছেন। নেইমার বাদে ইতিমধ্যে কালিদু কুলিবালি, মিলাঙ্কোভিচ-সাভিচ, ম্যালকম ও রুবেন নেভেসদের অভিষেকও হয়েছে। আগামীকাল আল ফেইহার বিপক্ষে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে তাঁর অভিষেক হওয়ার কথা রয়েছে।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে