Ajker Patrika

কোচ-ফুটবলারদের দ্বন্দ্ব

দ্রুত সমাধানের আশ্বাস বাফুফের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪৩
পিটার বাটলার ও সাবিনা খাতুন। ছবি: ফেসবুক
পিটার বাটলার ও সাবিনা খাতুন। ছবি: ফেসবুক

সময় পেরিয়ে গেছে এক সপ্তাহের বেশি। কিন্তু কোচ-ফুটবলারদের দ্বন্দ্বে এখনো কোনো সুরহা করতে পারেনি বাফুফে। গতকালও বাফুফে ভবনে এসেছিলেন সভাপতি তাবিথ আউয়াল। অডিট নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ জানান, দ্রুতই নারী ফুটবলে সব সমস্যা সমাধান হবে।

গুঞ্জন আছে, বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাদ দিয়ে ৩৫ ফুটবলারের কেন্দ্রীয় চুক্তি করবে বাফুফে। সেই পথ থেকে সরে এসেছে তারা।চুক্তি আওতায় আনতে চায় সবাইকেই। আরেফ বলেন, ‘সমস্যা সমাধান হওয়ার পর চুক্তি হবে। আজ কোনো চুক্তি হয়নি। আমরা একসঙ্গে সব সিদ্ধান্ত নেব। কাউকে এখন করব, কাউকে পরে করব—সেই পদ্ধতিতে আমরা যাচ্ছি না। সাম্প্রতিক বিষয় নিয়ে আজ কোনো আলোচনা হয়নি, আমাদের কেবল অডিট নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে, সব সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। সভাপতি খুব ইতিবাচক। সবকিছু ঠিক করছেন তিনি। ইনশাল্লাহ দ্রুতই সবকিছুর সমাধান হবে।’

বিশেষ কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর মেয়েদের মাঠে ফেরাতে অনুরোধ করেছিলেন বাফুফে সভাপতি। কিন্তু তাতে মন গলেনি সাবিনা খাতুনদের। আরেফ বলেন, ‘আসলে ব্যাপারটা হলো যার যার ভালো তাকে বুঝতে হবে। মেয়েরা আমাদের জাতীয় অহংকার, এটাও ভাবতে হবে। কোচ কোচের জায়গায় থাকবে, খেলোয়াড়েরা খেলোয়াড়দের জায়গায় থাকবে। কোচের দায়িত্ব প্রশিক্ষণ দেওয়া, মেয়েদের দায়িত্ব প্রশিক্ষণ নেওয়া। যার যার ইমেজ, তাকেই ধরে রাখতে করতে হবে। দুই পক্ষ তাদের ভুল বুঝতে পারবে বলে আমার মনে হয়। সবরকম চেষ্টা চলছে। আমরা বিব্রত নই, ভুল বোঝাবুঝি হতেই পারে। অবশ্যই এর সমাধান হবে।’

আগামী ১৬ ফেব্রুয়ারি বাফুফে নির্বাহী কমিটির সভা হওয়ার কথা ছিল। কিন্তু আগামী বুধ কিংবা বৃহস্পতিবার ফের লন্ডনে যাবেন তাবিথ। তাই সভাটি পিছিয়ে নেওয়া হয়েছে। আরেফ বলেন, ‘সভাপতি থাকবেন না, উনি দেশের বাইরে যাবেন। উনি ফিরলেই আমরা নির্বাহী কমিটির সভা করব। এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত