২০২১ সালে সবশেষ আয়োজিত কোপা আমেরিকায় রানার্সআপ হয় ব্রাজিল। সেই ক্ষতে প্রলেপ লাগানোর মিশনে আজ খেলতে নামে ব্রাজিল। তবে সেলেসাওদের শুরুটা সুখকর হয়নি। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
কোস্টারিকার সঙ্গে দাপট দেখিয়ে খেলেছে ব্রাজিল। ৭৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ব্রাজিল নেয় ৩ শট। কোস্টারিকা ২৬ শতাংশ বল দখলে নিয়েও কোনো শট নিতে পারেনি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। উপরন্তু ব্রাজিল একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করেছে।
ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। দানিলোর পাস রিসিভ করে ডান পায়ে শট নেন রাফিনহা। তবে কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক সিকুইয়েরা সেই শট প্রতিহত করেছেন। ১২ মিনিটে আরও একবার গোলের সুযোগ হারায় ব্রাজিল। লুকাস পাকেতার পাস থেকে ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। পাকেতাই একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। যার মধ্যে ১৬ মিনিটে বক্সের অনেক ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন। ২২ ও ২৬ মিনিটে আরও দুটি সুযোগ হাতছাড়া করেছেন। যেখানে ২৬ মিনিটে মাথা ছুঁইয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।
৩০ মিনিটে মারকিনিওস গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে দেখা যায়, সেটা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। প্রথমার্ধের শেষের দিকে পাকেতা ও রদ্রিগো চেষ্টা করেও ব্রাজিলকে এগিয়ে নিতে পারেননি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করতে থাকে ব্রাজিল। ৪৭ মিনিটে রাফিনহার ক্রস থেকে বাঁ পায়ে শট নিলেও রদ্রিগো কাজে লাগাতে পারেননি। এই রদ্রিগোই ৫৪ মিনিটে হেডে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। ৬৩ মিনিটে পাকেতার শট আটকে যায় গোলপোস্টে। কোস্টারিকার রক্ষণদুর্গে ব্রাজিল বারবার হানা দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। ৮০ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার এদের মিলিতাও দেখেন হলুদ কার্ড। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ৬ মিনিট পর্যন্ত খেলা হলেও ব্রাজিল, কোস্টারিকা কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি।
২০২৪ কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে। একই দিনে আজ এনআরজি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। ২৯ জুন ও ৩ জুলাই ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে।
২০২১ সালে সবশেষ আয়োজিত কোপা আমেরিকায় রানার্সআপ হয় ব্রাজিল। সেই ক্ষতে প্রলেপ লাগানোর মিশনে আজ খেলতে নামে ব্রাজিল। তবে সেলেসাওদের শুরুটা সুখকর হয়নি। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
কোস্টারিকার সঙ্গে দাপট দেখিয়ে খেলেছে ব্রাজিল। ৭৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ব্রাজিল নেয় ৩ শট। কোস্টারিকা ২৬ শতাংশ বল দখলে নিয়েও কোনো শট নিতে পারেনি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। উপরন্তু ব্রাজিল একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করেছে।
ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। দানিলোর পাস রিসিভ করে ডান পায়ে শট নেন রাফিনহা। তবে কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক সিকুইয়েরা সেই শট প্রতিহত করেছেন। ১২ মিনিটে আরও একবার গোলের সুযোগ হারায় ব্রাজিল। লুকাস পাকেতার পাস থেকে ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। পাকেতাই একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। যার মধ্যে ১৬ মিনিটে বক্সের অনেক ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন। ২২ ও ২৬ মিনিটে আরও দুটি সুযোগ হাতছাড়া করেছেন। যেখানে ২৬ মিনিটে মাথা ছুঁইয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।
৩০ মিনিটে মারকিনিওস গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে দেখা যায়, সেটা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। প্রথমার্ধের শেষের দিকে পাকেতা ও রদ্রিগো চেষ্টা করেও ব্রাজিলকে এগিয়ে নিতে পারেননি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করতে থাকে ব্রাজিল। ৪৭ মিনিটে রাফিনহার ক্রস থেকে বাঁ পায়ে শট নিলেও রদ্রিগো কাজে লাগাতে পারেননি। এই রদ্রিগোই ৫৪ মিনিটে হেডে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। ৬৩ মিনিটে পাকেতার শট আটকে যায় গোলপোস্টে। কোস্টারিকার রক্ষণদুর্গে ব্রাজিল বারবার হানা দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। ৮০ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার এদের মিলিতাও দেখেন হলুদ কার্ড। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ৬ মিনিট পর্যন্ত খেলা হলেও ব্রাজিল, কোস্টারিকা কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি।
২০২৪ কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে। একই দিনে আজ এনআরজি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। ২৯ জুন ও ৩ জুলাই ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে।
আন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
২ মিনিট আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৩৮ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে