Ajker Patrika

এবার রোনালদোর ম্যানইউতে ফেরার গল্প দেখা যাবে জর্জিনার সিরিজে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৫
এবার রোনালদোর ম্যানইউতে ফেরার গল্প দেখা যাবে জর্জিনার সিরিজে

দারুণ সাড়া ফেলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের জীবনী নিয়ে বানানো ‘আই এম জর্জিনা’ নামের ডকু সিরিজটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিরিজের দ্বিতীয় পর্বও। ইতিমধ্যে দ্বিতীয় পর্ব নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে জর্জিনার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সানস্পোটর্সের সূত্রমতে, নতুন পর্বে দেখা যাবে রোনালদোর দ্বিতীয়বার ম্যানইউতে ফেরার গল্পও। পাশাপাশি থাকছে জর্জিনার যমজ সন্তান গর্ভধারণ করার প্রসঙ্গও।

সানস্পোর্টস বলছে, গত সপ্তাহ থেকে দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেছে, ‘এই সিরিজের দ্বিতীয় পর্ব হওয়ার সম্ভাবনা সব সময় ছিল। কিন্তু প্রথমটি ভালো করার পর নেটফ্লিক্স অগ্রাধিকার দিয়ে এটিকে সামনে নিয়ে এসেছে।’

কী থাকবে সিরিজের দ্বিতীয় পর্বে, জানাতে গিয়ে সেই সূত্র সানকে বলেছে, ‘ইংল্যান্ডে তার নতুন জীবনের সঙ্গে যমজ সন্তান গর্ভধারণ করার বিষয়টিও এখানে থাকছে। জর্জিনা এটিকে দেখছে দারুণ একটি সুযোগ হিসেবে, যেখানে বিশ্বকে দেখিয়ে দেবে সে আসলে কেমন। পাশাপাশি কীভাবে রোনালদোর ভালোবাসা ও সমর্থনে তার জীবনকে বদলে যাওয়ার বিষয়টিও এখানে থাকছে।’

এর আগে প্রথম পর্বে দেখানো হয়েছিল কীভাবে কঠিন পথ পাড়ি দিয়ে জর্জিনা ওপরে ওঠে এসেছেন সেই গল্প। যেখানে রোনালদোর সঙ্গে তাঁর রসায়নও দেখানো হয়েছে দারুণভাবে। সেই পর্বে রোনালদো প্রেমিকা জর্জিনাকে বিয়ে করার ব্যাপারে ১০০০ ভাগ নিশ্চয়তা দিয়েছেন। এবার রোনালদো ভক্তরা অপেক্ষা থাকতে পারেন, তাঁর ম্যানইউতে আসার ভেতরে গল্প জানার জন্য।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত