ক্রীড়া ডেস্ক
প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত ৮০০-এর বেশি গোল করেছেন লিওনেল মেসি। সংখ্যাটা কত, সেটা গুনতে গুনতে সময় পেরিয়ে যাবে মেসির। তার চেয়েও বড় কঠিন কাজ সেরা গোল বেছে নেওয়া। এবার সেটাই করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে শত শত গোল করা মেসির সব গোলের মান অবশ্যই এক নয়। কিছু কিছু গোল ভক্ত-সমর্থকদের হৃদয়ে গেঁথে আছে। যে গোলগুলো ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। স্মরণীয় গোলের প্রসঙ্গ এলে ২০১০-১১ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির দুর্দান্ত গোলটির কথাও অনেকে চাইলে বলতে পারেন। কেউবা চাইলে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা গোলটির কথাও উল্লেখ করতে পারেন। লাওতারো মার্তিনেজের শট ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস প্রথমে বাঁচালেও ফিরতি সুযোগে গোল করেছিলেন মেসি। অথবা ২০২৩ সালে লিগ কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের বিপক্ষে সেই গোলের কথাও চাইলে বলা যায়। ডি বক্সের বাইরে ম্যাচের শেষভাগে এসে দূরপাল্লার ফ্রি কিকে মায়ামিকে সমতায় ফিরিয়েছিলেন মেসি।
নিজের পছন্দের গোল বেছে নেওয়া যে কঠিন, সেটা স্বীকারও করেছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ‘সব গোলের মধ্যে একটা গোল বাছাই করা অনেক কঠিন। প্রত্যেকটা গোলই বিশেষ। কিছু গোল থাকে অনেক গুরুত্বপূর্ণ। তবে এই বিশেষ প্রকল্পকে সম্ভব করে তুলতে প্রথমবারের মতো প্রিয় গোলকে আলাদা করে তুলে ধরা আসলেই অনেক মূল্যবান। এর পেছনে যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, সেটার অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’
মেসি নিজের সেরা গোলের কথা ২২ মে জানাবেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বেছে নেওয়া সেরা গোলকে চিত্রকর্মে রূপ দেওয়া হবে। সেই চিত্রকর্মকে মানবিক কাজের জন্য নিলামে ওঠানো হবে। সেই চিত্রকর্মে মেসি এবং শিল্পী রেফিক আনাদোলের স্বাক্ষর থাকছে। নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে ১১ জুন নিউইয়র্কে সেটা উন্মোচন করা হবে। ১১ জুলাই নিলাম শেষ হবে।
মেসির বেছে নেওয়া সেরা গোল যে চিত্রকর্মে রূপ দেওয়া হবে, সেটা গতকাল ইন্টার মায়ামি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে। মায়ামি সেখানে দর্শকদের বেছে নিতে বলেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের সেরা গোল। মেসি নিজেও সেটা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন।
আরও পড়ুন:
প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত ৮০০-এর বেশি গোল করেছেন লিওনেল মেসি। সংখ্যাটা কত, সেটা গুনতে গুনতে সময় পেরিয়ে যাবে মেসির। তার চেয়েও বড় কঠিন কাজ সেরা গোল বেছে নেওয়া। এবার সেটাই করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে শত শত গোল করা মেসির সব গোলের মান অবশ্যই এক নয়। কিছু কিছু গোল ভক্ত-সমর্থকদের হৃদয়ে গেঁথে আছে। যে গোলগুলো ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। স্মরণীয় গোলের প্রসঙ্গ এলে ২০১০-১১ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির দুর্দান্ত গোলটির কথাও অনেকে চাইলে বলতে পারেন। কেউবা চাইলে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা গোলটির কথাও উল্লেখ করতে পারেন। লাওতারো মার্তিনেজের শট ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস প্রথমে বাঁচালেও ফিরতি সুযোগে গোল করেছিলেন মেসি। অথবা ২০২৩ সালে লিগ কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের বিপক্ষে সেই গোলের কথাও চাইলে বলা যায়। ডি বক্সের বাইরে ম্যাচের শেষভাগে এসে দূরপাল্লার ফ্রি কিকে মায়ামিকে সমতায় ফিরিয়েছিলেন মেসি।
নিজের পছন্দের গোল বেছে নেওয়া যে কঠিন, সেটা স্বীকারও করেছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ‘সব গোলের মধ্যে একটা গোল বাছাই করা অনেক কঠিন। প্রত্যেকটা গোলই বিশেষ। কিছু গোল থাকে অনেক গুরুত্বপূর্ণ। তবে এই বিশেষ প্রকল্পকে সম্ভব করে তুলতে প্রথমবারের মতো প্রিয় গোলকে আলাদা করে তুলে ধরা আসলেই অনেক মূল্যবান। এর পেছনে যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, সেটার অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’
মেসি নিজের সেরা গোলের কথা ২২ মে জানাবেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বেছে নেওয়া সেরা গোলকে চিত্রকর্মে রূপ দেওয়া হবে। সেই চিত্রকর্মকে মানবিক কাজের জন্য নিলামে ওঠানো হবে। সেই চিত্রকর্মে মেসি এবং শিল্পী রেফিক আনাদোলের স্বাক্ষর থাকছে। নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে ১১ জুন নিউইয়র্কে সেটা উন্মোচন করা হবে। ১১ জুলাই নিলাম শেষ হবে।
মেসির বেছে নেওয়া সেরা গোল যে চিত্রকর্মে রূপ দেওয়া হবে, সেটা গতকাল ইন্টার মায়ামি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে। মায়ামি সেখানে দর্শকদের বেছে নিতে বলেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের সেরা গোল। মেসি নিজেও সেটা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন।
আরও পড়ুন:
গত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ পেসার। এ বাঁহাতি পেসারকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
৮ মিনিট আগেটেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
২৬ মিনিট আগেবর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।
৩৮ মিনিট আগেবাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ২০২৩ সালে আইসিসির মাসসেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। পরের দুই বছরে কত সময় গড়িয়ে গেছে। অবশেষে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ফুরোল বাংলাদেশের অপেক্ষা।
৩ ঘণ্টা আগে