এবারের ইউরোতে ইতালি আবির্ভূত হয়েছে অন্য চেহারায়। ইতালি যে আমূল বদলে গেছে, তাতে সবাই কোচ রবার্তো মানচিনিকেই কৃতিত্ব দেবেন। তাঁর ছোঁয়ায় চিরায়ত রক্ষাণত্মক কৌশল থেকে বেরিয়ে এসে প্রেসিং ফুটবলে মুগ্ধ করে চলেছে আজ্জুরিরা। আজ রাতে স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে মানচিনি শিষ্য-সমর্থকদের ‘নীল' হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। ইতালির এই নীল বেদনার নয়; দুর্দান্ত গতিতে ছোটার রং, জয়োৎসবের রং!
মানচিনির অধীনে অপ্রতিরোধ্য গতিতেই ছুটছে ইতালি। এখন পর্যন্ত তাঁর অধীনে ৩৭ ম্যাচে খেলা আজ্জুরিরা জিতেছে ২৮ টিতেই। বদলে যাওয়া যে ইতালিকে নিয়ে সবাই কথা বলছে, সেটা তাদের আক্রমণাত্মক মানসিকতা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার এই মানসিকতায় ৩৭ ম্যাচে প্রতিপক্ষের জালে ৯০ গোল পাঠিয়েছে তারা। তবে আক্রমণাত্মক হতে গিয়ে তাদের চিরায়ত কৌশল রক্ষণ দুর্গকে প্রতিপক্ষের হাতে ছেড়ে দেয়নি। পরিসংখ্যান বলছে, ৩৭ ম্যাচে ১৬টি গোল হজম করেছে ইতালি।
এবারের ইউরোতেও এই ধারাবাহিকতাটাই টেনে এনেছেন চিরো ইম্মোবিল-জর্জিও কিয়েল্লিনিরা। গ্রুপ পর্ব-শেষ ষোলো আর শেষ আট মিলিয়ে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে মানচিনির ইতালি।
সেমিফাইনালের মহারণের আগে প্রতিপক্ষ কোচ লুইস এনরিকেও এই ইতালির প্রশংসা করতে কার্পণ্য করেননি। এনরিকে বলেছেন, ‘এই ইতালি আপনার আমার দেখা সেই ইতালি না। এই ইতালি কী ঘটছে সেটা না দেখে, নিজেদের কাজটা আগে ঠিকঠাক করে ফেলে। তারা একটা নতুন কৌশলে এগোচ্ছে এবং সাফল্য পাচ্ছে।’
চারদিক থেকে স্তুতিবাক্য ছুটে আসছে মানচিনির দিকেও। সাবেক ইতালি কোচ আরিগো সাচ্চি যেমন বললেন, ‘ইতালি জিতছে। একই সঙ্গে ইতালি দর্শকের মনে প্রশান্তি জাগাচ্ছে। এই আধুনিক ফুটবল ভাবনার পুরো কৃতিত্বটাই মানচিনির।’
চারদিক থেকে বাহবা আর টানা জয়ে পেয়েও মানচিনি শিষ্যদের অনুপ্রাণিত করছেন অন্যভাবে। কাল দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘আগামীকাল (আজ) এক সঙ্গে আবার, চলো নীল হয়ে যাই।’
এবারের ইউরোতে ইতালি আবির্ভূত হয়েছে অন্য চেহারায়। ইতালি যে আমূল বদলে গেছে, তাতে সবাই কোচ রবার্তো মানচিনিকেই কৃতিত্ব দেবেন। তাঁর ছোঁয়ায় চিরায়ত রক্ষাণত্মক কৌশল থেকে বেরিয়ে এসে প্রেসিং ফুটবলে মুগ্ধ করে চলেছে আজ্জুরিরা। আজ রাতে স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে মানচিনি শিষ্য-সমর্থকদের ‘নীল' হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। ইতালির এই নীল বেদনার নয়; দুর্দান্ত গতিতে ছোটার রং, জয়োৎসবের রং!
মানচিনির অধীনে অপ্রতিরোধ্য গতিতেই ছুটছে ইতালি। এখন পর্যন্ত তাঁর অধীনে ৩৭ ম্যাচে খেলা আজ্জুরিরা জিতেছে ২৮ টিতেই। বদলে যাওয়া যে ইতালিকে নিয়ে সবাই কথা বলছে, সেটা তাদের আক্রমণাত্মক মানসিকতা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার এই মানসিকতায় ৩৭ ম্যাচে প্রতিপক্ষের জালে ৯০ গোল পাঠিয়েছে তারা। তবে আক্রমণাত্মক হতে গিয়ে তাদের চিরায়ত কৌশল রক্ষণ দুর্গকে প্রতিপক্ষের হাতে ছেড়ে দেয়নি। পরিসংখ্যান বলছে, ৩৭ ম্যাচে ১৬টি গোল হজম করেছে ইতালি।
এবারের ইউরোতেও এই ধারাবাহিকতাটাই টেনে এনেছেন চিরো ইম্মোবিল-জর্জিও কিয়েল্লিনিরা। গ্রুপ পর্ব-শেষ ষোলো আর শেষ আট মিলিয়ে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে মানচিনির ইতালি।
সেমিফাইনালের মহারণের আগে প্রতিপক্ষ কোচ লুইস এনরিকেও এই ইতালির প্রশংসা করতে কার্পণ্য করেননি। এনরিকে বলেছেন, ‘এই ইতালি আপনার আমার দেখা সেই ইতালি না। এই ইতালি কী ঘটছে সেটা না দেখে, নিজেদের কাজটা আগে ঠিকঠাক করে ফেলে। তারা একটা নতুন কৌশলে এগোচ্ছে এবং সাফল্য পাচ্ছে।’
চারদিক থেকে স্তুতিবাক্য ছুটে আসছে মানচিনির দিকেও। সাবেক ইতালি কোচ আরিগো সাচ্চি যেমন বললেন, ‘ইতালি জিতছে। একই সঙ্গে ইতালি দর্শকের মনে প্রশান্তি জাগাচ্ছে। এই আধুনিক ফুটবল ভাবনার পুরো কৃতিত্বটাই মানচিনির।’
চারদিক থেকে বাহবা আর টানা জয়ে পেয়েও মানচিনি শিষ্যদের অনুপ্রাণিত করছেন অন্যভাবে। কাল দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘আগামীকাল (আজ) এক সঙ্গে আবার, চলো নীল হয়ে যাই।’
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৩ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে