Ajker Patrika

মেসিকে ‘বিশেষ উপায়ে’ নেওয়ার কথা ভাবছে এমএলএস লিগ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৯: ০১
মেসিকে ‘বিশেষ উপায়ে’ নেওয়ার কথা ভাবছে এমএলএস লিগ

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির পুরোনো চুক্তি প্রায় শেষের পথে। নতুন চুক্তি না হওয়ায় মেসির ভবিষ্যৎ নিয়ে চলছে আলাপ-আলোচনা। এবার এ সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে ‘বিশেষ উপায়ে’ নিতে চায় মেজর লিগ সকার (এমএলএস)। 

মেসির এমএলএসে যাওয়ার কথা চলছে অবশ্য দীর্ঘদিন। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে দলে নেওয়ার আগ্রহ ইন্টার মায়ামি প্রকাশ করেছে অনেক আগেই। এমএলএস কমিশনার ডন গার্বার জানিয়েছেন, তাঁকে (মেসি) যুক্তরাষ্ট্রে নিতে এমএলএস যেকোনো কিছু করতে পারে। প্রয়োজনে খেলোয়াড়দের কেনার টাকা খরচ করার বিষয়ে কঠোর নিয়ম আরোপ করতে পারে। সিবিএস স্পোর্টসকে এমএল বলেন, ‘আমরা মিয়ামির সঙ্গে কাজ করে যাচ্ছি। আশা করি, এই ক্লাব তাকে দলে নিতে পারবে। বিশেষভাবে খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করার ব্যাপারে আমরা বেশ কার্যকর হয়েছি।’ 

গার্বার আরও বলেন, ‘আমি আপনাকে বলতে পারি যে মেজর লিগ সকারে তাকে আমরা ভালোবাসব। তার মতো খেলোয়াড় অনেক বাধাবিপত্তি অতিক্রম করে এমন অবস্থায় এসেছে। যুক্তরাষ্ট্রে সে সেরা খেলোয়াড়দের একজন হতে পারবে।’ 

মেসির পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে ধোঁয়াশা অবশ্য রয়েছে। মেজর লিগ সকারের পাশাপাশি আরও অনেক ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪ হাজার ৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল মেসিকে। এমনকি সাবেক ক্লাব বার্সেলোনায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছে। মেসির বার্সায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে কদিন আগে জানিয়েছেন বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা এবং কোচ জাভি হার্নান্দেজ। মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি, রোনাল্ড আরাউহো-তাঁরাও তারকা ফুটবলারের বার্সায় ফেরার অপেক্ষায় রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত