মাছ ধরার শখ অনেকেই লালন করে থাকেন। অনেক তারকা ফুটবলারও লালন করে থাকেন এই শখ। সময়-সুযোগ মিলে গেলে তাঁরাও নেমে পড়েন মাছ ধরতে। মাছ ধরতে পছন্দ করেন যেসব খেলোয়াড়, তাঁদের মধ্যে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও আগুয়েরো, ডেভিড বেকহামসহ অনেক বর্তমান ও সাবেক তারকা ফুটবলার।
ক্রিস্টিয়ানো রোনালদো
যে শহরে রোনালদোর জন্ম ও বেড়ে ওঠা, সেই মাদেইরা মাছ ধরার জন্য বিখ্যাত। তাই মাছ ধরার কিছু কৌশল যে রোনালদোর জানা থাকবে তা স্বাভাবিকই। মাদেরাতেই মাছ ধরতে দেখা গেছে রোনালদোকে।
সার্জিও আগুয়েরো
কদিন আগে হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় ফুটবলকে বিদায় জানিয়েছেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি ফুটবলারও অবসরে মাছ ধরতে পছন্দ করেন। ২০১৪ সালে চোটে পড়ে পাওয়া বিরতিতে মাছ ধরতে দেখা গেছে তাঁকে। এরপর থেকে ছুটি পেলেই মাছ ধরতে চলে যান এই আর্জেন্টাইন তারকা। সম্প্রতি এসকুইনা ভ্রমণকালেও বড়সড় এক মাছ হাতে দেখা গেছে তাঁকে।
ডেভিড বেকহাম
২০১৬ সালে ডেভিড বেকহামের স্যামন ধরার ছবি বেশ বিখ্যাত হয়েছিল। মাছ হাতে ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেন এই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি। এখনো হয়তো সুযোগ পেলে মাছ ধরতে ছুটে যান বেকহাম।
জ্লাতান ইব্রাহিমোভিচ
ফুটবলে অনেকবার নিজেকে সেরা ঘোষণা করে আলোচনায় এসেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে তিনি চাইলে নিজেকে সেরা ‘ফিশারম্যান’ও ঘোষণা করতে পারেন। মাছ ধরার জন্য সুইডেনে নিজের একটি দিঘিও যে আছে ইব্রাহিমোভিচের। এমনকি ইব্রার পিঠে মাছের একটি ট্যাটুও করা আছে।
রবিন ফন পার্সি
মাছ ধরা নিয়ে মজার এক অভিজ্ঞতা আছে ডাচ কিংবদন্তি রবিন ফন পার্সির। ২০১৫ সালে তুরস্কে পারিবারিক এক ভ্রমণের সময় গভীর সমুদ্রে মাছ ধরতে যান ফন পার্সি। সে সময় অবিশ্বাস্যভাবে একটি হাঙর ধরে ফেলেন তিনি। সেটা নিজের জীবনে সবচেয়ে সেরা মাছ ধরার দিন বলেও ঘোষণা দেন তিনি।
মাছ ধরার শখ অনেকেই লালন করে থাকেন। অনেক তারকা ফুটবলারও লালন করে থাকেন এই শখ। সময়-সুযোগ মিলে গেলে তাঁরাও নেমে পড়েন মাছ ধরতে। মাছ ধরতে পছন্দ করেন যেসব খেলোয়াড়, তাঁদের মধ্যে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও আগুয়েরো, ডেভিড বেকহামসহ অনেক বর্তমান ও সাবেক তারকা ফুটবলার।
ক্রিস্টিয়ানো রোনালদো
যে শহরে রোনালদোর জন্ম ও বেড়ে ওঠা, সেই মাদেইরা মাছ ধরার জন্য বিখ্যাত। তাই মাছ ধরার কিছু কৌশল যে রোনালদোর জানা থাকবে তা স্বাভাবিকই। মাদেরাতেই মাছ ধরতে দেখা গেছে রোনালদোকে।
সার্জিও আগুয়েরো
কদিন আগে হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় ফুটবলকে বিদায় জানিয়েছেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি ফুটবলারও অবসরে মাছ ধরতে পছন্দ করেন। ২০১৪ সালে চোটে পড়ে পাওয়া বিরতিতে মাছ ধরতে দেখা গেছে তাঁকে। এরপর থেকে ছুটি পেলেই মাছ ধরতে চলে যান এই আর্জেন্টাইন তারকা। সম্প্রতি এসকুইনা ভ্রমণকালেও বড়সড় এক মাছ হাতে দেখা গেছে তাঁকে।
ডেভিড বেকহাম
২০১৬ সালে ডেভিড বেকহামের স্যামন ধরার ছবি বেশ বিখ্যাত হয়েছিল। মাছ হাতে ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেন এই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি। এখনো হয়তো সুযোগ পেলে মাছ ধরতে ছুটে যান বেকহাম।
জ্লাতান ইব্রাহিমোভিচ
ফুটবলে অনেকবার নিজেকে সেরা ঘোষণা করে আলোচনায় এসেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে তিনি চাইলে নিজেকে সেরা ‘ফিশারম্যান’ও ঘোষণা করতে পারেন। মাছ ধরার জন্য সুইডেনে নিজের একটি দিঘিও যে আছে ইব্রাহিমোভিচের। এমনকি ইব্রার পিঠে মাছের একটি ট্যাটুও করা আছে।
রবিন ফন পার্সি
মাছ ধরা নিয়ে মজার এক অভিজ্ঞতা আছে ডাচ কিংবদন্তি রবিন ফন পার্সির। ২০১৫ সালে তুরস্কে পারিবারিক এক ভ্রমণের সময় গভীর সমুদ্রে মাছ ধরতে যান ফন পার্সি। সে সময় অবিশ্বাস্যভাবে একটি হাঙর ধরে ফেলেন তিনি। সেটা নিজের জীবনে সবচেয়ে সেরা মাছ ধরার দিন বলেও ঘোষণা দেন তিনি।
ম্যাচের শুরুতে যেন খোলসের মধ্যেই থেকেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। এই সুযোগে মাঝমাঠের দল ছিল ভারতীয় দলের। এ সময়ে একের পর এক আক্রমণে গেছে তারা। এর ফলও পেয়েছে ভারতের মেয়েরা। ১৪ মিনিটে গোল করে ম্যাচে এগিয়ে যায় ভারত।
১ ঘণ্টা আগেবেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কাটা কাজ করছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। বেঙ্গালুরুতে হচ্ছে না এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের কোনো ম্যাচ।
১ ঘণ্টা আগেমাঠে নামলেই ম্যাথু ব্রিটজকের ব্যাট ছোটে তরবারির মতো। প্রতিপক্ষ, ভেন্যু যা-ই হোক না কেন, তিনি রানের বন্যা বইয়ে দেন। ২৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ব্যাটার আজ যে রেকর্ড গড়েছেন, সেটা আর কেউ করতে পারেননি।
৩ ঘণ্টা আগেমাঝে মধ্যে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ কেউ চ্যাম্পিয়ন হয়ে গেলেও জার্মানির বুন্দেসলিগা মানেই বায়ার্ন মিউনিখের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব। আজ থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের বুন্দেসলিগাতেও কি চলবে বায়ার্নের রাজত্ব! এটি হবে বুন্দেসলিগার ৬৩তম মৌসুম।
৪ ঘণ্টা আগে