সময়টা ভালো যাচ্ছে না চেলসির। একের পর এক নতুন কোচ এনেও সাফল্য পাচ্ছে না। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্লুজরা। প্রিমিয়ার লিগেও কাটছে বাজে সময়। লিগের তাদের বর্তমান অবস্থান ১১। সেরা চারে থাকতে না পারলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে তাদের।
এপ্রিলের শুরুতে মাত্র সাত মাসের মাথায় গ্রাহাম পটার বরখাস্ত হওয়ার দ্বিতীয় মেয়াদে কেয়ারটেকার কোচ হিসেবে চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কোচ হিসেবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অবশ্য স্টামফোর্ড ব্রিজের অভিজ্ঞতা অত ভালো নয়। প্রথম মেয়াদে তিনিও বরখাস্ত হয়েছিলেন। তবে দুর্দিনে খেলোয়াড় হিসেবে যেমন চেলসিকে টেনে তুলেছিলেন কোচ হিসেবে এবারও সেটি করতে পারছেন না ল্যাম্পার্ড। ব্লুজদের জয়ের ধারায় এখনো ফেরাতে পারেননি তিনি।
চুক্তি অনুযায়ী চলতি মৌসুম পর্যন্ত স্টামফোর্ড ব্রিজে থাকবেন ল্যাম্পার্ড। এরপর কে হবেন চেলসির কোচ? এরই মধ্যে সম্ভাব্য এই চাকরির প্রসঙ্গে আলোচনা চলছে ইংলিশ ফুটবলে। তার মধ্যে চেলসির স্থায়ী প্রধান কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ভিনসেন্ট কোম্পানির নাম। সংক্ষিপ্ত তালিকায় আছেন টটেনহাম ও পিএসজির সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোও।
সম্প্রতি বার্নলিকে প্রিমিয়ার লিগে জায়গা করে দিয়ে আলোচনা কোম্পানি। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের অধিকাংশ সময় ম্যানচেস্টার সিটিতে কাটিয়েছেন এই বেলজিয়ান ডিফেন্ডার। অবসরের পর কোচিংয়ে নামা। সেখানেও সফল তিনি। ইংলিশ মিডিয়া জানিয়েছে, কোম্পানির দিকে চোখ চেলসির। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন পচেত্তিনো। পিএসজি থেকে ছাঁটাই হওয়ার পর আর্জেন্টাইন কোচ এখন বেকার জীবনই কাটাচ্ছেন।
তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না হুলিয়ান নাগেলসম্যানের নামও। চলতি মৌসুমের মাঝপথে এসে হুট করে বায়ার্ন মিউনিখের চাকরিটা হারান তিনি। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন চেলসির সাবেক কোচ টমাস টুখেল। আর বায়ার্ন থেকে বরখাস্ত হওয়া জার্মান কোচ নাগেলসম্যান যদি স্টামফোর্ড ব্রিজে আসেন তবে মিটমাট তো হয়েই গেল। শুরুতে গুঞ্জন শোনা গেলেও এখন জানা গেছে, চেলসি কর্তৃপক্ষের রাডারে নেই তিনি।
অবশ্য সবকিছু নির্ভর করছে চেলসির দুই স্পোর্টিং ডিরেক্টর লরেন্স স্টুয়ার্ট ও পল উইন্সটানলির ওপর। তাঁরাই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
সময়টা ভালো যাচ্ছে না চেলসির। একের পর এক নতুন কোচ এনেও সাফল্য পাচ্ছে না। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্লুজরা। প্রিমিয়ার লিগেও কাটছে বাজে সময়। লিগের তাদের বর্তমান অবস্থান ১১। সেরা চারে থাকতে না পারলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে তাদের।
এপ্রিলের শুরুতে মাত্র সাত মাসের মাথায় গ্রাহাম পটার বরখাস্ত হওয়ার দ্বিতীয় মেয়াদে কেয়ারটেকার কোচ হিসেবে চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কোচ হিসেবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অবশ্য স্টামফোর্ড ব্রিজের অভিজ্ঞতা অত ভালো নয়। প্রথম মেয়াদে তিনিও বরখাস্ত হয়েছিলেন। তবে দুর্দিনে খেলোয়াড় হিসেবে যেমন চেলসিকে টেনে তুলেছিলেন কোচ হিসেবে এবারও সেটি করতে পারছেন না ল্যাম্পার্ড। ব্লুজদের জয়ের ধারায় এখনো ফেরাতে পারেননি তিনি।
চুক্তি অনুযায়ী চলতি মৌসুম পর্যন্ত স্টামফোর্ড ব্রিজে থাকবেন ল্যাম্পার্ড। এরপর কে হবেন চেলসির কোচ? এরই মধ্যে সম্ভাব্য এই চাকরির প্রসঙ্গে আলোচনা চলছে ইংলিশ ফুটবলে। তার মধ্যে চেলসির স্থায়ী প্রধান কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ভিনসেন্ট কোম্পানির নাম। সংক্ষিপ্ত তালিকায় আছেন টটেনহাম ও পিএসজির সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোও।
সম্প্রতি বার্নলিকে প্রিমিয়ার লিগে জায়গা করে দিয়ে আলোচনা কোম্পানি। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের অধিকাংশ সময় ম্যানচেস্টার সিটিতে কাটিয়েছেন এই বেলজিয়ান ডিফেন্ডার। অবসরের পর কোচিংয়ে নামা। সেখানেও সফল তিনি। ইংলিশ মিডিয়া জানিয়েছে, কোম্পানির দিকে চোখ চেলসির। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন পচেত্তিনো। পিএসজি থেকে ছাঁটাই হওয়ার পর আর্জেন্টাইন কোচ এখন বেকার জীবনই কাটাচ্ছেন।
তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না হুলিয়ান নাগেলসম্যানের নামও। চলতি মৌসুমের মাঝপথে এসে হুট করে বায়ার্ন মিউনিখের চাকরিটা হারান তিনি। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন চেলসির সাবেক কোচ টমাস টুখেল। আর বায়ার্ন থেকে বরখাস্ত হওয়া জার্মান কোচ নাগেলসম্যান যদি স্টামফোর্ড ব্রিজে আসেন তবে মিটমাট তো হয়েই গেল। শুরুতে গুঞ্জন শোনা গেলেও এখন জানা গেছে, চেলসি কর্তৃপক্ষের রাডারে নেই তিনি।
অবশ্য সবকিছু নির্ভর করছে চেলসির দুই স্পোর্টিং ডিরেক্টর লরেন্স স্টুয়ার্ট ও পল উইন্সটানলির ওপর। তাঁরাই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে