Ajker Patrika

লেস্টারকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার ‘বার্তা’ দিলেন ক্লপ

আপডেট : ১৬ মে ২০২৩, ১৩: ৫৭
লেস্টারকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার ‘বার্তা’ দিলেন ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগে গত কদিনে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে লিভারপুল। একপর্যায়ে শীর্ষদশের বাইরে থাকা ক্লাবটির এখন সম্ভাবনা রয়েছে সেরা চারে ওঠার। গতকাল লেস্টার সিটিকে উড়িয়ে সেই ‘বার্তাই’ দিলেন অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ। 

কিং পাওয়ার স্টেডিয়ামে গতকাল হয়েছে লেস্টার সিটি-লিভারপুল ম্যাচ। লেস্টারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন কার্টিস জোনস এবং ১টি গোল করেছেন ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড। তাতে প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে অলরেডরা। ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। চার ও তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল—দুই দলেরই সমান ৬৬ পয়েন্ট। শীর্ষ চারে ওঠার আশাবাদ ব্যক্ত করে ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ক্লপ বলেন, ‘আমরা সব করতে পারি। তারা (নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড) কি নেমে যাবে বা আমরা বাকি দুই ম্যাচ জিতব কি না, তা আমি জানি না। তবে নিজেদের কাজ আমাদের করে যেতে হবে।’ 

নিউক্যাসল, ম্যানচেস্টার ইউনাইটেড—দুই দলই খেলেছে ৩৫টি করে ম্যাচ। নিউক্যাসলের ম্যাচ বাকি ব্রাইটন, লেস্টার সিটি ও চেলসির বিপক্ষে। আর ইউনাইটেডের ম্যাচ বাকি বোর্নমাউথ, চেলসি ও ফুলহামের বিপক্ষে। অন্যদিকে লিভারপুলের ম্যাচ বাকি অ্যাস্টন ভিলা ও সাউদাম্পটনের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত