মৃত্যুতে ৬৬ বছরের বন্ধন ছিন্ন হলো তাঁদের। আর কখনো জোয়াও আরউহোর কাছে চুল কাটাতে আসবেন না পেলে। পেলেকে হারিয়ে শোকাহত জোয়াও। সান্তোসের এই নরসুন্দর ছিলেন ফুটবল-সম্রাটের কাছের বন্ধু। সান্তোসে যিনি পরিচিত ‘দিদি’ নামে।
কোলন ক্যানসারের কাছে হার মেনে ৮২ বছর বয়সে পেলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘদিনের বন্ধু ও ক্রেতাকে হারিয়ে দিদি বলেছেন, ‘আমরা দেশের সবচেয়ে বড় সম্পদ হারিয়েছে। ব্রাজিল হারিয়েছে, পুরো বিশ্ব হারিয়েছে। বড় ক্রেতা এবং মহৎ বন্ধুকে হারিয়েছি।’
দিদির দোকানটা বলতে গেলে ‘মিনি পেলে জাদুঘর’ ছিল। পুরো দেয়ালে শুধু পেলের ছবি আর ছবি। বড় ম্যাচের ছবিসহ পেলের চুল কাটছেন এমন ছবিও রেখেছেন দিদি। আছে নিজের বিশাল এক ছবিতে পেলের দেওয়া অটোগ্রাফও।
পেলের সঙ্গে ১৯৫৬ সালে প্রথম দেখা হয় দিদির। ফুটবল ক্লাব সান্তোসের বাইরে তাঁর দোকান। একদিন চুল কাটাতে তাঁর দোকানে আসেন পেলে। সে সময় ১৬ বছর বয়স ছিল কিংবদন্তির। সেই থেকে তাঁদের বন্ধুত্বের শুরু। এরপর থেকে প্রতিবারই দিদির কাছে চুল কাটিয়েছেন ফুটবল-সম্রাট পেলে।
সেই স্মৃতি স্মরণ করে দিদি বলেছেন, ‘এখানে যখন এসেছিল, সে খুবই ছোট ছিল। কেউ তাকে নিয়ে বড় কিছু চিন্তা করেনি। আমরা ভেবেছিলাম, সে একজন ভালো ফুটবলার, রাজা নন। সে পরে রাজা হয়েছে এবং রাজা হয়েই মারা গেছে।’
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ক্যারিয়ারে ১২৮৩ গোল করেছেন ব্রাজিল কিংবদন্তি। তাঁর গোলের সমান চুল কেটেছেন বলে মনে করেন দিদি! পেলের সহস্রবারের বেশি চুল কেটেছেন বলে দাবি তাঁর। দিদি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সে এটি পছন্দ করত। মৃত্যুর আগ পর্যন্ত তার চুল কেটেছি।’
বছর দুয়েক আগে কোলন ক্যানসার ধরা পড়লে চুল কাটাতে আর দিদির দোকানে আসতেন না পেলে। সে সময় তাঁর বাসায় গিয়ে চুল কেটেছেন তিনি। এ বিষয়ে ৮৪ বছর বয়সী এই নরসুন্দর বলেছেন, ‘সে সব সময় আমাকে ডাকত এবং আমি তার চুল কাটতে যেতাম। তবে কিছুদিন পর যখন খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন আর যাওয়া হয়নি।’
পেলের কাছে প্রতিবার চুল কাটতে ৭৮০ টাকা নিতেন দিদি। ফুটবল রাজাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকাহত তিনি। আর্দ্র গলায় বলেছেন, ‘ঈশ্বর তার খেয়াল রাখবেন।’ আগামী মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় মহারাজাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
মৃত্যুতে ৬৬ বছরের বন্ধন ছিন্ন হলো তাঁদের। আর কখনো জোয়াও আরউহোর কাছে চুল কাটাতে আসবেন না পেলে। পেলেকে হারিয়ে শোকাহত জোয়াও। সান্তোসের এই নরসুন্দর ছিলেন ফুটবল-সম্রাটের কাছের বন্ধু। সান্তোসে যিনি পরিচিত ‘দিদি’ নামে।
কোলন ক্যানসারের কাছে হার মেনে ৮২ বছর বয়সে পেলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘদিনের বন্ধু ও ক্রেতাকে হারিয়ে দিদি বলেছেন, ‘আমরা দেশের সবচেয়ে বড় সম্পদ হারিয়েছে। ব্রাজিল হারিয়েছে, পুরো বিশ্ব হারিয়েছে। বড় ক্রেতা এবং মহৎ বন্ধুকে হারিয়েছি।’
দিদির দোকানটা বলতে গেলে ‘মিনি পেলে জাদুঘর’ ছিল। পুরো দেয়ালে শুধু পেলের ছবি আর ছবি। বড় ম্যাচের ছবিসহ পেলের চুল কাটছেন এমন ছবিও রেখেছেন দিদি। আছে নিজের বিশাল এক ছবিতে পেলের দেওয়া অটোগ্রাফও।
পেলের সঙ্গে ১৯৫৬ সালে প্রথম দেখা হয় দিদির। ফুটবল ক্লাব সান্তোসের বাইরে তাঁর দোকান। একদিন চুল কাটাতে তাঁর দোকানে আসেন পেলে। সে সময় ১৬ বছর বয়স ছিল কিংবদন্তির। সেই থেকে তাঁদের বন্ধুত্বের শুরু। এরপর থেকে প্রতিবারই দিদির কাছে চুল কাটিয়েছেন ফুটবল-সম্রাট পেলে।
সেই স্মৃতি স্মরণ করে দিদি বলেছেন, ‘এখানে যখন এসেছিল, সে খুবই ছোট ছিল। কেউ তাকে নিয়ে বড় কিছু চিন্তা করেনি। আমরা ভেবেছিলাম, সে একজন ভালো ফুটবলার, রাজা নন। সে পরে রাজা হয়েছে এবং রাজা হয়েই মারা গেছে।’
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ক্যারিয়ারে ১২৮৩ গোল করেছেন ব্রাজিল কিংবদন্তি। তাঁর গোলের সমান চুল কেটেছেন বলে মনে করেন দিদি! পেলের সহস্রবারের বেশি চুল কেটেছেন বলে দাবি তাঁর। দিদি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সে এটি পছন্দ করত। মৃত্যুর আগ পর্যন্ত তার চুল কেটেছি।’
বছর দুয়েক আগে কোলন ক্যানসার ধরা পড়লে চুল কাটাতে আর দিদির দোকানে আসতেন না পেলে। সে সময় তাঁর বাসায় গিয়ে চুল কেটেছেন তিনি। এ বিষয়ে ৮৪ বছর বয়সী এই নরসুন্দর বলেছেন, ‘সে সব সময় আমাকে ডাকত এবং আমি তার চুল কাটতে যেতাম। তবে কিছুদিন পর যখন খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন আর যাওয়া হয়নি।’
পেলের কাছে প্রতিবার চুল কাটতে ৭৮০ টাকা নিতেন দিদি। ফুটবল রাজাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকাহত তিনি। আর্দ্র গলায় বলেছেন, ‘ঈশ্বর তার খেয়াল রাখবেন।’ আগামী মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় মহারাজাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
৩ মিনিট আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
১ ঘণ্টা আগেআন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
১ ঘণ্টা আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২ ঘণ্টা আগে