Ajker Patrika

পেলেকে হারিয়ে কাঁদছেন সান্তোসের সেই নরসুন্দর

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০০: ০০
পেলেকে হারিয়ে কাঁদছেন সান্তোসের সেই নরসুন্দর

মৃত্যুতে ৬৬ বছরের বন্ধন ছিন্ন হলো তাঁদের। আর কখনো জোয়াও আরউহোর কাছে চুল কাটাতে আসবেন না পেলে। পেলেকে হারিয়ে শোকাহত জোয়াও। সান্তোসের এই নরসুন্দর ছিলেন ফুটবল-সম্রাটের কাছের বন্ধু। সান্তোসে যিনি পরিচিত ‘দিদি’ নামে।

কোলন ক্যানসারের কাছে হার মেনে ৮২ বছর বয়সে পেলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘদিনের বন্ধু ও ক্রেতাকে হারিয়ে দিদি বলেছেন, ‘আমরা দেশের সবচেয়ে বড় সম্পদ হারিয়েছে। ব্রাজিল হারিয়েছে, পুরো বিশ্ব হারিয়েছে। বড় ক্রেতা এবং মহৎ বন্ধুকে হারিয়েছি।’

দিদির দোকানটা বলতে গেলে ‘মিনি পেলে জাদুঘর’ ছিল। পুরো দেয়ালে শুধু পেলের ছবি আর ছবি। বড় ম্যাচের ছবিসহ পেলের চুল কাটছেন এমন ছবিও রেখেছেন দিদি। আছে নিজের বিশাল এক ছবিতে পেলের দেওয়া অটোগ্রাফও।

পেলের সঙ্গে ১৯৫৬ সালে প্রথম দেখা হয় দিদির। ফুটবল ক্লাব সান্তোসের বাইরে তাঁর দোকান। একদিন চুল কাটাতে তাঁর দোকানে আসেন পেলে। সে সময় ১৬ বছর বয়স ছিল কিংবদন্তির। সেই থেকে তাঁদের বন্ধুত্বের শুরু। এরপর থেকে প্রতিবারই দিদির কাছে চুল কাটিয়েছেন ফুটবল-সম্রাট পেলে।

সেই স্মৃতি স্মরণ করে দিদি বলেছেন, ‘এখানে যখন এসেছিল, সে খুবই ছোট ছিল। কেউ তাকে নিয়ে বড় কিছু চিন্তা করেনি। আমরা ভেবেছিলাম, সে একজন ভালো ফুটবলার, রাজা নন। সে পরে রাজা হয়েছে এবং রাজা হয়েই মারা গেছে।’

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ক্যারিয়ারে ১২৮৩ গোল করেছেন ব্রাজিল কিংবদন্তি। তাঁর গোলের সমান চুল কেটেছেন বলে মনে করেন দিদি! পেলের সহস্রবারের বেশি চুল কেটেছেন বলে দাবি তাঁর। দিদি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সে এটি পছন্দ করত। মৃত্যুর আগ পর্যন্ত তার চুল কেটেছি।’

বছর দুয়েক আগে কোলন ক্যানসার ধরা পড়লে চুল কাটাতে আর দিদির দোকানে আসতেন না পেলে। সে সময় তাঁর বাসায় গিয়ে চুল কেটেছেন তিনি। এ বিষয়ে ৮৪ বছর বয়সী এই নরসুন্দর বলেছেন, ‘সে সব সময় আমাকে ডাকত এবং আমি তার চুল কাটতে যেতাম। তবে কিছুদিন পর যখন খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন আর যাওয়া হয়নি।’

পেলের কাছে প্রতিবার চুল কাটতে ৭৮০ টাকা নিতেন দিদি। ফুটবল রাজাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকাহত তিনি। আর্দ্র গলায় বলেছেন, ‘ঈশ্বর তার খেয়াল রাখবেন।’ আগামী মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় মহারাজাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত