মৃত্যুতে ৬৬ বছরের বন্ধন ছিন্ন হলো তাঁদের। আর কখনো জোয়াও আরউহোর কাছে চুল কাটাতে আসবেন না পেলে। পেলেকে হারিয়ে শোকাহত জোয়াও। সান্তোসের এই নরসুন্দর ছিলেন ফুটবল-সম্রাটের কাছের বন্ধু। সান্তোসে যিনি পরিচিত ‘দিদি’ নামে।
কোলন ক্যানসারের কাছে হার মেনে ৮২ বছর বয়সে পেলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘদিনের বন্ধু ও ক্রেতাকে হারিয়ে দিদি বলেছেন, ‘আমরা দেশের সবচেয়ে বড় সম্পদ হারিয়েছে। ব্রাজিল হারিয়েছে, পুরো বিশ্ব হারিয়েছে। বড় ক্রেতা এবং মহৎ বন্ধুকে হারিয়েছি।’
দিদির দোকানটা বলতে গেলে ‘মিনি পেলে জাদুঘর’ ছিল। পুরো দেয়ালে শুধু পেলের ছবি আর ছবি। বড় ম্যাচের ছবিসহ পেলের চুল কাটছেন এমন ছবিও রেখেছেন দিদি। আছে নিজের বিশাল এক ছবিতে পেলের দেওয়া অটোগ্রাফও।
পেলের সঙ্গে ১৯৫৬ সালে প্রথম দেখা হয় দিদির। ফুটবল ক্লাব সান্তোসের বাইরে তাঁর দোকান। একদিন চুল কাটাতে তাঁর দোকানে আসেন পেলে। সে সময় ১৬ বছর বয়স ছিল কিংবদন্তির। সেই থেকে তাঁদের বন্ধুত্বের শুরু। এরপর থেকে প্রতিবারই দিদির কাছে চুল কাটিয়েছেন ফুটবল-সম্রাট পেলে।
সেই স্মৃতি স্মরণ করে দিদি বলেছেন, ‘এখানে যখন এসেছিল, সে খুবই ছোট ছিল। কেউ তাকে নিয়ে বড় কিছু চিন্তা করেনি। আমরা ভেবেছিলাম, সে একজন ভালো ফুটবলার, রাজা নন। সে পরে রাজা হয়েছে এবং রাজা হয়েই মারা গেছে।’
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ক্যারিয়ারে ১২৮৩ গোল করেছেন ব্রাজিল কিংবদন্তি। তাঁর গোলের সমান চুল কেটেছেন বলে মনে করেন দিদি! পেলের সহস্রবারের বেশি চুল কেটেছেন বলে দাবি তাঁর। দিদি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সে এটি পছন্দ করত। মৃত্যুর আগ পর্যন্ত তার চুল কেটেছি।’
বছর দুয়েক আগে কোলন ক্যানসার ধরা পড়লে চুল কাটাতে আর দিদির দোকানে আসতেন না পেলে। সে সময় তাঁর বাসায় গিয়ে চুল কেটেছেন তিনি। এ বিষয়ে ৮৪ বছর বয়সী এই নরসুন্দর বলেছেন, ‘সে সব সময় আমাকে ডাকত এবং আমি তার চুল কাটতে যেতাম। তবে কিছুদিন পর যখন খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন আর যাওয়া হয়নি।’
পেলের কাছে প্রতিবার চুল কাটতে ৭৮০ টাকা নিতেন দিদি। ফুটবল রাজাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকাহত তিনি। আর্দ্র গলায় বলেছেন, ‘ঈশ্বর তার খেয়াল রাখবেন।’ আগামী মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় মহারাজাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
মৃত্যুতে ৬৬ বছরের বন্ধন ছিন্ন হলো তাঁদের। আর কখনো জোয়াও আরউহোর কাছে চুল কাটাতে আসবেন না পেলে। পেলেকে হারিয়ে শোকাহত জোয়াও। সান্তোসের এই নরসুন্দর ছিলেন ফুটবল-সম্রাটের কাছের বন্ধু। সান্তোসে যিনি পরিচিত ‘দিদি’ নামে।
কোলন ক্যানসারের কাছে হার মেনে ৮২ বছর বয়সে পেলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘদিনের বন্ধু ও ক্রেতাকে হারিয়ে দিদি বলেছেন, ‘আমরা দেশের সবচেয়ে বড় সম্পদ হারিয়েছে। ব্রাজিল হারিয়েছে, পুরো বিশ্ব হারিয়েছে। বড় ক্রেতা এবং মহৎ বন্ধুকে হারিয়েছি।’
দিদির দোকানটা বলতে গেলে ‘মিনি পেলে জাদুঘর’ ছিল। পুরো দেয়ালে শুধু পেলের ছবি আর ছবি। বড় ম্যাচের ছবিসহ পেলের চুল কাটছেন এমন ছবিও রেখেছেন দিদি। আছে নিজের বিশাল এক ছবিতে পেলের দেওয়া অটোগ্রাফও।
পেলের সঙ্গে ১৯৫৬ সালে প্রথম দেখা হয় দিদির। ফুটবল ক্লাব সান্তোসের বাইরে তাঁর দোকান। একদিন চুল কাটাতে তাঁর দোকানে আসেন পেলে। সে সময় ১৬ বছর বয়স ছিল কিংবদন্তির। সেই থেকে তাঁদের বন্ধুত্বের শুরু। এরপর থেকে প্রতিবারই দিদির কাছে চুল কাটিয়েছেন ফুটবল-সম্রাট পেলে।
সেই স্মৃতি স্মরণ করে দিদি বলেছেন, ‘এখানে যখন এসেছিল, সে খুবই ছোট ছিল। কেউ তাকে নিয়ে বড় কিছু চিন্তা করেনি। আমরা ভেবেছিলাম, সে একজন ভালো ফুটবলার, রাজা নন। সে পরে রাজা হয়েছে এবং রাজা হয়েই মারা গেছে।’
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ক্যারিয়ারে ১২৮৩ গোল করেছেন ব্রাজিল কিংবদন্তি। তাঁর গোলের সমান চুল কেটেছেন বলে মনে করেন দিদি! পেলের সহস্রবারের বেশি চুল কেটেছেন বলে দাবি তাঁর। দিদি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সে এটি পছন্দ করত। মৃত্যুর আগ পর্যন্ত তার চুল কেটেছি।’
বছর দুয়েক আগে কোলন ক্যানসার ধরা পড়লে চুল কাটাতে আর দিদির দোকানে আসতেন না পেলে। সে সময় তাঁর বাসায় গিয়ে চুল কেটেছেন তিনি। এ বিষয়ে ৮৪ বছর বয়সী এই নরসুন্দর বলেছেন, ‘সে সব সময় আমাকে ডাকত এবং আমি তার চুল কাটতে যেতাম। তবে কিছুদিন পর যখন খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন আর যাওয়া হয়নি।’
পেলের কাছে প্রতিবার চুল কাটতে ৭৮০ টাকা নিতেন দিদি। ফুটবল রাজাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকাহত তিনি। আর্দ্র গলায় বলেছেন, ‘ঈশ্বর তার খেয়াল রাখবেন।’ আগামী মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় মহারাজাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৯ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে