Ajker Patrika

কী আছে বাংলাদেশ কোচের ভাগ্যে

অনলাইন ডেস্ক
আজ মালদ্বীপের বিপক্ষে হারজিতের ওপর নির্ভর করছে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা থাকা না থাকা। ছবি: বাফুফে
আজ মালদ্বীপের বিপক্ষে হারজিতের ওপর নির্ভর করছে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা থাকা না থাকা। ছবি: বাফুফে

কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।

চুক্তি অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাবরেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। এরপর হয়তো তাঁকে বিদায় নিতে হবে। তবে আজকের ম্যাচে যদি কাবরেরার শিষ্যরা দারুণ কিছু বয়ে নিয়ে আসতে পারেন, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নে আলোচনা করলেও করতে পারে। কিন্তু বিপরীত কিছু হলে বিদায়ই তাঁর সম্ভাব্য পরিণতি।

এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না কাবরেরার। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ দল গর্ব করার মতো কোনো সুসংবাদও পায়নি। উল্টো পারফরম্যান্সের গ্রাফ দিন দিন তলানিতে ঠেকেছে। ফিফা র‍্যাঙ্কিংয়েও নেই স্বস্তির খবর। তার মধ্যে নতুন সমস্যা গোল না পাওয়া। সর্বশেষ গত বুধবার কিংস অ্যারেনায় মালদ্বীপের কাছে ঘরের মাঠে প্রথমবার হারে কাবরেরা নিজেও অবাক হয়েছেন। ছাত্রদের যতই শেখাচ্ছেন, কাজের কাজ যে কিছুই হচ্ছে না; ম্যাচের পর সংবাদ সম্মেলনেও বিষয়টি সামনে আনেন।

কাবরেরার কোচিং ক্যারিয়ার ততটা সমৃদ্ধ নয়। স্পেনের বয়সভিত্তিক দলগুলোয় কিছুদিন হেডমাস্টারের ভূমিকায় ছিলেন। তাঁকেই মনে ধরে বাফুফের। ২০২২ সালের জানুয়ারিতে রাকিব-তপুদের কোচ করা হয় কাবরেরাকে। সেই থেকে এখন পর্যন্ত ৩০ ম্যাচ ডাগআউটে। কিন্তু এই সময়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে সাতটি। তবে পরীক্ষা-নিরীক্ষা কম চালাননি কাবরেরা। দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত ৫০ জনের বেশি খেলোয়াড় ব্যবহার করেছেন। তবু ফলাফলের ঘরে হার এবং হতাশাই বেশি।

তাই ধরে নেওয়া হচ্ছে, বাংলাদেশের ফুটবলে কাবরেরা অধ্যায় শেষ। এর মধ্যে গুঞ্জনও বেশ ডালপালা মেলেছে। সদ্য সাফ জেতানো কোচ পিটার বাটলারকে নিয়েও ভাবছে বাফুফে। ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত