অনলাইন ডেস্ক
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
চুক্তি অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাবরেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। এরপর হয়তো তাঁকে বিদায় নিতে হবে। তবে আজকের ম্যাচে যদি কাবরেরার শিষ্যরা দারুণ কিছু বয়ে নিয়ে আসতে পারেন, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নে আলোচনা করলেও করতে পারে। কিন্তু বিপরীত কিছু হলে বিদায়ই তাঁর সম্ভাব্য পরিণতি।
এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না কাবরেরার। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ দল গর্ব করার মতো কোনো সুসংবাদও পায়নি। উল্টো পারফরম্যান্সের গ্রাফ দিন দিন তলানিতে ঠেকেছে। ফিফা র্যাঙ্কিংয়েও নেই স্বস্তির খবর। তার মধ্যে নতুন সমস্যা গোল না পাওয়া। সর্বশেষ গত বুধবার কিংস অ্যারেনায় মালদ্বীপের কাছে ঘরের মাঠে প্রথমবার হারে কাবরেরা নিজেও অবাক হয়েছেন। ছাত্রদের যতই শেখাচ্ছেন, কাজের কাজ যে কিছুই হচ্ছে না; ম্যাচের পর সংবাদ সম্মেলনেও বিষয়টি সামনে আনেন।
কাবরেরার কোচিং ক্যারিয়ার ততটা সমৃদ্ধ নয়। স্পেনের বয়সভিত্তিক দলগুলোয় কিছুদিন হেডমাস্টারের ভূমিকায় ছিলেন। তাঁকেই মনে ধরে বাফুফের। ২০২২ সালের জানুয়ারিতে রাকিব-তপুদের কোচ করা হয় কাবরেরাকে। সেই থেকে এখন পর্যন্ত ৩০ ম্যাচ ডাগআউটে। কিন্তু এই সময়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে সাতটি। তবে পরীক্ষা-নিরীক্ষা কম চালাননি কাবরেরা। দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত ৫০ জনের বেশি খেলোয়াড় ব্যবহার করেছেন। তবু ফলাফলের ঘরে হার এবং হতাশাই বেশি।
তাই ধরে নেওয়া হচ্ছে, বাংলাদেশের ফুটবলে কাবরেরা অধ্যায় শেষ। এর মধ্যে গুঞ্জনও বেশ ডালপালা মেলেছে। সদ্য সাফ জেতানো কোচ পিটার বাটলারকে নিয়েও ভাবছে বাফুফে। ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন।
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
চুক্তি অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাবরেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। এরপর হয়তো তাঁকে বিদায় নিতে হবে। তবে আজকের ম্যাচে যদি কাবরেরার শিষ্যরা দারুণ কিছু বয়ে নিয়ে আসতে পারেন, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নে আলোচনা করলেও করতে পারে। কিন্তু বিপরীত কিছু হলে বিদায়ই তাঁর সম্ভাব্য পরিণতি।
এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না কাবরেরার। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ দল গর্ব করার মতো কোনো সুসংবাদও পায়নি। উল্টো পারফরম্যান্সের গ্রাফ দিন দিন তলানিতে ঠেকেছে। ফিফা র্যাঙ্কিংয়েও নেই স্বস্তির খবর। তার মধ্যে নতুন সমস্যা গোল না পাওয়া। সর্বশেষ গত বুধবার কিংস অ্যারেনায় মালদ্বীপের কাছে ঘরের মাঠে প্রথমবার হারে কাবরেরা নিজেও অবাক হয়েছেন। ছাত্রদের যতই শেখাচ্ছেন, কাজের কাজ যে কিছুই হচ্ছে না; ম্যাচের পর সংবাদ সম্মেলনেও বিষয়টি সামনে আনেন।
কাবরেরার কোচিং ক্যারিয়ার ততটা সমৃদ্ধ নয়। স্পেনের বয়সভিত্তিক দলগুলোয় কিছুদিন হেডমাস্টারের ভূমিকায় ছিলেন। তাঁকেই মনে ধরে বাফুফের। ২০২২ সালের জানুয়ারিতে রাকিব-তপুদের কোচ করা হয় কাবরেরাকে। সেই থেকে এখন পর্যন্ত ৩০ ম্যাচ ডাগআউটে। কিন্তু এই সময়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে সাতটি। তবে পরীক্ষা-নিরীক্ষা কম চালাননি কাবরেরা। দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত ৫০ জনের বেশি খেলোয়াড় ব্যবহার করেছেন। তবু ফলাফলের ঘরে হার এবং হতাশাই বেশি।
তাই ধরে নেওয়া হচ্ছে, বাংলাদেশের ফুটবলে কাবরেরা অধ্যায় শেষ। এর মধ্যে গুঞ্জনও বেশ ডালপালা মেলেছে। সদ্য সাফ জেতানো কোচ পিটার বাটলারকে নিয়েও ভাবছে বাফুফে। ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে