ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে বদলে গেছে ক্লাবটির অনেক কিছু। এমনকি ম্যাচের আগে খেলোয়াড়দের অভ্যাসেও এসেছে পরিবর্তন। রোনালদোর সতীর্থ দিয়োগো দালোত বলেছেন, রোনালদো তাঁর ম্যাচের দিনের অভ্যাস বদলে ফেলেছেন। যা এখন দালতের কুসংস্কারে পরিণত হয়েছে। রোনালদোর সঙ্গে মিশে দালতও এখন ম্যাচের আগে কফি খাওয়া শুরু করেছেন।
রালফ রাংনিক দায়িত্ব নেওয়ার পর থেকে দলে গুরুত্ব বেড়েছে দালতের। শেষ ১২ ম্যাচের ১০টিতেই শুরু থেকে দলে ছিলেন তিনি। সম্প্রতি ম্যানইউর মিডিয়া টিমের এক সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাচের আগে নিজের প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তাঁর অভ্যাসে রোনালদোর প্রভাব পড়েছে বলে জানান দালত।
রোনালদোর সেই প্রভাব কেমন জানতে চাইলে দালত বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজস্ব কুসংস্কার থাকে। সত্যি কথা বলতে, আমার খুব একটা ছিল না, কিন্তু এখন আছে। এটা মজার গল্প। ম্যাচের আগে আমরা যখন হোটেলে থাকি, তখন ক্রিস্টিয়ানোর (রোনালদো) কফি পান করা শুরু করি। সেটি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। সে আমাকে জোর করে কফি পান করানো শুরু করে, কারণ আমি কফি খুব একটা পছন্দ করতাম না। কিন্তু এখন আমি পছন্দ করতে শুরু করেছি।’
শুধু দালতই নন, দলের আরও অনেকের অভ্যাস পরিবর্তন করেছেন রোনালদো। এর আগে এরিক বেইলি বলেছিলেন, রোনালদো স্কোয়াডে আসার পর থেকে তাঁরা পুডিং খাওয়া বাদ দিয়েছেন।
ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে বদলে গেছে ক্লাবটির অনেক কিছু। এমনকি ম্যাচের আগে খেলোয়াড়দের অভ্যাসেও এসেছে পরিবর্তন। রোনালদোর সতীর্থ দিয়োগো দালোত বলেছেন, রোনালদো তাঁর ম্যাচের দিনের অভ্যাস বদলে ফেলেছেন। যা এখন দালতের কুসংস্কারে পরিণত হয়েছে। রোনালদোর সঙ্গে মিশে দালতও এখন ম্যাচের আগে কফি খাওয়া শুরু করেছেন।
রালফ রাংনিক দায়িত্ব নেওয়ার পর থেকে দলে গুরুত্ব বেড়েছে দালতের। শেষ ১২ ম্যাচের ১০টিতেই শুরু থেকে দলে ছিলেন তিনি। সম্প্রতি ম্যানইউর মিডিয়া টিমের এক সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাচের আগে নিজের প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তাঁর অভ্যাসে রোনালদোর প্রভাব পড়েছে বলে জানান দালত।
রোনালদোর সেই প্রভাব কেমন জানতে চাইলে দালত বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজস্ব কুসংস্কার থাকে। সত্যি কথা বলতে, আমার খুব একটা ছিল না, কিন্তু এখন আছে। এটা মজার গল্প। ম্যাচের আগে আমরা যখন হোটেলে থাকি, তখন ক্রিস্টিয়ানোর (রোনালদো) কফি পান করা শুরু করি। সেটি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। সে আমাকে জোর করে কফি পান করানো শুরু করে, কারণ আমি কফি খুব একটা পছন্দ করতাম না। কিন্তু এখন আমি পছন্দ করতে শুরু করেছি।’
শুধু দালতই নন, দলের আরও অনেকের অভ্যাস পরিবর্তন করেছেন রোনালদো। এর আগে এরিক বেইলি বলেছিলেন, রোনালদো স্কোয়াডে আসার পর থেকে তাঁরা পুডিং খাওয়া বাদ দিয়েছেন।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৩১ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে