Ajker Patrika

বিয়ের দুই সপ্তাহ পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৫: ৫২
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা । ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা । ছবি: সংগৃহীত

মৃত্যুর কোনো দিনক্ষণ নেই। কখন যে কার দরজায় কড়া নাড়বে, সেটা কেউই বলতে পারবেন না। কারণ, লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা যে ঘুণাক্ষরেও টের পাননি, আজই তাঁর জীবনের শেষ দিন হতে যাচ্ছে। মাত্র ২৮ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা আজ জোতার মৃত্যুর খবর দিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, তিনি ও তাঁর ভাই আন্দ্রে দুজনই না ফেরার দেশে চলে গিয়েছেন। স্পেনের জামোরা প্রদেশ এলাকায় তাঁদের গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে। তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায়। মৃত্যুর দুই সপ্তাহ আগে জোতা তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রুত কার্দোসোকে বিয়ে করেছিলেন। সামাজিক মাধ্যমে সেই ছবি তখন পোস্ট করেছিলেন লিভারপুল ফরোয়ার্ড। এখন সেগুলো শুধুই স্মৃতি।

পর্তুগালের দুই ক্লাব প্যাকোস ডি ফেরেইরা, পোর্তো ও ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল, উলভস—সব মিলিয়ে চারটি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন জোতা। ক্লাব ক্যারিয়ারে ৩৯৮ ম্যাচে ১৩৬ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৬ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ, গোল—দুটিই করেছেন লিভারপুলের জার্সিতে। অলরেডদের হয়ে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত ৫ বছরে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন।

লিভারপুলের জার্সিতে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা জিতেছেন জোতা। যার মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা জেতেন ২০২৪-২৫ মৌসুমে। আন্তর্জাতিক ফুটবলে তাঁর দুটি শিরোপা রয়েছে। ২০১৮-১৯, ২০২৪-২৫—এই দুইবার নেশনস লিগের শিরোপা জিতেছিলেন ২৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত