ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামার আগেই যুক্তরাষ্ট্রে অভিষেক হওয়ার কথা ছিল লিওনেল মেসির। আর্সেনালের বিপক্ষে মেজর লিগ সকারের অল স্টার দলের হয়ে। তবে গতকাল জানা গেছে, ইংলিশ ক্লাবের বিপক্ষে সাবেক বার্সেলোনা তারকার অভিষেক হচ্ছে না।
গতকাল অল স্টারের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলে দেখা যায় মেসির নাম নেই সেই তালিকায়। জানা গেছে, চুক্তি দেরি হওয়ায়ই ইংলিশ ক্লাবের বিপক্ষে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর খেলা হচ্ছে না। এ ছাড়া ম্যাচের তিন দিন আগে আর্জেন্টাইন অধিনায়কের পরিচয় পর্ব সারবে ইন্টার মিয়ামি।
সবকিছু চূড়ান্ত আছে, শুধু বাকি রয়েছে মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি। পিএসজির সঙ্গে ৩০ জুনের চুক্তি শেষ হলেই জুলাই মাসের প্রথম সপ্তাহে চুক্তির কাজ সেরে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। চুক্তি সম্পন্ন হলে মেসির পরিচয় পর্ব ১৬ জুলাই হওয়ার কথা রয়েছে।
আর আর্সেনালের বিপক্ষে অল স্টারের ম্যাচ হওয়ার কথা রয়েছে ১৯ জুলাই। দুটি বিষয়ের মধ্যে সময়টা কম হওয়ায় তাই ম্যাচে নামতে পারছেন না বলে জানা গেছে। সে ক্ষেত্রে ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মেসির।
গত বছর সময়ের ব্যবধান কমের কারণে লরেঞ্জো ইনসিনিয়ে, ফেদেরিকো বার্নার্দেস্কি ও গ্যারেথ বেলও অল স্টারদের হয়ে এমন ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি। তবে এমএলএস কর্তৃপক্ষ এবার খুবই চেষ্টা করেছিল ইংলিশ ক্লাবের বিপক্ষে মেসিকে নামাতে। লিগের সম্প্রচার কর্তৃপক্ষ অ্যাপলও চেষ্টা করেছিল যথেষ্ট। মেসির সঙ্গে থাকছেন না আরও কিছু বড় নাম। ইনসিনিয়ে, বার্নার্দেস্কিরা এবারও পানি স্কোয়াডে সুযোগ। এদের সঙ্গে ২৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি কার্লোস ভেলা, জোসেফ মার্তিনেজ ও জেরদান শাকিরির মতো তারকাদেরও।
মেসি না খেললেও অল স্টারের হয়ে খেলবেন তাঁর স্বদেশি থিয়াগো আলমাদা। সঙ্গে থাকছে ইউরোপিয় ফুটবল মাতানো আরও বেশ কিছু তারকা ফুটবলারও। এর মধ্যে রয়েছেন মেক্সিকোর হেক্টর হেরেরা, স্পেন ও সাবেক বার্সেলোনা তারকা রিকি পুই। দলটির ডাগআউটে থাকবেন ডিসি ইউনাইটেডের কোচ ও সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনি।
ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামার আগেই যুক্তরাষ্ট্রে অভিষেক হওয়ার কথা ছিল লিওনেল মেসির। আর্সেনালের বিপক্ষে মেজর লিগ সকারের অল স্টার দলের হয়ে। তবে গতকাল জানা গেছে, ইংলিশ ক্লাবের বিপক্ষে সাবেক বার্সেলোনা তারকার অভিষেক হচ্ছে না।
গতকাল অল স্টারের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলে দেখা যায় মেসির নাম নেই সেই তালিকায়। জানা গেছে, চুক্তি দেরি হওয়ায়ই ইংলিশ ক্লাবের বিপক্ষে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর খেলা হচ্ছে না। এ ছাড়া ম্যাচের তিন দিন আগে আর্জেন্টাইন অধিনায়কের পরিচয় পর্ব সারবে ইন্টার মিয়ামি।
সবকিছু চূড়ান্ত আছে, শুধু বাকি রয়েছে মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি। পিএসজির সঙ্গে ৩০ জুনের চুক্তি শেষ হলেই জুলাই মাসের প্রথম সপ্তাহে চুক্তির কাজ সেরে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। চুক্তি সম্পন্ন হলে মেসির পরিচয় পর্ব ১৬ জুলাই হওয়ার কথা রয়েছে।
আর আর্সেনালের বিপক্ষে অল স্টারের ম্যাচ হওয়ার কথা রয়েছে ১৯ জুলাই। দুটি বিষয়ের মধ্যে সময়টা কম হওয়ায় তাই ম্যাচে নামতে পারছেন না বলে জানা গেছে। সে ক্ষেত্রে ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মেসির।
গত বছর সময়ের ব্যবধান কমের কারণে লরেঞ্জো ইনসিনিয়ে, ফেদেরিকো বার্নার্দেস্কি ও গ্যারেথ বেলও অল স্টারদের হয়ে এমন ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি। তবে এমএলএস কর্তৃপক্ষ এবার খুবই চেষ্টা করেছিল ইংলিশ ক্লাবের বিপক্ষে মেসিকে নামাতে। লিগের সম্প্রচার কর্তৃপক্ষ অ্যাপলও চেষ্টা করেছিল যথেষ্ট। মেসির সঙ্গে থাকছেন না আরও কিছু বড় নাম। ইনসিনিয়ে, বার্নার্দেস্কিরা এবারও পানি স্কোয়াডে সুযোগ। এদের সঙ্গে ২৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি কার্লোস ভেলা, জোসেফ মার্তিনেজ ও জেরদান শাকিরির মতো তারকাদেরও।
মেসি না খেললেও অল স্টারের হয়ে খেলবেন তাঁর স্বদেশি থিয়াগো আলমাদা। সঙ্গে থাকছে ইউরোপিয় ফুটবল মাতানো আরও বেশ কিছু তারকা ফুটবলারও। এর মধ্যে রয়েছেন মেক্সিকোর হেক্টর হেরেরা, স্পেন ও সাবেক বার্সেলোনা তারকা রিকি পুই। দলটির ডাগআউটে থাকবেন ডিসি ইউনাইটেডের কোচ ও সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনি।
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
৪ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
৬ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
১১ ঘণ্টা আগে