ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামার আগেই যুক্তরাষ্ট্রে অভিষেক হওয়ার কথা ছিল লিওনেল মেসির। আর্সেনালের বিপক্ষে মেজর লিগ সকারের অল স্টার দলের হয়ে। তবে গতকাল জানা গেছে, ইংলিশ ক্লাবের বিপক্ষে সাবেক বার্সেলোনা তারকার অভিষেক হচ্ছে না।
গতকাল অল স্টারের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলে দেখা যায় মেসির নাম নেই সেই তালিকায়। জানা গেছে, চুক্তি দেরি হওয়ায়ই ইংলিশ ক্লাবের বিপক্ষে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর খেলা হচ্ছে না। এ ছাড়া ম্যাচের তিন দিন আগে আর্জেন্টাইন অধিনায়কের পরিচয় পর্ব সারবে ইন্টার মিয়ামি।
সবকিছু চূড়ান্ত আছে, শুধু বাকি রয়েছে মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি। পিএসজির সঙ্গে ৩০ জুনের চুক্তি শেষ হলেই জুলাই মাসের প্রথম সপ্তাহে চুক্তির কাজ সেরে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। চুক্তি সম্পন্ন হলে মেসির পরিচয় পর্ব ১৬ জুলাই হওয়ার কথা রয়েছে।
আর আর্সেনালের বিপক্ষে অল স্টারের ম্যাচ হওয়ার কথা রয়েছে ১৯ জুলাই। দুটি বিষয়ের মধ্যে সময়টা কম হওয়ায় তাই ম্যাচে নামতে পারছেন না বলে জানা গেছে। সে ক্ষেত্রে ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মেসির।
গত বছর সময়ের ব্যবধান কমের কারণে লরেঞ্জো ইনসিনিয়ে, ফেদেরিকো বার্নার্দেস্কি ও গ্যারেথ বেলও অল স্টারদের হয়ে এমন ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি। তবে এমএলএস কর্তৃপক্ষ এবার খুবই চেষ্টা করেছিল ইংলিশ ক্লাবের বিপক্ষে মেসিকে নামাতে। লিগের সম্প্রচার কর্তৃপক্ষ অ্যাপলও চেষ্টা করেছিল যথেষ্ট। মেসির সঙ্গে থাকছেন না আরও কিছু বড় নাম। ইনসিনিয়ে, বার্নার্দেস্কিরা এবারও পানি স্কোয়াডে সুযোগ। এদের সঙ্গে ২৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি কার্লোস ভেলা, জোসেফ মার্তিনেজ ও জেরদান শাকিরির মতো তারকাদেরও।
মেসি না খেললেও অল স্টারের হয়ে খেলবেন তাঁর স্বদেশি থিয়াগো আলমাদা। সঙ্গে থাকছে ইউরোপিয় ফুটবল মাতানো আরও বেশ কিছু তারকা ফুটবলারও। এর মধ্যে রয়েছেন মেক্সিকোর হেক্টর হেরেরা, স্পেন ও সাবেক বার্সেলোনা তারকা রিকি পুই। দলটির ডাগআউটে থাকবেন ডিসি ইউনাইটেডের কোচ ও সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনি।
ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামার আগেই যুক্তরাষ্ট্রে অভিষেক হওয়ার কথা ছিল লিওনেল মেসির। আর্সেনালের বিপক্ষে মেজর লিগ সকারের অল স্টার দলের হয়ে। তবে গতকাল জানা গেছে, ইংলিশ ক্লাবের বিপক্ষে সাবেক বার্সেলোনা তারকার অভিষেক হচ্ছে না।
গতকাল অল স্টারের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলে দেখা যায় মেসির নাম নেই সেই তালিকায়। জানা গেছে, চুক্তি দেরি হওয়ায়ই ইংলিশ ক্লাবের বিপক্ষে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর খেলা হচ্ছে না। এ ছাড়া ম্যাচের তিন দিন আগে আর্জেন্টাইন অধিনায়কের পরিচয় পর্ব সারবে ইন্টার মিয়ামি।
সবকিছু চূড়ান্ত আছে, শুধু বাকি রয়েছে মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি। পিএসজির সঙ্গে ৩০ জুনের চুক্তি শেষ হলেই জুলাই মাসের প্রথম সপ্তাহে চুক্তির কাজ সেরে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। চুক্তি সম্পন্ন হলে মেসির পরিচয় পর্ব ১৬ জুলাই হওয়ার কথা রয়েছে।
আর আর্সেনালের বিপক্ষে অল স্টারের ম্যাচ হওয়ার কথা রয়েছে ১৯ জুলাই। দুটি বিষয়ের মধ্যে সময়টা কম হওয়ায় তাই ম্যাচে নামতে পারছেন না বলে জানা গেছে। সে ক্ষেত্রে ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মেসির।
গত বছর সময়ের ব্যবধান কমের কারণে লরেঞ্জো ইনসিনিয়ে, ফেদেরিকো বার্নার্দেস্কি ও গ্যারেথ বেলও অল স্টারদের হয়ে এমন ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি। তবে এমএলএস কর্তৃপক্ষ এবার খুবই চেষ্টা করেছিল ইংলিশ ক্লাবের বিপক্ষে মেসিকে নামাতে। লিগের সম্প্রচার কর্তৃপক্ষ অ্যাপলও চেষ্টা করেছিল যথেষ্ট। মেসির সঙ্গে থাকছেন না আরও কিছু বড় নাম। ইনসিনিয়ে, বার্নার্দেস্কিরা এবারও পানি স্কোয়াডে সুযোগ। এদের সঙ্গে ২৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি কার্লোস ভেলা, জোসেফ মার্তিনেজ ও জেরদান শাকিরির মতো তারকাদেরও।
মেসি না খেললেও অল স্টারের হয়ে খেলবেন তাঁর স্বদেশি থিয়াগো আলমাদা। সঙ্গে থাকছে ইউরোপিয় ফুটবল মাতানো আরও বেশ কিছু তারকা ফুটবলারও। এর মধ্যে রয়েছেন মেক্সিকোর হেক্টর হেরেরা, স্পেন ও সাবেক বার্সেলোনা তারকা রিকি পুই। দলটির ডাগআউটে থাকবেন ডিসি ইউনাইটেডের কোচ ও সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনি।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে