Ajker Patrika

কোপা কি আসলেই হচ্ছে? 

আপডেট : ০৫ জুন ২০২১, ১৮: ১৭
কোপা কি আসলেই হচ্ছে? 

ঢাকা: ১৩ জুন ব্রাজিলে শুরু হওয়ার কথা কোপা আমেরিকা। কিন্তু হঠাৎ করে ব্রাজিলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কোপা হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্বাগতিক ব্রাজিল তো বটেই, প্রতিবেশী আর্জেন্টিনা, উরুগুয়েও কোপা না হওয়ার পক্ষে সুর মিলিয়েছে। তবে এখনো লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল) ব্রাজিলেই কোপা আয়োজনে অনড়।

রাজনৈতিক সহিংসতায় কলম্বিয়া ও করোনা বেড়ে যাওয়ায় আর্জেন্টিনার নাম প্রত্যাহার করেছিল কনমেবল। পরে চিলি, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্র আয়োজনের আগ্রহ দেখালেও কনমেবল আয়োজক হিসেবে বেছে নেয় ব্রাজিলকে। কিন্তু হঠাৎ করেই করোনা বাড়তে শুরু করেছে ব্রাজিলেও। গত বেশ কয়েক দিনে দেশটিতে প্রায় ২০০০ মানুষ করোনায় মারা গিয়েছে আর আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ মানুষ।

এমন পরিস্থিতিতে ব্রাজিল কোচ তিতে চাচ্ছেন না ব্রাজিলে কোপা হোক। ইকুয়েডরের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে এ নিয়ে কথা বলেছেন কাসেমিরো। ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘শুধু আমি একা নই বা ইউরোপে যারা খেলছি তারা শুধু নয়, কোচ তিতেসহ আমরা কেউই চাই না কোপা ব্রাজিলে হোক।’ কোপা না হওয়ার পক্ষে লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, সার্জিও আগুয়েরোরাও।

কনমেবল এ সবকিছু জানলেও তারা এখনো চায় ব্রাজিলেই হোক কোপা। তারা জানিয়েছে, এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন অসম্ভব। তা ছাড়া ব্রাজিলে ঘরোয়া ফুটবল যদি হতে পারে, তাহলে কোপা কেন নয়! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত