ঢাকা : লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি–কিক গোলটাই যেন কাল হলো আর্জেন্টিনার জন্য! ফ্রি–কিক থেকে গোলের পর যে একের পর সুযোগ হাতছাড়া করে গেছেন লাওতারো মার্টিনেজ-নিকোলাস গঞ্জালেসরা। আর তাই প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মেসিদের। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচসহ এ নিয়ে টানা তিন ম্যাচ জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা।
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে এদিন চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। রিও ডি জেনেরোর এস্তাদিও নিলটন সান্তোস স্টেডিয়ামে দুই দলের শুরুটা হয় অগোছালো ফুটবলে। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় আর্জেন্টিনা। ফলও পেতে পারত হাতেনাতে। ম্যাচের ১০ মিনিটের সময় বক্সের মধ্যে থাকা লাওতারো মার্টিনেজকে পাস দেন লো চেলসো। যে শট নেন মার্তিনেজ, সেটা চলে যায় চিলির গোলবারের ওপর দিয়ে। এর কিছুক্ষণ পর বাঁ প্রান্তে দারুণ পাসিংয়ে লো সেলসো বক্সের মাথা থেকে ব্যাকপাস দেন নিকোলাস গঞ্জালেস। গঞ্জালেসের দুর্বল নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো।
এদিন ৪-৩-৩ ছকে দল সাজান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসির সঙ্গে আক্রমণে ছিলেন লাওতারো মার্টিনেজ আর নিকোলাস গঞ্জালেস। পুরো ম্যাচে দারুণ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লাওতারো-লিকোলাস কেউই। নড়বড়ে রক্ষণে বাঁধ দিতে এদিন আকুনার বদলে স্কালোনি আস্থা রাখেন নিকোলাস তাগলিয়াফিকোর ওপর। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তাগলিয়াফিকো। চিলির কয়েকটি আক্রমণ ঠেকিয়েছেন দারুণ দক্ষতায়।
প্রথমার্ধ যখন গোলশূন্যে শেষ হওয়াটা অবশ্যম্ভাবী মনে হচ্ছিল, তখনই দৃশ্যপটে আগমন ঘটে মেসির। ডি-বক্সের একটু বাইরে ফাউলের শিকার হন লো সেলসো। ফ্রি কিক পায় আর্জেন্টিনা। দারুণ বাঁকানো শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জায়গা করে নেয় গোলপোস্টে। গোলের দেখা পান মেসি। এগিয়ে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্জেন্টিনার ওপর চেপে বসে চিলি। একাধিক সুযোগও তৈরি করে তারা। তেমনই এক সুযোগ ঠেকাতে গিয়ে ভারগাসকে ফাউল করে বসেন তাগলিয়াফিকো। ভিএআরের সহায়তায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেখানেও নাটকীয়তা! ভিদালের পেনাল্টি শট দারুণভাবে ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে ফিরতি বল জালে জড়িয়ে চিলিকে সমতায় ফেরান ভারগাস।
এরপর অবশ্য দুই দলই গোলের সুযোগ সৃষ্টি করেছিল, তবে একটাও কাজে লাগাতে পারেনি। শেষ দিকে আনহেল ডি মারিয়া আর সার্জিও আগুয়েরোকে নামান স্কালোনি। তাতে আক্রমণের ধার বাড়লেও আর গোলের দেখা পাননি আলবিসেলেস্তরা। ম্যাচ শেষে সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা ঝরেছে আর্জেন্টাইন অধিনায়ক মেসির কণ্ঠে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলেন। ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘এটা খুবই হতাশার যে এগিয়ে গিয়েও বারবার আমরা জয়ের সুযোগ হাতছাড়া করছি। সামনের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হিসাব আরও জটিল হবে। কিন্তু আপনাকে সামনে তাকিয়ে পরের ম্যাচের পরিকল্পনা ঠিক করতে হবে।’
ঢাকা : লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি–কিক গোলটাই যেন কাল হলো আর্জেন্টিনার জন্য! ফ্রি–কিক থেকে গোলের পর যে একের পর সুযোগ হাতছাড়া করে গেছেন লাওতারো মার্টিনেজ-নিকোলাস গঞ্জালেসরা। আর তাই প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মেসিদের। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচসহ এ নিয়ে টানা তিন ম্যাচ জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা।
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে এদিন চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। রিও ডি জেনেরোর এস্তাদিও নিলটন সান্তোস স্টেডিয়ামে দুই দলের শুরুটা হয় অগোছালো ফুটবলে। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় আর্জেন্টিনা। ফলও পেতে পারত হাতেনাতে। ম্যাচের ১০ মিনিটের সময় বক্সের মধ্যে থাকা লাওতারো মার্টিনেজকে পাস দেন লো চেলসো। যে শট নেন মার্তিনেজ, সেটা চলে যায় চিলির গোলবারের ওপর দিয়ে। এর কিছুক্ষণ পর বাঁ প্রান্তে দারুণ পাসিংয়ে লো সেলসো বক্সের মাথা থেকে ব্যাকপাস দেন নিকোলাস গঞ্জালেস। গঞ্জালেসের দুর্বল নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো।
এদিন ৪-৩-৩ ছকে দল সাজান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসির সঙ্গে আক্রমণে ছিলেন লাওতারো মার্টিনেজ আর নিকোলাস গঞ্জালেস। পুরো ম্যাচে দারুণ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লাওতারো-লিকোলাস কেউই। নড়বড়ে রক্ষণে বাঁধ দিতে এদিন আকুনার বদলে স্কালোনি আস্থা রাখেন নিকোলাস তাগলিয়াফিকোর ওপর। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তাগলিয়াফিকো। চিলির কয়েকটি আক্রমণ ঠেকিয়েছেন দারুণ দক্ষতায়।
প্রথমার্ধ যখন গোলশূন্যে শেষ হওয়াটা অবশ্যম্ভাবী মনে হচ্ছিল, তখনই দৃশ্যপটে আগমন ঘটে মেসির। ডি-বক্সের একটু বাইরে ফাউলের শিকার হন লো সেলসো। ফ্রি কিক পায় আর্জেন্টিনা। দারুণ বাঁকানো শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জায়গা করে নেয় গোলপোস্টে। গোলের দেখা পান মেসি। এগিয়ে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্জেন্টিনার ওপর চেপে বসে চিলি। একাধিক সুযোগও তৈরি করে তারা। তেমনই এক সুযোগ ঠেকাতে গিয়ে ভারগাসকে ফাউল করে বসেন তাগলিয়াফিকো। ভিএআরের সহায়তায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেখানেও নাটকীয়তা! ভিদালের পেনাল্টি শট দারুণভাবে ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে ফিরতি বল জালে জড়িয়ে চিলিকে সমতায় ফেরান ভারগাস।
এরপর অবশ্য দুই দলই গোলের সুযোগ সৃষ্টি করেছিল, তবে একটাও কাজে লাগাতে পারেনি। শেষ দিকে আনহেল ডি মারিয়া আর সার্জিও আগুয়েরোকে নামান স্কালোনি। তাতে আক্রমণের ধার বাড়লেও আর গোলের দেখা পাননি আলবিসেলেস্তরা। ম্যাচ শেষে সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা ঝরেছে আর্জেন্টাইন অধিনায়ক মেসির কণ্ঠে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলেন। ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘এটা খুবই হতাশার যে এগিয়ে গিয়েও বারবার আমরা জয়ের সুযোগ হাতছাড়া করছি। সামনের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হিসাব আরও জটিল হবে। কিন্তু আপনাকে সামনে তাকিয়ে পরের ম্যাচের পরিকল্পনা ঠিক করতে হবে।’
জিম্বাবুয়েকে ডাকুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে—বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়ে অনেকেই মজা করে এমনটা বলেন। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির এক মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি গতকাল শেষ হয়েছে ১-১ সমতায়।
৫ মিনিট আগেইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৩ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগে