বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে আসা আর্লিং হালান্ডকে একটু অচেনাই লাগছিল। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ পাঁচ ম্যাচ যে তিনি খেলেছেন, তাতে কোনো গোল করতে পারেননি। গত রাতে সেই গোলখরা কাটালেন হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি দারুণ জয় পেয়েছে। হালান্ডের এমন পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার কণ্ঠে।
ওয়ানকডর্ফ স্টেডিয়ামে জি গ্রুপের ম্যাচে গত রাতে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল ইয়াং বয়েজ। ইয়াং বয়েজের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে ম্যান সিটি। ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১৪টি শট করেছিল সিটিজেনরা। তবে ইয়াং বয়েজ গোলরক্ষকের দৃঢ়তায় ৩টিকে গোলে পরিণত করতে পেরেছে সিটিজেনরা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন জিতেছে ৩-১ ব্যবধানে। জোড়া গোল করেছেন হালান্ড, যার মধ্যে ৬৭ মিনিটে গোল করেছেন পেনাল্টি থেকে। এরপর ৮৬ মিনিটে রদ্রির অ্যাসিস্টে গোল করেছেন হালান্ড। এর আগে ৪৮ মিনিটে ম্যান সিটির প্রথম গোলটি করেছেন ম্যানুয়েল আকাঞ্জি।
হালান্ডের নামের পাশে জোড়া গোল থাকলেও তিনি বেশ দাপট দেখিয়ে খেলেছেন। ম্যান সিটি স্ট্রাইকারের বেশ কিছু নিশ্চিত গোল সেইভ করেছেন ইয়াং বয়েজের গোলরক্ষক। ইয়াং বয়েজের রক্ষণভাগের দারুণ পরীক্ষা দিতে হয়েছে হালান্ডকে সামলাতে। হালান্ডের গোলের জন্য এমন ক্ষুধার্ত মনোভাব দেখে মুগ্ধ হয়েছেন গার্দিওয়া। ম্যান সিটি কোচ বলেন, ‘মৌসুমে এই মুহূর্তে এসে সে (হালান্ড) আগের চেয়ে অনেক ভালো খেলছে। চ্যাম্পিয়নস লিগ মানেই সে। তার মতো ক্ষুধার্ত খেলোয়াড়কে দেখে আমরা সত্যিই খুব খুশি। সে খুব বিনয়ী। সে সত্যিই খুব পেশাদার। দারুণ এক প্রতিযোগী সে।’
২০২২-২৩ মৌসুমে ম্যান সিটিতে এসেই গোলের বন্যা বইয়ে দেন হালান্ড। ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল। পাঁচটি হ্যাটট্রিক করেছেন, যার মধ্যে চারটি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে আর একটি ছিল চ্যাম্পিয়নস লিগে। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ড গড়েন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্স করা হালান্ডের ওপর প্রত্যাশার চাপ একটু বেশি ছিল বলে মনে করেন গার্দিওলা। এ ব্যাপারে ম্যান সিটি কোচ বলেন, ‘গত মৌসুমে সে (হালান্ড) যেমন খেলেছে, সে জন্য তার ওপর তখন থেকেই অনেক চাপ ছিল। তাকে প্রতি ম্যাচে সাতটি করে গোল করতে হতো,, যা একরকম অসম্ভব। ৫২ গোল করার পর লোকেরা তাঁকে ব্যর্থ হতে দেখতে চাইছিল।’
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে আসা আর্লিং হালান্ডকে একটু অচেনাই লাগছিল। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ পাঁচ ম্যাচ যে তিনি খেলেছেন, তাতে কোনো গোল করতে পারেননি। গত রাতে সেই গোলখরা কাটালেন হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি দারুণ জয় পেয়েছে। হালান্ডের এমন পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার কণ্ঠে।
ওয়ানকডর্ফ স্টেডিয়ামে জি গ্রুপের ম্যাচে গত রাতে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল ইয়াং বয়েজ। ইয়াং বয়েজের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে ম্যান সিটি। ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১৪টি শট করেছিল সিটিজেনরা। তবে ইয়াং বয়েজ গোলরক্ষকের দৃঢ়তায় ৩টিকে গোলে পরিণত করতে পেরেছে সিটিজেনরা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন জিতেছে ৩-১ ব্যবধানে। জোড়া গোল করেছেন হালান্ড, যার মধ্যে ৬৭ মিনিটে গোল করেছেন পেনাল্টি থেকে। এরপর ৮৬ মিনিটে রদ্রির অ্যাসিস্টে গোল করেছেন হালান্ড। এর আগে ৪৮ মিনিটে ম্যান সিটির প্রথম গোলটি করেছেন ম্যানুয়েল আকাঞ্জি।
হালান্ডের নামের পাশে জোড়া গোল থাকলেও তিনি বেশ দাপট দেখিয়ে খেলেছেন। ম্যান সিটি স্ট্রাইকারের বেশ কিছু নিশ্চিত গোল সেইভ করেছেন ইয়াং বয়েজের গোলরক্ষক। ইয়াং বয়েজের রক্ষণভাগের দারুণ পরীক্ষা দিতে হয়েছে হালান্ডকে সামলাতে। হালান্ডের গোলের জন্য এমন ক্ষুধার্ত মনোভাব দেখে মুগ্ধ হয়েছেন গার্দিওয়া। ম্যান সিটি কোচ বলেন, ‘মৌসুমে এই মুহূর্তে এসে সে (হালান্ড) আগের চেয়ে অনেক ভালো খেলছে। চ্যাম্পিয়নস লিগ মানেই সে। তার মতো ক্ষুধার্ত খেলোয়াড়কে দেখে আমরা সত্যিই খুব খুশি। সে খুব বিনয়ী। সে সত্যিই খুব পেশাদার। দারুণ এক প্রতিযোগী সে।’
২০২২-২৩ মৌসুমে ম্যান সিটিতে এসেই গোলের বন্যা বইয়ে দেন হালান্ড। ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল। পাঁচটি হ্যাটট্রিক করেছেন, যার মধ্যে চারটি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে আর একটি ছিল চ্যাম্পিয়নস লিগে। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ড গড়েন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্স করা হালান্ডের ওপর প্রত্যাশার চাপ একটু বেশি ছিল বলে মনে করেন গার্দিওলা। এ ব্যাপারে ম্যান সিটি কোচ বলেন, ‘গত মৌসুমে সে (হালান্ড) যেমন খেলেছে, সে জন্য তার ওপর তখন থেকেই অনেক চাপ ছিল। তাকে প্রতি ম্যাচে সাতটি করে গোল করতে হতো,, যা একরকম অসম্ভব। ৫২ গোল করার পর লোকেরা তাঁকে ব্যর্থ হতে দেখতে চাইছিল।’
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
৩০ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে