ক্রীড়া ডেস্ক
প্রায় ৬ বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ২০১৯ সালে জুলাইয়ের পর আলবিসেলেস্তেদের বিপক্ষে জিততে পারেনি সেলেসেওরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শেষ চার ম্যাচের মধ্যে একটি ড্র, হেরেছে তিনটিতে। এবার কী আর্জেন্টিনার মাঠে কাঙ্ক্ষিত জয়ের দেখা পাবে ব্রাজিল?
লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, লো সেলসোর মতো সেরা তারকা ফুটবলাররা নেই আর্জেন্টিনা দলে। প্রতিপক্ষে তাঁরা না থাকা মানে ব্রাজিলের যেন কিছুটা হলেও স্বস্তি! কিন্তু সেরা ফরোয়ার্ড লাইন ছাড়াও গত সপ্তাহে শক্তিশালী উরুগুয়ের মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছে লিওনেল স্কালোনির দল। আগামী পরশু ব্রাজিলের বিপক্ষে তো তারা খেলবে নিজেদের মাঠে। হোম কন্ডিশনের সুবিধা এমনিতেই তারা পাচ্ছে।
ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র মেসি-মার্তিনেজকে নিয়ে আপাতত ভাবতে হচ্ছে না। দুই ড্রয়ের পর সবশেষ তারাও কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে। রাফিনহা-ভিনিসিয়ুস জুনিয়র দুজনই একটি করে গোল করেছেন। দারুণ ছন্দেও রয়েছেন তাঁরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন ম্যাচটা সহজ হবে না।
চোট জর্জর আর্জেন্টিনার শুরুর একাদশে ফিরতে পারেন মিডফিল্ডার রদ্রিগো দি পল। গোলপোস্টে আস্থার এমি মার্তিনেজ আছেন স্কালোনির। রক্ষণে নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডে রদ্রিগো দি পল, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। অভিজ্ঞ আক্রমণভাগ না হলেও তরুণ হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ও জিলিয়ানো সিমিওনে দেখিয়েছেন তাঁদের দক্ষতা। আলভারেজ মৌসুমজুড়ে দারুণ ছন্দে আছেন। আলামাদা উরুগুয়ের বিপক্ষে করেছিলেন ম্যাচ জেতানো গোল। সে গোলে আবার সহায়তা করেছেন আলভারেজ। সিমিওনেও অসাধারণ খেলেন পুরো মাঠজুড়ে।
ব্রাজিলে দল থেকে এরই মধ্যে ছিটকে গেছেন নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার। মিড ও রক্ষণে আর্জেন্টিনা বেশ সুদৃঢ়। তবে আক্রমণভাগ বেশ ধারল ব্রাজিল। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় আগামী পরশু সকাল ৬টায় শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।
ব্রাজিল সম্ভাব্য শুরুর একাদশ: বেন্তো (গোলরক্ষক), ভ্যান্ডারসন, মারকুইনহোস, লিও অর্টিজ, অ্যান্তেনিও আরানা, জোলিন্তন, আন্দ্রে কস্তা, পেদ্রো, রদ্রিগো, রাফিনহা ও ভিনিসিয়াস।
প্রায় ৬ বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ২০১৯ সালে জুলাইয়ের পর আলবিসেলেস্তেদের বিপক্ষে জিততে পারেনি সেলেসেওরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শেষ চার ম্যাচের মধ্যে একটি ড্র, হেরেছে তিনটিতে। এবার কী আর্জেন্টিনার মাঠে কাঙ্ক্ষিত জয়ের দেখা পাবে ব্রাজিল?
লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, লো সেলসোর মতো সেরা তারকা ফুটবলাররা নেই আর্জেন্টিনা দলে। প্রতিপক্ষে তাঁরা না থাকা মানে ব্রাজিলের যেন কিছুটা হলেও স্বস্তি! কিন্তু সেরা ফরোয়ার্ড লাইন ছাড়াও গত সপ্তাহে শক্তিশালী উরুগুয়ের মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছে লিওনেল স্কালোনির দল। আগামী পরশু ব্রাজিলের বিপক্ষে তো তারা খেলবে নিজেদের মাঠে। হোম কন্ডিশনের সুবিধা এমনিতেই তারা পাচ্ছে।
ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র মেসি-মার্তিনেজকে নিয়ে আপাতত ভাবতে হচ্ছে না। দুই ড্রয়ের পর সবশেষ তারাও কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে। রাফিনহা-ভিনিসিয়ুস জুনিয়র দুজনই একটি করে গোল করেছেন। দারুণ ছন্দেও রয়েছেন তাঁরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন ম্যাচটা সহজ হবে না।
চোট জর্জর আর্জেন্টিনার শুরুর একাদশে ফিরতে পারেন মিডফিল্ডার রদ্রিগো দি পল। গোলপোস্টে আস্থার এমি মার্তিনেজ আছেন স্কালোনির। রক্ষণে নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডে রদ্রিগো দি পল, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। অভিজ্ঞ আক্রমণভাগ না হলেও তরুণ হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ও জিলিয়ানো সিমিওনে দেখিয়েছেন তাঁদের দক্ষতা। আলভারেজ মৌসুমজুড়ে দারুণ ছন্দে আছেন। আলামাদা উরুগুয়ের বিপক্ষে করেছিলেন ম্যাচ জেতানো গোল। সে গোলে আবার সহায়তা করেছেন আলভারেজ। সিমিওনেও অসাধারণ খেলেন পুরো মাঠজুড়ে।
ব্রাজিলে দল থেকে এরই মধ্যে ছিটকে গেছেন নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার। মিড ও রক্ষণে আর্জেন্টিনা বেশ সুদৃঢ়। তবে আক্রমণভাগ বেশ ধারল ব্রাজিল। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় আগামী পরশু সকাল ৬টায় শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।
ব্রাজিল সম্ভাব্য শুরুর একাদশ: বেন্তো (গোলরক্ষক), ভ্যান্ডারসন, মারকুইনহোস, লিও অর্টিজ, অ্যান্তেনিও আরানা, জোলিন্তন, আন্দ্রে কস্তা, পেদ্রো, রদ্রিগো, রাফিনহা ও ভিনিসিয়াস।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে