ইন্টার মায়ামির হয়ে আবার একসঙ্গে খেলা শুরু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির। দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। আর কটন বোল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
এফসি ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজও খেলেছেন মেসি ও সুয়ারেজ। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ডালাস। তিন মিনিটে পল আরিওলার অ্যাসিস্টে গোল করেন ডালাস স্ট্রাইকার জেসুস ফেরেইরা। এরপর সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচ ডালাসের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল মায়ামি। অন্যদিকে এফসি ডালাস বল দখলে রেখেছিল ৩১ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৪টি। ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন মেসি। তবে ডালাস গোলরক্ষক মার্তেন পায়েজের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।
মেসির গোল মিসের পর সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজও। ১৫ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন সুয়ারেজ। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ তা প্রতিহত করেছেন। এক মিনিট পর সেই রুইজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে মায়ামি। ২৫, ২৭ ও ৪৩ মিনিটে হুলিয়ান গ্রেসেল, মেসি, সুয়ারেজ—তিন জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ডালাস শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার অ্যাসিস্টে ৫৫ মিনিটে বাঁ পায়ে শট করেন মেসি। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ সেই আক্রমণ প্রতিহত করেছেন। মেসি অবশ্য এই ম্যাচে খেলেছেন ৬৪ মিনিট। ৬৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বদলে মাঠে নামেন মায়ামির মিডফিল্ডার গ্রেগর। সে সময় সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেল—এই তিন খেলোয়াড়কেও উঠিয়ে নেয় মায়ামি। সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেলের বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি, লিওনার্দো কাম্পানা ও লসন কনারি সান্ডারল্যান্ড। তাও কোনো কাজে আসেনি মায়ামি। যেখানে মেসির বদলি হিসেবে নামা গ্রেগর ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ডালাস শেষ পর্যন্ত জয় পেয়েছে ১-০ গোলে।
ইন্টার মায়ামির হয়ে আবার একসঙ্গে খেলা শুরু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির। দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। আর কটন বোল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
এফসি ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজও খেলেছেন মেসি ও সুয়ারেজ। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ডালাস। তিন মিনিটে পল আরিওলার অ্যাসিস্টে গোল করেন ডালাস স্ট্রাইকার জেসুস ফেরেইরা। এরপর সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচ ডালাসের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল মায়ামি। অন্যদিকে এফসি ডালাস বল দখলে রেখেছিল ৩১ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৪টি। ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন মেসি। তবে ডালাস গোলরক্ষক মার্তেন পায়েজের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।
মেসির গোল মিসের পর সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজও। ১৫ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন সুয়ারেজ। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ তা প্রতিহত করেছেন। এক মিনিট পর সেই রুইজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে মায়ামি। ২৫, ২৭ ও ৪৩ মিনিটে হুলিয়ান গ্রেসেল, মেসি, সুয়ারেজ—তিন জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ডালাস শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার অ্যাসিস্টে ৫৫ মিনিটে বাঁ পায়ে শট করেন মেসি। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ সেই আক্রমণ প্রতিহত করেছেন। মেসি অবশ্য এই ম্যাচে খেলেছেন ৬৪ মিনিট। ৬৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বদলে মাঠে নামেন মায়ামির মিডফিল্ডার গ্রেগর। সে সময় সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেল—এই তিন খেলোয়াড়কেও উঠিয়ে নেয় মায়ামি। সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেলের বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি, লিওনার্দো কাম্পানা ও লসন কনারি সান্ডারল্যান্ড। তাও কোনো কাজে আসেনি মায়ামি। যেখানে মেসির বদলি হিসেবে নামা গ্রেগর ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ডালাস শেষ পর্যন্ত জয় পেয়েছে ১-০ গোলে।
রাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১১ মিনিট আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
২ ঘণ্টা আগেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
৩ ঘণ্টা আগে