Ajker Patrika

তাহলে ম্যানসিটিতেই রোনালদো!

তাহলে ম্যানসিটিতেই রোনালদো!

রাজনীতিতে যেমন শেষ বলে কোনো কথা নেই, ঠিক তেমন ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারেও অসম্ভব বলে কিছু নেই!

এ মাসের শুরুতে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সেন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। তাঁর আগমনে শিগগিরই প্যারিস ছাড়তে পারেন কিলিয়ান এমবাপ্পে।

চলতি গ্রীষ্মকালীন দলবদলে এ দুজনকে নিয়ে যখন এত হইচই, ঠিক সে মুহূর্তে ফুটবল বিশ্ব কাঁপিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বেশ কদিন ধরে দানা বাঁধতে থাকা গুঞ্জন সত্যি করে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাচ্ছেন তিনি।

ঘণ্টাখানেক আগে এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পর্তুগিজ সাংবাদিক গনসালো লোপেস। তাঁর দাবি, সিটিজেনদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন রোনালদো।

লোপেসের টুইট, ‘রোনালদো-ম্যানসিটি চুক্তি সম্পন্ন।’ আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘রোনালদো মনে করেন, ম্যানচেস্টার সিটিই তাঁর জন্য সেরা দল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যাওয়ার আগে এখানেই আরেকটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করা সম্ভব।’

দলবদলের বাজারে বিশ্বস্ত নাম সাংবাদিক ফাব্রিজিও রোমানো তো আরেক ধাপ এগিয়ে। টুইটারে তিনি লিখেছেন, ‘আগামীকালই চুক্তিপত্রে সই করবেন রোনালদো। তার আগে শুক্রবার সকালে ম্যানচেস্টারে পৌঁছেই স্বাস্থ্য পরীক্ষা করাবেন।’ 

ইএসপিএন, স্কাই স্পোর্টস, ডেইলি মেইল, ফুটবল ইতালিয়াসহ ইউরোপের প্রায় সব গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে জুভেন্টাস থেকে রোনালদোর সিটিতে নাম লেখানোর খবর। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর বরাত দিয়ে তারা লিখেছে, ২০২৩ সাল পর্যন্ত দুই পক্ষের চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৫ মিলিয়ন ইউরোর (আড়াইশ কোটি টাকা) বিনিময়ে প্রিমিয়ার লিগের ক্লাবটির হাতে ৩৬ বছর বয়সী রোনালদোকে তুলে দিতে চায় জুভেন্টাস। 

চলমান গ্রীষ্মকালীন দলবদলের আর বাকি ৫ দিন। ‘ওস্তাদের মার শেষ রাতে’ কথাটিকে আরেকবার সত্য প্রমাণ করতে রোনালদোর জন্য এই সময়ই তো যথেষ্ট!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত