বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য শুধু একটি ধাপ পার হতে হবে আর্জেন্টিনা–ক্রোয়েশিয়াকে। তবে এই ধাপ পার হতে পারবে কেবল একটি দল। আজ রাতে লিওনেল মেসি ও লুকা মদরিচের মধ্যে একজনকে বিদায় নিতে হবে চোখের জলে, আরেকজন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অপার সম্ভাবনা নিয়ে চলে যাবেন ফাইনালে।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশের একটি পজিশন নিয়ে কিছুটা দ্বিধায় আছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের খবরে বলা হয়েছে, এই ম্যাচে শুরুর একাদশে ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস নাকি আনহেল দি মারিয়াকে খেলাবেন এ নিয়ে দ্বিধায় আছেন আর্জেন্টিনা কোচ।
গতকাল অনুশীলনে স্কালোনি ৩-৫-২, ৪-৩-৩ ও ৪-৪-২ ফরমেশনে শিষ্যদের খেলিয়েছেন। সেরা ফরমেশন হয়তো পেয়েও গেছেন। তবে এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কোস আকুনিয়াকে পাচ্ছেন না তিনি। এই অ্যাটাকিং লেফট-ব্যাকের জায়গায় খেলতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে রাইট-ব্যাক নাহুয়েল মলিনার স্থলাভিষিক্ত হয়েছিলেন গঞ্জালো মন্তিয়েল। এই ম্যাচে তাঁকেও পাচ্ছেন না স্কালোনি। দ্বিতীয়ার্ধে দেখা যেতে পারে হুয়ান ফয়েথকে।
মূলত শেষ ষোলো ও শেষ আটে হলুদ কার্ড দেখার কারণে ফিফার নিয়মানুযায়ী সেমিফাইনাল মিস করছেন আকুনিয়া ও মন্তিয়েল। স্বস্তির খবর, পূর্ণ ফিট হয়ে দলে ফিরেছেন স্ট্রাইকার দি মারিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে স্কালোনির কৌশল ছিল ডিফেন্সের শক্তি বাড়ানো। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে আক্রমণের ধার বাড়াবেন নাকি ডিফেন্সের শক্তি নিয়ে খেলবেন, এটা স্পষ্ট নয়।
তবে প্রথমার্ধে গোল করে এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা, এমনটাই নাকি ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। যদি তা-ই হয়, প্রথমার্ধে আক্রমণে জোর দিতে পারেন কোচ। এ ক্ষেত্রে শুরুর একাদশে দি মারিয়ার জায়গা হতে পারে। এগিয়ে যেতে পারলে দ্বিতীয়ার্ধে ডিফেন্সের শক্তি বাড়ানোর জন্য পারেদেসকে নামাতে পারেন।
টিএনটি স্পোর্টসে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ–গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ, সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, রাইট ব্যাক নাহুয়েল মলিনা, লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, সেন্ট্রাল মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলিক্সিস ম্যাক অ্যালিস্টার, রাইট উইংয়ে লিওনেল মেসি, লেফটে আনহেল কোরেয়া এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য শুধু একটি ধাপ পার হতে হবে আর্জেন্টিনা–ক্রোয়েশিয়াকে। তবে এই ধাপ পার হতে পারবে কেবল একটি দল। আজ রাতে লিওনেল মেসি ও লুকা মদরিচের মধ্যে একজনকে বিদায় নিতে হবে চোখের জলে, আরেকজন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অপার সম্ভাবনা নিয়ে চলে যাবেন ফাইনালে।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশের একটি পজিশন নিয়ে কিছুটা দ্বিধায় আছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের খবরে বলা হয়েছে, এই ম্যাচে শুরুর একাদশে ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস নাকি আনহেল দি মারিয়াকে খেলাবেন এ নিয়ে দ্বিধায় আছেন আর্জেন্টিনা কোচ।
গতকাল অনুশীলনে স্কালোনি ৩-৫-২, ৪-৩-৩ ও ৪-৪-২ ফরমেশনে শিষ্যদের খেলিয়েছেন। সেরা ফরমেশন হয়তো পেয়েও গেছেন। তবে এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কোস আকুনিয়াকে পাচ্ছেন না তিনি। এই অ্যাটাকিং লেফট-ব্যাকের জায়গায় খেলতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে রাইট-ব্যাক নাহুয়েল মলিনার স্থলাভিষিক্ত হয়েছিলেন গঞ্জালো মন্তিয়েল। এই ম্যাচে তাঁকেও পাচ্ছেন না স্কালোনি। দ্বিতীয়ার্ধে দেখা যেতে পারে হুয়ান ফয়েথকে।
মূলত শেষ ষোলো ও শেষ আটে হলুদ কার্ড দেখার কারণে ফিফার নিয়মানুযায়ী সেমিফাইনাল মিস করছেন আকুনিয়া ও মন্তিয়েল। স্বস্তির খবর, পূর্ণ ফিট হয়ে দলে ফিরেছেন স্ট্রাইকার দি মারিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে স্কালোনির কৌশল ছিল ডিফেন্সের শক্তি বাড়ানো। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে আক্রমণের ধার বাড়াবেন নাকি ডিফেন্সের শক্তি নিয়ে খেলবেন, এটা স্পষ্ট নয়।
তবে প্রথমার্ধে গোল করে এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা, এমনটাই নাকি ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। যদি তা-ই হয়, প্রথমার্ধে আক্রমণে জোর দিতে পারেন কোচ। এ ক্ষেত্রে শুরুর একাদশে দি মারিয়ার জায়গা হতে পারে। এগিয়ে যেতে পারলে দ্বিতীয়ার্ধে ডিফেন্সের শক্তি বাড়ানোর জন্য পারেদেসকে নামাতে পারেন।
টিএনটি স্পোর্টসে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ–গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ, সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, রাইট ব্যাক নাহুয়েল মলিনা, লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, সেন্ট্রাল মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলিক্সিস ম্যাক অ্যালিস্টার, রাইট উইংয়ে লিওনেল মেসি, লেফটে আনহেল কোরেয়া এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে