Ajker Patrika

রাতেই ঢাকা ছাড়ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক
অলরাউন্ড পারফরম্যান্সে দুর্দান্ত খেলেছেন দুর্বার রাজশাহীর রায়ান বার্ল। ছবি: দুর্বার রাজশাহী
অলরাউন্ড পারফরম্যান্সে দুর্দান্ত খেলেছেন দুর্বার রাজশাহীর রায়ান বার্ল। ছবি: দুর্বার রাজশাহী

একের পর এক বিতর্কিত ঘটনায় এবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়া, দৈনিক ভাতা প্রদান না করা, এমনকি কিট ব্যাগ থেকে শুরু করে প্রস্তুতির জন্য জার্সির ব্যাপারে অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

আজ সকাল থেকে গুঞ্জন চলছিল যে দলটির বিদেশি ক্রিকেটারদের বিমানের টিকিটের কোনো ব্যবস্থা করা হয়নি। তবে কিছুটা দেরিতে হলেও দুপুরে দলটির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা রাতেই ঢাকা ছাড়ছেন। সেখানে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল আজ রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজে হারারেতে ফিরে যাবেন। পাকিস্তানের মোহাম্মদ হারিস আগামীকাল দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজে লাহোরের উদ্দেশে রওনা হবেন। প্রধান কোচ আজাজ আহমেদ আগামীকাল ঢাকা ত্যাগ করবেন, আর মিগুয়েল কামিন্স ৫ ফেব্রুয়ারি রওনা হবেন। অন্যান্য ক্রিকেটাররা দ্রুতই তাদের বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর ঢাকা ছাড়বেন।’

মিডিয়া বিভাগের সূত্রে আরও জানা যায়, বিদেশি ক্রিকেটাররা তাঁদের এজেন্টের মাধ্যমে পাওনা অর্থ পেয়ে যাবেন। দলটির পক্ষ থেকে বলা হয়, আমরা বিদেশি ক্রিকেটারদের দেশ ছাড়ার টিকিট দিয়েছি। পারিশ্রমিক ও দৈনিক ভাতা বকেয়ার বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত