Ajker Patrika

বাংলাদেশের এমন ভরাডুবির পর সরি বললেন তাসকিন

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের বাজে হারের পর ক্ষমা চাইলেন তাসকিন আহমেদ। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশের বাজে হারের পর ক্ষমা চাইলেন তাসকিন আহমেদ। ছবি: ক্রিকইনফো

ব্যাটিং ধস বাংলাদেশের ক্রিকেটের জন্য একেবারে নতুন কিছু নয়। সংস্করণ, ভেন্যু যা-ই হোক, জয়ের পথে থাকা ম্যাচে মুহূর্তেই সবকিছু বাংলাদেশের লেজেগোবড়ে করে ফেলার অভ্যাস খুবই পরিচিত। কলম্বোর প্রেমাদাসায় গত রাতে যখন এমন ঘটনা ঘটল, সেটার জন্য ক্ষমা চাইলেন তাসকিন আহমেদ।

২৪৫ রানের লক্ষ্যে নেমে গতকাল একটা পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ১৬.২ ওভারে ১ উইকেটে ৯৯ রান। জিততে যেখানে ওভারপ্রতি ৫-এর কম রানরেটে ব্যাটিং করতে হতো, সেটার চেয়ে ভালো অবস্থানে ছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। এখান থেকেই সফরকারীদের ইনিংসে মড়ক লাগার শুরু। মুহূর্তেই ৮ উইকেটে ১০৫ রানে পরিণত হয় মিরাজের দল। শেষ পর্যন্ত ১৬৭ রান বাংলাদেশ করতে পেরেছে লোয়ার অর্ডার ব্যাটার জাকের আলী অনিকের ফিফটির কল্যাণে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারের পর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন আহমেদ। দলের ব্যর্থতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাসকিনের গলা কাঁপছিল গত রাতে। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘সমর্থক যারা আছেন, তারা চান আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি। সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। সমর্থকদের তাই সরি বলছি।’

সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তাসকিন আগুন ঝরানো বোলিং করেছেন। ১০ ওভারে ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট। মেডেন দিয়েছেন ২ ওভার। যার মধ্যে শুরুতে নিয়েছেন নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিসের দুটি উইকেট। শেষের দিকে এক ওভারে তাসকিন জোড়া শিকার করেছেন। শ্রীলঙ্কা ১৮ রানে যে শেষ ৪ উইকেট হারিয়েছে, তাতে বাংলাদেশের এই পেসারের দারুণ অবদান রয়েছে।

বোলিংয়ে শেষটা দারুণ হওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ের শুরু দেখে তাসকিন ভেবেছিলেন, ম্যাচটা সহজেই তাঁরা জিতে যাবেন। কিন্তু হঠাৎ ধসে যেভাবে দল খেই হারাল, তাতে তাঁর কণ্ঠে ঝরেছে হতাশার বাণী। ৩০ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘আমরা যখন বোলিং করেছি, শেষটা দারুণ করেছি। তাদের যে অবস্থা ছিল, তার চেয়ে ৩০-৪০ রান কমে শেষ করতে পেরেছি। কিন্তু আমরা যেভাবে শুরু করেছিলাম, ভেবেছিলাম ৫-৭ ওভার আগে জিতে যাব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঐ ধসটা আমাদের বড় ভুগিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক।’

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে হলে বাকি দুই ওয়ানডে জিততেই হবে বাংলাদেশকে। বাজেভাবে হারের পরও আশা ছাড়ছেন না তাসকিন। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’ শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ৮ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত