Ajker Patrika

উগান্ডা ফুটবল লিগে ম্যাচসেরার পুরস্কার দই আর পাউরুটি

উগান্ডা ফুটবল লিগে ম্যাচসেরার পুরস্কার দই আর পাউরুটি

আদিম শিকারিদের বসবাস, অনুন্নত জনপদ ও নিম্ন জীবন মানের কারণে উগান্ডাকে তাচ্ছিল্যের চোখে দেখেন অনেকে। পূর্ব আফ্রিকার দেশটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রলের বন্যা বইয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণেই এবার উগান্ডার ফুটবল নিয়ে জানা গেল আরেকটি বিস্ময়কর তথ্য। সেখানকার ঘরোয়া লিগে ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হয় এক বোতল দই আর এক প্যাকেট পাউরুটি! 

সম্প্রতি ম্যাচসেরার পুরস্কার হাতে এক ফুটবলারের দুটি ছবি ছড়িয়ে পড়েছে। অজানা কারণে সেই ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে ফুটবলারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। সেটি গ্রহণের সময় তাঁকে বেশ হাসি-খুশি দেখা গেছে। পরে যখন বুঝতে পারেন, হাতে এক বোতল দই আর এক প্যাকেট পাউরুটি; বেচারার চেহারায় তখন থেকেই মলিনতার ছাপ। দ্বিতীয় ছবিতে তাঁকে যেন জোর করে হাসানোর চেষ্টা করা হয়েছিল।  

এক বোতল দই ও পাউরুটির প্যাকেট হাতে সেই ফুটবলারদইয়ের বোতলে কী লেখা ছিল, সেটি বোঝা না গেলেও পাউরুটির প্যাকেটে ‘ম্যান অব দ্য ম্যাচ’ লেখাটি ফুটবল অনুরাগীদের হাসির খোরাক জুগিয়েছে। প্যাকেটের গায়ে সেই ফুটবল লিগের লোগোও আছে। 

অথচ ম্যাচে সেই ফুটবলারের পারফরম্যান্সকে স্থানীয় সংবাদমাধ্যম ‘ফেনোমেনাল মাস্টারক্লাস’ আখ্যায়িত করেছে। এমন নৈপুণ্যের উপহার কি না সামান্য দই আর পাউরুটি! 

এক টুইটার ব্যবহারকারী তাই বেচারা ফুটবলারের ছবি সংবলিত সেই পোস্টে আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) যেখানে প্রত্যেক ম্যাচে আট ক্যাটাগরিতে ৮ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে, সেখানে উগান্ডার অন্যতম শীর্ষ লিগে কোনো আর্থিক পুরস্কার না থাকা একেবারেই বেমানান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ