আর্লিং হালান্ডের বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে গত দুই মৌসুম ধরেই। ম্যানচেস্টার সিটিতে আসার পর গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। রেকর্ডের পর রেকর্ড ভাঙার কারণে এরই মধ্যে ‘বিস্ট’, ‘জায়ান্ট’ তকমা পেয়ে গেছেন। গোলমেশিন হালান্ডের সঙ্গে পাল্লা দিচ্ছেন কোল পালমার।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত ৪ এপ্রিল পালমারের হ্যাটট্রিকে রোমাঞ্চকর এক জয় পায় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দেন। একই মাঠে ১৫ দিন না যেতেই গোলের বন্যা বইয়ে দিলেন পালমার। এভারটনের বিপক্ষে গত রাতে করলেন ৪ গোল। ২০২৩-২৪ প্রিমিয়ার লিগে পালমারের গোলের সংখ্যা এখন ২০। এবারের গোল্ডেন বুটের লড়াইয়ে হালান্ডের পাশে বসলেন পালমার। সিটির জার্সিতে হালান্ড চলতি মৌসুমে এরই মধ্যে করেছেন ২০ গোল।
পালমারের গোলবন্যার রাতে এভারটনকে নিয়ে ছেলেখেলা করেছে চেলসি। ৬-০ গোলের জয় পেয়েছে চেলসি। ১৩ মিনিটে পালমারের বাঁ পায়ের শটেই ব্লুজরা পায় প্রথম গোল। গোলটি করতে তাঁকে (পালমার) অ্যাসিস্ট করেন নিকোলাস জ্যাকসন। চেলসির গোলের সূচনা করা পালমার হ্যাটট্রিক পেয়ে যান ৩০ মিনিটের মধ্যেই। ১৮ মিনিটে হেডে করেন দ্বিতীয় গোল। ডান পায়ের শটে ২৯ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করা পালমার চতুর্থ গোল করেন ৬৪ মিনিটে। পেনাল্টি থেকে করা গোলটিতেই চেলসির ২১ বছর বয়সী ফুটবলার ছুঁয়ে ফেলেন হালান্ডকে। হালান্ডের রেকর্ডে ভাগ বসানোর রাতে চেলসির বাকি ২ গোল করেন জ্যাকসন ও আলফি গিলক্রিস্ট। জ্যাকসন গোল করেন ৪৪ মিনিটে। ৯০ মিনিটে গিলক্রিস্ট করেন ব্লুজদের ষষ্ঠ গোল।
হালান্ড, পালমার গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রয়েছেন ঠিকই। তবে দলীয় পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে দুজন একই সমান্তরালে চলতে পারছেন না। ৩১ ম্যাচে ১৩ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে চেলসির পয়েন্ট এখন ৪৭। পয়েন্ট তালিকায় ব্লুজরা ৯ নম্বরে। হালান্ডের ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩২ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল, লিভারপুল দল দুটি সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলই খেলেছে ৩২ ম্যাচ। লিভারপুল, আর্সেনাল দল দুটির পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আর্সেনাল, যেখানে লিভারপুলের জার্সিতে মোহামেদ সালাহ ১৭ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টক্কর দিচ্ছেন হালান্ডদের সঙ্গে।
২০২৩-২৪ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয় গোলদাতা
গোল ক্লাব
আর্লিং হালান্ড ২০ ম্যানচেস্টার সিটি
কোল পালমার ২০ চেলসি
ওলি ওয়াটকিনস ১৯ অ্যাস্টন ভিলা
আলেকজান্ডার ইসাক ১৭ নিউক্যাসল
ডোমিনিক সোলাঙ্কি ১৭ বোর্নমাউথ
মোহামেদ সালাহ ১৭ লিভারপুল
আর্লিং হালান্ডের বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে গত দুই মৌসুম ধরেই। ম্যানচেস্টার সিটিতে আসার পর গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। রেকর্ডের পর রেকর্ড ভাঙার কারণে এরই মধ্যে ‘বিস্ট’, ‘জায়ান্ট’ তকমা পেয়ে গেছেন। গোলমেশিন হালান্ডের সঙ্গে পাল্লা দিচ্ছেন কোল পালমার।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত ৪ এপ্রিল পালমারের হ্যাটট্রিকে রোমাঞ্চকর এক জয় পায় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দেন। একই মাঠে ১৫ দিন না যেতেই গোলের বন্যা বইয়ে দিলেন পালমার। এভারটনের বিপক্ষে গত রাতে করলেন ৪ গোল। ২০২৩-২৪ প্রিমিয়ার লিগে পালমারের গোলের সংখ্যা এখন ২০। এবারের গোল্ডেন বুটের লড়াইয়ে হালান্ডের পাশে বসলেন পালমার। সিটির জার্সিতে হালান্ড চলতি মৌসুমে এরই মধ্যে করেছেন ২০ গোল।
পালমারের গোলবন্যার রাতে এভারটনকে নিয়ে ছেলেখেলা করেছে চেলসি। ৬-০ গোলের জয় পেয়েছে চেলসি। ১৩ মিনিটে পালমারের বাঁ পায়ের শটেই ব্লুজরা পায় প্রথম গোল। গোলটি করতে তাঁকে (পালমার) অ্যাসিস্ট করেন নিকোলাস জ্যাকসন। চেলসির গোলের সূচনা করা পালমার হ্যাটট্রিক পেয়ে যান ৩০ মিনিটের মধ্যেই। ১৮ মিনিটে হেডে করেন দ্বিতীয় গোল। ডান পায়ের শটে ২৯ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করা পালমার চতুর্থ গোল করেন ৬৪ মিনিটে। পেনাল্টি থেকে করা গোলটিতেই চেলসির ২১ বছর বয়সী ফুটবলার ছুঁয়ে ফেলেন হালান্ডকে। হালান্ডের রেকর্ডে ভাগ বসানোর রাতে চেলসির বাকি ২ গোল করেন জ্যাকসন ও আলফি গিলক্রিস্ট। জ্যাকসন গোল করেন ৪৪ মিনিটে। ৯০ মিনিটে গিলক্রিস্ট করেন ব্লুজদের ষষ্ঠ গোল।
হালান্ড, পালমার গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রয়েছেন ঠিকই। তবে দলীয় পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে দুজন একই সমান্তরালে চলতে পারছেন না। ৩১ ম্যাচে ১৩ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে চেলসির পয়েন্ট এখন ৪৭। পয়েন্ট তালিকায় ব্লুজরা ৯ নম্বরে। হালান্ডের ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩২ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল, লিভারপুল দল দুটি সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলই খেলেছে ৩২ ম্যাচ। লিভারপুল, আর্সেনাল দল দুটির পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আর্সেনাল, যেখানে লিভারপুলের জার্সিতে মোহামেদ সালাহ ১৭ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টক্কর দিচ্ছেন হালান্ডদের সঙ্গে।
২০২৩-২৪ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয় গোলদাতা
গোল ক্লাব
আর্লিং হালান্ড ২০ ম্যানচেস্টার সিটি
কোল পালমার ২০ চেলসি
ওলি ওয়াটকিনস ১৯ অ্যাস্টন ভিলা
আলেকজান্ডার ইসাক ১৭ নিউক্যাসল
ডোমিনিক সোলাঙ্কি ১৭ বোর্নমাউথ
মোহামেদ সালাহ ১৭ লিভারপুল
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে