Ajker Patrika

ভুটানের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের শুরুর একাদশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৪: ৩৬
সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ভুটান ম্যাচে আজ নিজেদের মহড়া দেবে বাংলাদেশ। ছবি: বাফুফে
সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ভুটান ম্যাচে আজ নিজেদের মহড়া দেবে বাংলাদেশ। ছবি: বাফুফে

সিঙ্গাপুর ম্যাচে চোখ রেখে জাতীয় স্টেডিয়ামে আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রীতি ম্যাচ হওয়ার কারণে এ ম্যাচে তাই পরীক্ষা নিরীক্ষার বেশ ভালো সুযোগ পাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। কারণ, খেলোয়াড় বদলি করার ক্ষেত্রেও তেমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই।

তবু কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? সবশেষ ভারতের বিপক্ষে এ বছরের মার্চে ৪-২-৩-১ ছক সাজিয়েছিলেন কাবরেরা। সেই ম্যাচে হামজা চৌধুরীই ছিলেন দলের নিউক্লিয়াস। যদিও ভুটান ম্যাচের শুরুর একাদশে তাঁকে নাও দেখা যেতে পারে। তিনি অবশ্য খেলতে চেয়েছেন। এখন তাই বাকিটা নির্ভর করছে কোচের ওপর।

সংবাদ সম্মেলনে গতকাল কাবরেরা নিশ্চিত করেছেন ফাহামিদুল ইসলামের অভিষেক হবে। তবে শুরুর একাদশে তিনি থাকবেন কি না তা অনিশ্চিত। ফরোয়ার্ড লাইনে দেখা যেতে পারে সুমন রেজাকে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন তিনি। নম্বর নাইন হিসেবে তাঁর যে সামর্থ্য, তা পরখ করে দেখতে চান কাবরেরা। গোলপোস্টের নিচে শুরুটা হয়তো করবেন মিতুল মারমা। এ ছাড়া তাঁর সামনে থাকবেন শাকিল আহাদ, তপু বর্মণ, তারিক কাজী ও সাদ উদ্দিন। মিডফিল্ডে হামজা না থাকলে শুরুর একাদশে দেখা যেতে পারে সোহেল রানা কিংবা কাজেম শাহকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মিতুল মারমা, সাদ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা/কাজেম শাহ, শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম/মজিবুর রহমান জনি, রাকিব হোসেন, সুমন রেজা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত