Ajker Patrika

সেমিফাইনালে কানাডাকে পেল আর্জেন্টিনা

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৩: ৩০
সেমিফাইনালে কানাডাকে পেল আর্জেন্টিনা

রুদ্ধশ্বাস জয়ে ইকুয়েডরকে হারিয়ে গতকাল সেমিফাইনালের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। সেমিতে প্রতিপক্ষ কে হবে, তা জানতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে আজ ভেনেজুয়েলা-কানাডা ম্যাচ পর্যন্ত। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে হারিয়ে কানাডা সেমিতে পেল আর্জেন্টিনাকে।  

পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল যেন ২০২৪ কোপা আমেরিকার নকআউট পর্বের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হিউস্টনে গতকাল টাইব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে আজ ভেনেজুয়েলা-কানাডা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তিও হয়েছে পেনাল্টি শুটআউটে। ৪-৩ গোলে জিতে কানাডা পৌঁছে গেল কোপা আমেরিকার সেমিফাইনালে। ১০ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

ভেনেজুয়েলা-কানাডা পেনাল্টি শুটআউট আজ একটা ধারাবাহিকতা মেনে এগোতে থাকে। টাইব্রেকারে প্রথমে স্যালোমোন রোন্দোনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। কানাডার প্রথম গোলটি করেন জোনাথন ডেভিড। এরপর দুই দলই তাদের দ্বিতীয় গোল মিস করে। তৃতীয় শট নেওয়ার সময় ভেনেজুয়েলা-কানাডা উভয় পক্ষই গোলের দেখা পেয়েছে। চতুর্থবার তারা আবার মিস করেছে একই সঙ্গে।  পঞ্চম শটে এসে ধারাবাহিকতা ভাঙল। ভেনেজুয়েলার উইকার অ্যাঞ্জেল গোল মিস করেন। এই সুযোগে ইসমাইল কোনি গোল করে কানাডাকে এনে দিয়েছেন সেমিফাইনালের টিকিট।

টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ভেনেজুয়েলা দাপট দেখিয়ে খেলেছে কানাডার ওপর।  ৫৬ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ভেনেজুয়েলা  নেয় ৩ শট। কানাডা বল দখলে রাখে ৪৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৭ শট। ৬৪ মিনিটে  ফরোয়ার্ড রোন্দনের গোলে সমতায় ফেলে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় মূল ম্যাচ। কানাডা ও ভেনেজুয়েলা হলুদ কার্ড দেখেছে ২টি ও ১টি।  

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত