নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের চোখে অনেক বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন তিনি নাকি পূরণ করতে পারছেন না টাকার অভাবে! সালাউদ্দিন তাই হন্যে হয়ে খুঁজছেন টাকা। বড় বাজেট পেলেই পূরণ হবে তাঁর লক্ষ্য, কেটে যাবে ফুটবলের আকাশের মেঘ—এমনই দাবি বাফুফে সভাপতির।
জাতীয় দলের খেলোয়াড়দের অবস্থা জানতে আজ দুপুরে তিন ক্লাবের কোচ-কর্মকর্তাদের ফেডারেশন ভবনে ডেকেছিলেন সালাউদ্দিন। আলোচনার প্রথমভাগে বসুন্ধরা কিংস, আবাহনী ও শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এসব ক্লাবগুলোই মূলত জাতীয় দলের খেলোয়াড় সরবরাহ করে। ফুটবলের উন্নয়নে ক্লাব কর্মকর্তাদের আরও কাছে চান সালাউদ্দিন। জাতীয় দল নিয়ে ক্লাবগুলোর ভাবনাও জানতে চেয়েছেন তিনি। সালাউদ্দিন ক্লাবগুলোর কাছ থেকেও ‘শিখতে’ চান!
১২ বছর পেশাদার লিগ চলার পরও কেন জাতীয় দলের দুরবস্থা, ক্লাবের সঙ্গে ফেডারেশনের দূরত্ব কেন বাড়ছে—এ সব প্রশ্নের উত্তর খুঁজতেই সালাউদ্দিনের এই বৈঠক। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘উন্নতি করতে হলে দুটো জিনিসের প্রয়োজন, স্বপ্ন আর টাকা। স্বপ্নকে সত্যি করতে হলে দরকার টাকার। আবার স্বপ্ন ছাড়া টাকা মূল্যহীন। আমরা আমাদের লক্ষ্য অনেক আগেই খুঁজে পেয়েছি। এখন দরকার টাকার। সেটা হলেই আমরা ভালো কিছুর আশা করতে পারি।’
করোনা পরিস্থিতি উন্নীত হলে টাকা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। সেই টাকা পেলেই ফুটবলের ‘শতভাগ’ উন্নতি হবে বলে ধারণা সালাউদ্দিনের।
ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের চোখে অনেক বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন তিনি নাকি পূরণ করতে পারছেন না টাকার অভাবে! সালাউদ্দিন তাই হন্যে হয়ে খুঁজছেন টাকা। বড় বাজেট পেলেই পূরণ হবে তাঁর লক্ষ্য, কেটে যাবে ফুটবলের আকাশের মেঘ—এমনই দাবি বাফুফে সভাপতির।
জাতীয় দলের খেলোয়াড়দের অবস্থা জানতে আজ দুপুরে তিন ক্লাবের কোচ-কর্মকর্তাদের ফেডারেশন ভবনে ডেকেছিলেন সালাউদ্দিন। আলোচনার প্রথমভাগে বসুন্ধরা কিংস, আবাহনী ও শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এসব ক্লাবগুলোই মূলত জাতীয় দলের খেলোয়াড় সরবরাহ করে। ফুটবলের উন্নয়নে ক্লাব কর্মকর্তাদের আরও কাছে চান সালাউদ্দিন। জাতীয় দল নিয়ে ক্লাবগুলোর ভাবনাও জানতে চেয়েছেন তিনি। সালাউদ্দিন ক্লাবগুলোর কাছ থেকেও ‘শিখতে’ চান!
১২ বছর পেশাদার লিগ চলার পরও কেন জাতীয় দলের দুরবস্থা, ক্লাবের সঙ্গে ফেডারেশনের দূরত্ব কেন বাড়ছে—এ সব প্রশ্নের উত্তর খুঁজতেই সালাউদ্দিনের এই বৈঠক। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘উন্নতি করতে হলে দুটো জিনিসের প্রয়োজন, স্বপ্ন আর টাকা। স্বপ্নকে সত্যি করতে হলে দরকার টাকার। আবার স্বপ্ন ছাড়া টাকা মূল্যহীন। আমরা আমাদের লক্ষ্য অনেক আগেই খুঁজে পেয়েছি। এখন দরকার টাকার। সেটা হলেই আমরা ভালো কিছুর আশা করতে পারি।’
করোনা পরিস্থিতি উন্নীত হলে টাকা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। সেই টাকা পেলেই ফুটবলের ‘শতভাগ’ উন্নতি হবে বলে ধারণা সালাউদ্দিনের।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে