Ajker Patrika

সালাউদ্দিনের ‘স্বপ্ন’ আছে, ‘টাকা’ নেই

নিজস্ব প্রতিবেদক
সালাউদ্দিনের ‘স্বপ্ন’ আছে, ‘টাকা’ নেই

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের চোখে অনেক বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন তিনি নাকি পূরণ করতে পারছেন না টাকার অভাবে! সালাউদ্দিন তাই হন্যে হয়ে খুঁজছেন টাকা। বড় বাজেট পেলেই পূরণ হবে তাঁর লক্ষ্য, কেটে যাবে ফুটবলের আকাশের মেঘ—এমনই দাবি বাফুফে সভাপতির।

জাতীয় দলের খেলোয়াড়দের অবস্থা জানতে আজ দুপুরে তিন ক্লাবের কোচ-কর্মকর্তাদের ফেডারেশন ভবনে ডেকেছিলেন সালাউদ্দিন। আলোচনার প্রথমভাগে বসুন্ধরা কিংস, আবাহনী ও শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এসব ক্লাবগুলোই মূলত জাতীয় দলের খেলোয়াড় সরবরাহ করে। ফুটবলের উন্নয়নে ক্লাব কর্মকর্তাদের আরও কাছে চান সালাউদ্দিন। জাতীয় দল নিয়ে ক্লাবগুলোর ভাবনাও জানতে চেয়েছেন তিনি। সালাউদ্দিন ক্লাবগুলোর কাছ থেকেও ‘শিখতে’ চান!

১২ বছর পেশাদার লিগ চলার পরও কেন জাতীয় দলের দুরবস্থা, ক্লাবের সঙ্গে ফেডারেশনের দূরত্ব কেন বাড়ছে—এ সব প্রশ্নের উত্তর খুঁজতেই সালাউদ্দিনের এই বৈঠক। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘উন্নতি করতে হলে দুটো জিনিসের প্রয়োজন, স্বপ্ন আর টাকা। স্বপ্নকে সত্যি করতে হলে দরকার টাকার। আবার স্বপ্ন ছাড়া টাকা মূল্যহীন। আমরা আমাদের লক্ষ্য অনেক আগেই খুঁজে পেয়েছি। এখন দরকার টাকার। সেটা হলেই আমরা ভালো কিছুর আশা করতে পারি।’

করোনা পরিস্থিতি উন্নীত হলে টাকা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। সেই টাকা পেলেই ফুটবলের ‘শতভাগ’ উন্নতি হবে বলে ধারণা সালাউদ্দিনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত