নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের চোখে অনেক বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন তিনি নাকি পূরণ করতে পারছেন না টাকার অভাবে! সালাউদ্দিন তাই হন্যে হয়ে খুঁজছেন টাকা। বড় বাজেট পেলেই পূরণ হবে তাঁর লক্ষ্য, কেটে যাবে ফুটবলের আকাশের মেঘ—এমনই দাবি বাফুফে সভাপতির।
জাতীয় দলের খেলোয়াড়দের অবস্থা জানতে আজ দুপুরে তিন ক্লাবের কোচ-কর্মকর্তাদের ফেডারেশন ভবনে ডেকেছিলেন সালাউদ্দিন। আলোচনার প্রথমভাগে বসুন্ধরা কিংস, আবাহনী ও শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এসব ক্লাবগুলোই মূলত জাতীয় দলের খেলোয়াড় সরবরাহ করে। ফুটবলের উন্নয়নে ক্লাব কর্মকর্তাদের আরও কাছে চান সালাউদ্দিন। জাতীয় দল নিয়ে ক্লাবগুলোর ভাবনাও জানতে চেয়েছেন তিনি। সালাউদ্দিন ক্লাবগুলোর কাছ থেকেও ‘শিখতে’ চান!
১২ বছর পেশাদার লিগ চলার পরও কেন জাতীয় দলের দুরবস্থা, ক্লাবের সঙ্গে ফেডারেশনের দূরত্ব কেন বাড়ছে—এ সব প্রশ্নের উত্তর খুঁজতেই সালাউদ্দিনের এই বৈঠক। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘উন্নতি করতে হলে দুটো জিনিসের প্রয়োজন, স্বপ্ন আর টাকা। স্বপ্নকে সত্যি করতে হলে দরকার টাকার। আবার স্বপ্ন ছাড়া টাকা মূল্যহীন। আমরা আমাদের লক্ষ্য অনেক আগেই খুঁজে পেয়েছি। এখন দরকার টাকার। সেটা হলেই আমরা ভালো কিছুর আশা করতে পারি।’
করোনা পরিস্থিতি উন্নীত হলে টাকা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। সেই টাকা পেলেই ফুটবলের ‘শতভাগ’ উন্নতি হবে বলে ধারণা সালাউদ্দিনের।
ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের চোখে অনেক বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন তিনি নাকি পূরণ করতে পারছেন না টাকার অভাবে! সালাউদ্দিন তাই হন্যে হয়ে খুঁজছেন টাকা। বড় বাজেট পেলেই পূরণ হবে তাঁর লক্ষ্য, কেটে যাবে ফুটবলের আকাশের মেঘ—এমনই দাবি বাফুফে সভাপতির।
জাতীয় দলের খেলোয়াড়দের অবস্থা জানতে আজ দুপুরে তিন ক্লাবের কোচ-কর্মকর্তাদের ফেডারেশন ভবনে ডেকেছিলেন সালাউদ্দিন। আলোচনার প্রথমভাগে বসুন্ধরা কিংস, আবাহনী ও শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এসব ক্লাবগুলোই মূলত জাতীয় দলের খেলোয়াড় সরবরাহ করে। ফুটবলের উন্নয়নে ক্লাব কর্মকর্তাদের আরও কাছে চান সালাউদ্দিন। জাতীয় দল নিয়ে ক্লাবগুলোর ভাবনাও জানতে চেয়েছেন তিনি। সালাউদ্দিন ক্লাবগুলোর কাছ থেকেও ‘শিখতে’ চান!
১২ বছর পেশাদার লিগ চলার পরও কেন জাতীয় দলের দুরবস্থা, ক্লাবের সঙ্গে ফেডারেশনের দূরত্ব কেন বাড়ছে—এ সব প্রশ্নের উত্তর খুঁজতেই সালাউদ্দিনের এই বৈঠক। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘উন্নতি করতে হলে দুটো জিনিসের প্রয়োজন, স্বপ্ন আর টাকা। স্বপ্নকে সত্যি করতে হলে দরকার টাকার। আবার স্বপ্ন ছাড়া টাকা মূল্যহীন। আমরা আমাদের লক্ষ্য অনেক আগেই খুঁজে পেয়েছি। এখন দরকার টাকার। সেটা হলেই আমরা ভালো কিছুর আশা করতে পারি।’
করোনা পরিস্থিতি উন্নীত হলে টাকা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। সেই টাকা পেলেই ফুটবলের ‘শতভাগ’ উন্নতি হবে বলে ধারণা সালাউদ্দিনের।
রিশাদ হোসেন ইনিংসের পঞ্চম বলে ছক্কা মারতে পারলেন না। তখনই ফাইনাল নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ইনিংসের শেষ বলে হারিস রউফ ডট দিয়ে সারেন আনুষ্ঠানিকতা। বাংলাদেশ ১১ রানে হেরে যাওয়ায় এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ফাইনাল।
২ মিনিট আগেবাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে জাকের আলী অনিক মেরেছেন ৩৮ ছক্কা। চারের সংখ্যা ৩৪। তাহলে তাঁর ছক্কা মারার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার কারণ কী? কারণ, এই ছক্কাগুলোর বেশির ভাগ তিনি মেরেছেন দ্বিপক্ষীয় সিরিজে। কিন্তু মেজর টুর্নামেন্টের সময় যে ছক্কা মারতেই পারেন না ‘ফিনিশার’ তকমা পাওয়া জাকের।
৪০ মিনিট আগেপাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে