প্রিমিয়ার লিগ জয় দূরে থাক। পয়েন্ট তালিকার সেরা চারে জায়গা করে নেওয়াটাও চেলসির জন্য একপ্রকার অসম্ভব। চেলসি একেবারে ২০২৩-২৪ মৌসুমের শেষে এসে হারাল তাদের গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে।
চোটে পড়ে মৌসুমই শেষ হয়ে গেল ফার্নান্দেজের। এবারের প্রিমিয়ার লিগে চেলসি খেলেছে ৩২ ম্যাচ। ব্লুজদের বাকি থাকা ছয় ম্যাচ খেলা হচ্ছে না। চেলসি এক বিবৃতিতে গত রাতে ফার্নান্দেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। ক্লাবটি বলেছে, ‘কুঁচকির সমস্যা নিয়ে অস্ত্রোপচার আজ সফলভাবে সম্পন্ন করেছেন এনজো ফার্নান্দেজ। পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে এখন। চেলসির ২০২৩-২৪ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। ২৩ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকাল বিভাগ কবহ্যামে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।’ কুঁচকির চোটে গত কয়েক সপ্তাহ বেশ ভুগছেন ফার্নান্দেজ। মৌসুম শেষেই শুরু হবে কোপা আমেরিকা। ২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকায়ও আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কত দিনের জন্য ছিটকে গেছেন, তা এখনো জানা যায়নি। দ্য গার্ডিয়ান, সুপারস্পোর্টসহ বেশ কিছু গণমাধ্যম কোপা আমেরিকায় ফার্নান্দেজের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে আসেন ফার্নান্দেজ। ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে কেনে চেলসি। বাংলাদেশি মুদ্রায় তা ১৪৬৮ কোটি ৪৯ লাখ টাকা। চেলসির জার্সিতে ৬২ ম্যাচ খেলে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলে সবশেষ আয়োজিত হয়েছিল কোপা। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশি-নীলরা।
প্রিমিয়ার লিগ জয় দূরে থাক। পয়েন্ট তালিকার সেরা চারে জায়গা করে নেওয়াটাও চেলসির জন্য একপ্রকার অসম্ভব। চেলসি একেবারে ২০২৩-২৪ মৌসুমের শেষে এসে হারাল তাদের গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে।
চোটে পড়ে মৌসুমই শেষ হয়ে গেল ফার্নান্দেজের। এবারের প্রিমিয়ার লিগে চেলসি খেলেছে ৩২ ম্যাচ। ব্লুজদের বাকি থাকা ছয় ম্যাচ খেলা হচ্ছে না। চেলসি এক বিবৃতিতে গত রাতে ফার্নান্দেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। ক্লাবটি বলেছে, ‘কুঁচকির সমস্যা নিয়ে অস্ত্রোপচার আজ সফলভাবে সম্পন্ন করেছেন এনজো ফার্নান্দেজ। পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে এখন। চেলসির ২০২৩-২৪ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। ২৩ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকাল বিভাগ কবহ্যামে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।’ কুঁচকির চোটে গত কয়েক সপ্তাহ বেশ ভুগছেন ফার্নান্দেজ। মৌসুম শেষেই শুরু হবে কোপা আমেরিকা। ২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকায়ও আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কত দিনের জন্য ছিটকে গেছেন, তা এখনো জানা যায়নি। দ্য গার্ডিয়ান, সুপারস্পোর্টসহ বেশ কিছু গণমাধ্যম কোপা আমেরিকায় ফার্নান্দেজের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে আসেন ফার্নান্দেজ। ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে কেনে চেলসি। বাংলাদেশি মুদ্রায় তা ১৪৬৮ কোটি ৪৯ লাখ টাকা। চেলসির জার্সিতে ৬২ ম্যাচ খেলে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলে সবশেষ আয়োজিত হয়েছিল কোপা। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশি-নীলরা।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১৩ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৭ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৮ ঘণ্টা আগে