চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুর দুই ম্যাচে খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। চোট কাটিয়ে এবার ব্রাজিল দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাঁকে রেখে সামনের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ।
দিনিজের ঘোষিত ২৩ সদস্যের দলে কোনো চমক নেই। শুরুর দুই ম্যাচের স্কোয়াডে অবশ্য ছিলেন ভিনিসিয়ুস। চোট পাওয়ায় তাঁর বদলি হিসেবে রাফিনহাকে দলে ডেকেছিল ব্রাজিল। ভিনির ফেরায় বাদ যেতে হয়নি বার্সেলোনা ফরোয়ার্ডকে। দলে জায়গা ধরে রেখেছেন তিনি। তবে জায়গা হয়নি আন্তনির। প্রথম দুই ম্যাচ ডাক পেলেও প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে বাদ পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া গ্যাব্রিয়েল জেসুস এবারও জায়গা ধরে রেখেছেন।
ভিনি-জেসুসদের সঙ্গে আক্রমণভাগে আগে থেকেই আছেন নেইমার, রদ্রিগো, রিচার্লিসনরা। মিডফিল্ডে আছেন কাসেমিরো, ব্রুনো গুইমারেজ। রক্ষণভাগের দায়িত্ব থাকবেন দানিলো, মার্কিনিওস, রেনান লোদি, গ্যাব্রিয়েল ম্যাগালাইসরা। গোলবারের নিচে দুই তারকা আলিসন বেকার ও এদেরসনের সঙ্গে আছেন লুকাস পেরি।
ব্রাজিলের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ভেনেজুয়েলা ও উরুগুয়ে। আগামী ১৩ অক্টোবর নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচ শেষে ১৮ অক্টোবর উরুগুয়ের মাটিতে আতিথেয়তা নেবেন নেইমার-ভিনিসিয়ুসরা। আর শুরুর দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। বলিভিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল তারা। তবে পেরুর বিপক্ষে কষ্টার্জিত ১–০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের স্কোয়াড—
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), মার্কিনিওস (পিএসজি), রেনান লোদি (মার্শেই), ভান্দারসন (মোনাকো), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহাম), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন)।
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুর দুই ম্যাচে খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। চোট কাটিয়ে এবার ব্রাজিল দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাঁকে রেখে সামনের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ।
দিনিজের ঘোষিত ২৩ সদস্যের দলে কোনো চমক নেই। শুরুর দুই ম্যাচের স্কোয়াডে অবশ্য ছিলেন ভিনিসিয়ুস। চোট পাওয়ায় তাঁর বদলি হিসেবে রাফিনহাকে দলে ডেকেছিল ব্রাজিল। ভিনির ফেরায় বাদ যেতে হয়নি বার্সেলোনা ফরোয়ার্ডকে। দলে জায়গা ধরে রেখেছেন তিনি। তবে জায়গা হয়নি আন্তনির। প্রথম দুই ম্যাচ ডাক পেলেও প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে বাদ পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া গ্যাব্রিয়েল জেসুস এবারও জায়গা ধরে রেখেছেন।
ভিনি-জেসুসদের সঙ্গে আক্রমণভাগে আগে থেকেই আছেন নেইমার, রদ্রিগো, রিচার্লিসনরা। মিডফিল্ডে আছেন কাসেমিরো, ব্রুনো গুইমারেজ। রক্ষণভাগের দায়িত্ব থাকবেন দানিলো, মার্কিনিওস, রেনান লোদি, গ্যাব্রিয়েল ম্যাগালাইসরা। গোলবারের নিচে দুই তারকা আলিসন বেকার ও এদেরসনের সঙ্গে আছেন লুকাস পেরি।
ব্রাজিলের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ভেনেজুয়েলা ও উরুগুয়ে। আগামী ১৩ অক্টোবর নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচ শেষে ১৮ অক্টোবর উরুগুয়ের মাটিতে আতিথেয়তা নেবেন নেইমার-ভিনিসিয়ুসরা। আর শুরুর দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। বলিভিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল তারা। তবে পেরুর বিপক্ষে কষ্টার্জিত ১–০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের স্কোয়াড—
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), মার্কিনিওস (পিএসজি), রেনান লোদি (মার্শেই), ভান্দারসন (মোনাকো), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহাম), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন)।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৬ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে