ক্রীড়া ডেস্ক
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে। এবার দুই প্রান্তে প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে রোনালদো, মেসি দুই তারকা ফুটবলারের চোখেমুখে দেখা গেছে হতাশার ছাপ।
রোনালদো, মেসি দুই ফুটবলারকে বিদায় নিতে হয়েছে নকআউট পর্ব থেকে। আল নাসরের বিদায়ঘণ্টা বেজেছে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে। আর ইন্টার মায়ামি বিদায় নিয়েছে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে। ভ্যানকুভার হোয়াইটক্যাপসের সঙ্গে আজ সকালে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাটুকু করতে পারল না মেসির মায়ামি।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আল নাসর ও কাওয়াসাকি। এই ম্যাচে ৩-২ গোলে হেরেছে আল নাসর। যেখানে ম্যাচের ৯৫ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। কাওয়াসাকি গোলরক্ষক লুইস ইয়ামাগুচিকে একা পেয়েও রোনালদো পারেননি গোল করতে। আর শেষ বাঁশি বাজার পর পর্তুগিজ ফরোয়ার্ড ঠায় দাঁড়িয়ে রইলেন বৃত্তের ভেতরে। হতাশ রোনালদো আকাশের দিকে তাকালেন। অধিনায়কের আর্মব্যান্ডট খুলতে খুলতে মাঠ ছাড়ার সময় তাঁর চেহারার দিকে যে কারও খারাপ লাগতে পারে।
Sometimes the dream has to wait. I’m proud of this team and everything we gave on the pitch. 🟡🔵
— Cristiano Ronaldo (@Cristiano) April 30, 2025
Thank you to all the fans who believed in us and stood by us every step of the way. Your support means the world. 🙏 pic.twitter.com/sLP6k4ihrH
ম্যাচ হারের পর সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন রোনালদো। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল নাসর-কাওয়াসাকি সেমিফাইনালের ম্যাচের মুহূর্তের ছবি পোস্ট করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ক্যাপশন দিয়েছেন, ‘স্বপ্নপূরণ হতে কখনো কখনো অপেক্ষা করতে হয়। এই দল (আল নাসর) ও দলের পারফরম্যান্স নিয়ে অনেক গর্ব করি।’
বাংলাদেশ সময় গতকাল রাত সাড়ে ১২টার দিকে রোনালদোর সেই হতাশ চেহারা দেখতে না দেখতেই ফুটবলপ্রেমীরা দুঃসংবাদ পেয়েছেন মেসির হারে। চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মায়ামিকে ৩-১ গোলে হারিয়েছে ভ্যানকুভার হোয়াইটক্যাপস। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হয়েছিল এই ম্যাচ। সেমিতে বিদায়ঘণ্টা বেজে নেওয়ার পর মেসির চোখমুখের দিকে তাকানো কষ্ট হয়ে গিয়েছিল। কারণ, আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল মিলে অসংখ্য শিরোপা জিতলেও দলের বাজে অবস্থায় আবেগতাড়িত এখনো হয়ে থাকেন তিনি।
২৫ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও ভ্যানকুভার হোয়াইটক্যাপস। বিসি প্লেস স্টেডিয়ামে সেই ম্যাচে ভ্যানকুভার জিতেছিল ২-০ গোলে। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৯ মিনিটে জর্দি আলবার গোলে মায়ামি এগিয়ে গিয়েছিল। মেসির পাস প্রথমে রিসিভ করেন লুইস সুয়ারেজ। এরপর সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন আলবা। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করা মায়ামি দ্বিতীয়ার্ধে হজম করেছে ৩ গোল। দুই লেগ মিলে ৫-১ গোলের জয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠল ভ্যানকুভার।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে। এবার দুই প্রান্তে প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে রোনালদো, মেসি দুই তারকা ফুটবলারের চোখেমুখে দেখা গেছে হতাশার ছাপ।
রোনালদো, মেসি দুই ফুটবলারকে বিদায় নিতে হয়েছে নকআউট পর্ব থেকে। আল নাসরের বিদায়ঘণ্টা বেজেছে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে। আর ইন্টার মায়ামি বিদায় নিয়েছে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে। ভ্যানকুভার হোয়াইটক্যাপসের সঙ্গে আজ সকালে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাটুকু করতে পারল না মেসির মায়ামি।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আল নাসর ও কাওয়াসাকি। এই ম্যাচে ৩-২ গোলে হেরেছে আল নাসর। যেখানে ম্যাচের ৯৫ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। কাওয়াসাকি গোলরক্ষক লুইস ইয়ামাগুচিকে একা পেয়েও রোনালদো পারেননি গোল করতে। আর শেষ বাঁশি বাজার পর পর্তুগিজ ফরোয়ার্ড ঠায় দাঁড়িয়ে রইলেন বৃত্তের ভেতরে। হতাশ রোনালদো আকাশের দিকে তাকালেন। অধিনায়কের আর্মব্যান্ডট খুলতে খুলতে মাঠ ছাড়ার সময় তাঁর চেহারার দিকে যে কারও খারাপ লাগতে পারে।
Sometimes the dream has to wait. I’m proud of this team and everything we gave on the pitch. 🟡🔵
— Cristiano Ronaldo (@Cristiano) April 30, 2025
Thank you to all the fans who believed in us and stood by us every step of the way. Your support means the world. 🙏 pic.twitter.com/sLP6k4ihrH
ম্যাচ হারের পর সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন রোনালদো। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল নাসর-কাওয়াসাকি সেমিফাইনালের ম্যাচের মুহূর্তের ছবি পোস্ট করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ক্যাপশন দিয়েছেন, ‘স্বপ্নপূরণ হতে কখনো কখনো অপেক্ষা করতে হয়। এই দল (আল নাসর) ও দলের পারফরম্যান্স নিয়ে অনেক গর্ব করি।’
বাংলাদেশ সময় গতকাল রাত সাড়ে ১২টার দিকে রোনালদোর সেই হতাশ চেহারা দেখতে না দেখতেই ফুটবলপ্রেমীরা দুঃসংবাদ পেয়েছেন মেসির হারে। চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মায়ামিকে ৩-১ গোলে হারিয়েছে ভ্যানকুভার হোয়াইটক্যাপস। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হয়েছিল এই ম্যাচ। সেমিতে বিদায়ঘণ্টা বেজে নেওয়ার পর মেসির চোখমুখের দিকে তাকানো কষ্ট হয়ে গিয়েছিল। কারণ, আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল মিলে অসংখ্য শিরোপা জিতলেও দলের বাজে অবস্থায় আবেগতাড়িত এখনো হয়ে থাকেন তিনি।
২৫ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও ভ্যানকুভার হোয়াইটক্যাপস। বিসি প্লেস স্টেডিয়ামে সেই ম্যাচে ভ্যানকুভার জিতেছিল ২-০ গোলে। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৯ মিনিটে জর্দি আলবার গোলে মায়ামি এগিয়ে গিয়েছিল। মেসির পাস প্রথমে রিসিভ করেন লুইস সুয়ারেজ। এরপর সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন আলবা। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করা মায়ামি দ্বিতীয়ার্ধে হজম করেছে ৩ গোল। দুই লেগ মিলে ৫-১ গোলের জয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠল ভ্যানকুভার।
গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
২৮ মিনিট আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
৩৯ মিনিট আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েকে ডাকুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে—বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়ে অনেকেই মজা করে এমনটা বলেন। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির এক মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি গতকাল শেষ হয়েছে ১-১ সমতায়।
২ ঘণ্টা আগে