বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে থিয়াগো সিলভা এখনো লড়ে যাচ্ছেন মাঠে। তরুণদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পথে অনেক কীর্তিও গড়ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গতকাল চেলসির হয়ে তেমনি এক কীর্তি গড়েছেন তিনি।
২০১৪ সালের পর লিগ কাপের সেমিফাইনালে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন সিলভা। ৩৯ বছর ১০৯ দিনের কীর্তি গড়েছেন তিনি। দ্বিতীয় লেগের দিন সময়টা আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪০ বছর ৩৯ দিনে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি রয়েছে রায়ান গিগসের অধীনে। ২০১৪ সালে রেকর্ডটি গড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি মিডফিল্ডার।
কীর্তির রাতটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি সিলভা। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল মিডলসবরোর কাছে চেলসি ১–০ গোলে হেরে যাওয়ায়। লিগ কাপে ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো নিচু স্তরের দলের কাছে হারল ব্লুজরা। সর্বশেষ হারটি ছিল হাডার্সফিল্ডের বিপক্ষে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু স্তরের কাছে প্রথম হার।
মৌসুম শুরুর পর সব মিলিয়ে ৩১তম হার দেখেছে চেলসি, যা ইংলিশ কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ হার। ৩২ হারে যৌথভাবে শীর্ষে আছে বোর্নমাউথ ও নটিংহাম ফরেস্ট। ২১ হারই প্রতিপক্ষের মাঠে, যা প্রতিপক্ষের মাঠে ইংলিশ ক্লাবের হয়ে সর্বোচ্চ।
ম্যাচ হারার পর স্বাভাবিকভাবে হতাশ হলেও কোনো অজুহাত দেখাননি মরিসিও পচেত্তিনো। নিজেদের ভুলটাই স্বীকার করে নিয়েছেন চেলসি কোচ। তবে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে চান, ‘অবশ্যই আমরা হতাশ। আমরা কিছু ভুল করেছি এবং এর শাস্তি পেয়েছি। অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু করতে পারিনি। এটাই ফুটবল। তবে স্ট্যামফোর্ড ব্রিজে আমাদের হাতে আরও ৯০ মিনিট রয়েছে। আমাদের ইতিবাচক থাকতে হবে।’
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে থিয়াগো সিলভা এখনো লড়ে যাচ্ছেন মাঠে। তরুণদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পথে অনেক কীর্তিও গড়ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গতকাল চেলসির হয়ে তেমনি এক কীর্তি গড়েছেন তিনি।
২০১৪ সালের পর লিগ কাপের সেমিফাইনালে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন সিলভা। ৩৯ বছর ১০৯ দিনের কীর্তি গড়েছেন তিনি। দ্বিতীয় লেগের দিন সময়টা আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪০ বছর ৩৯ দিনে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি রয়েছে রায়ান গিগসের অধীনে। ২০১৪ সালে রেকর্ডটি গড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি মিডফিল্ডার।
কীর্তির রাতটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি সিলভা। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল মিডলসবরোর কাছে চেলসি ১–০ গোলে হেরে যাওয়ায়। লিগ কাপে ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো নিচু স্তরের দলের কাছে হারল ব্লুজরা। সর্বশেষ হারটি ছিল হাডার্সফিল্ডের বিপক্ষে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু স্তরের কাছে প্রথম হার।
মৌসুম শুরুর পর সব মিলিয়ে ৩১তম হার দেখেছে চেলসি, যা ইংলিশ কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ হার। ৩২ হারে যৌথভাবে শীর্ষে আছে বোর্নমাউথ ও নটিংহাম ফরেস্ট। ২১ হারই প্রতিপক্ষের মাঠে, যা প্রতিপক্ষের মাঠে ইংলিশ ক্লাবের হয়ে সর্বোচ্চ।
ম্যাচ হারার পর স্বাভাবিকভাবে হতাশ হলেও কোনো অজুহাত দেখাননি মরিসিও পচেত্তিনো। নিজেদের ভুলটাই স্বীকার করে নিয়েছেন চেলসি কোচ। তবে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে চান, ‘অবশ্যই আমরা হতাশ। আমরা কিছু ভুল করেছি এবং এর শাস্তি পেয়েছি। অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু করতে পারিনি। এটাই ফুটবল। তবে স্ট্যামফোর্ড ব্রিজে আমাদের হাতে আরও ৯০ মিনিট রয়েছে। আমাদের ইতিবাচক থাকতে হবে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে