রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গতকাল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে চেলসি। টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে বিদায় নিল তারা। শেষবারও এই রাউন্ডে স্প্যানিশ ক্লাবের কাছেই হেরেছিল ব্লুজরা।
চেলসির এমন বিদায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দিদিয়ের দ্রগবা। তাঁর মতে, এই চেলসিকে চেনেন না তিনি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম কানাল প্লাসকে এমনটিই জানিয়েছেন ক্লাবটির কিংবদন্তি।
দ্রগবা বলেছেন, ‘আমার ক্লাবকে চিনতে পারছি না। এটি আমাদের রেখে যাওয়া ক্লাব নয়। নতুন মালিকের নতুন লক্ষ্য রয়েছে। অবশ্যই রোমান আব্রামোভিচের যুগের সঙ্গে তুলনা করতে চেষ্টা করি। তখন যথেষ্ট খেলোয়াড় আনা হয়েছিল, আর সিদ্ধান্তগুলো খুব বুদ্ধিমান ছিল।’
শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়, এই মৌসুমে সব প্রতিযোগিতায় বাজে ফর্মে রয়েছে চেলসি। এমন ফলের জন্য অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব দেখছেন ২০১২ সালে প্রথমবারের মতো চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক দ্রগবা। তিনি বলেছেন, ‘পিওর চেক, আন্দ্রে শেভচেংকো, হারম্যান ক্রেসপো, মাইকেল এসিয়েন, ফ্লোরেন্ট মলুদা এবং আমি দলকে এগিয়ে নিচ্ছিলাম। শিরোপা জেতার জন্য এমনটি করা হয়েছিল। সবার কিছু অভিজ্ঞতা ছিল। তবে এখনকার কৌশল ভিন্ন, আমরা তরুণদের ওপর বাজি ধরি। তবে ড্রেসিংরুমে ৩০ জনের বেশি খেলোয়াড় থাকা ম্যানেজারের জন্য কঠিন।’
চেলসিতে এখন কোনো জাদুকরী নেতা নেই বলেও মনে করেন দ্রগবা। আইভরিকোস্টের কিংবদন্তির মতে, দলকে এগিয়ে নেওয়ার মতো কোনো ভালো খেলোয়াড় নেই। তিনি বলেছেন, ‘আপনার এমন খেলোয়াড় প্রয়োজন, যারা দলকে এগিয়ে নিতে জানে, দায়িত্ব নিতে পারে। এমন খেলোয়াড় দরকার, যে স্টেডিয়ামে উন্মাদনা তৈরি করতে পারে।’
রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গতকাল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে চেলসি। টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে বিদায় নিল তারা। শেষবারও এই রাউন্ডে স্প্যানিশ ক্লাবের কাছেই হেরেছিল ব্লুজরা।
চেলসির এমন বিদায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দিদিয়ের দ্রগবা। তাঁর মতে, এই চেলসিকে চেনেন না তিনি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম কানাল প্লাসকে এমনটিই জানিয়েছেন ক্লাবটির কিংবদন্তি।
দ্রগবা বলেছেন, ‘আমার ক্লাবকে চিনতে পারছি না। এটি আমাদের রেখে যাওয়া ক্লাব নয়। নতুন মালিকের নতুন লক্ষ্য রয়েছে। অবশ্যই রোমান আব্রামোভিচের যুগের সঙ্গে তুলনা করতে চেষ্টা করি। তখন যথেষ্ট খেলোয়াড় আনা হয়েছিল, আর সিদ্ধান্তগুলো খুব বুদ্ধিমান ছিল।’
শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়, এই মৌসুমে সব প্রতিযোগিতায় বাজে ফর্মে রয়েছে চেলসি। এমন ফলের জন্য অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব দেখছেন ২০১২ সালে প্রথমবারের মতো চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক দ্রগবা। তিনি বলেছেন, ‘পিওর চেক, আন্দ্রে শেভচেংকো, হারম্যান ক্রেসপো, মাইকেল এসিয়েন, ফ্লোরেন্ট মলুদা এবং আমি দলকে এগিয়ে নিচ্ছিলাম। শিরোপা জেতার জন্য এমনটি করা হয়েছিল। সবার কিছু অভিজ্ঞতা ছিল। তবে এখনকার কৌশল ভিন্ন, আমরা তরুণদের ওপর বাজি ধরি। তবে ড্রেসিংরুমে ৩০ জনের বেশি খেলোয়াড় থাকা ম্যানেজারের জন্য কঠিন।’
চেলসিতে এখন কোনো জাদুকরী নেতা নেই বলেও মনে করেন দ্রগবা। আইভরিকোস্টের কিংবদন্তির মতে, দলকে এগিয়ে নেওয়ার মতো কোনো ভালো খেলোয়াড় নেই। তিনি বলেছেন, ‘আপনার এমন খেলোয়াড় প্রয়োজন, যারা দলকে এগিয়ে নিতে জানে, দায়িত্ব নিতে পারে। এমন খেলোয়াড় দরকার, যে স্টেডিয়ামে উন্মাদনা তৈরি করতে পারে।’
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে