রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গতকাল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে চেলসি। টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে বিদায় নিল তারা। শেষবারও এই রাউন্ডে স্প্যানিশ ক্লাবের কাছেই হেরেছিল ব্লুজরা।
চেলসির এমন বিদায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দিদিয়ের দ্রগবা। তাঁর মতে, এই চেলসিকে চেনেন না তিনি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম কানাল প্লাসকে এমনটিই জানিয়েছেন ক্লাবটির কিংবদন্তি।
দ্রগবা বলেছেন, ‘আমার ক্লাবকে চিনতে পারছি না। এটি আমাদের রেখে যাওয়া ক্লাব নয়। নতুন মালিকের নতুন লক্ষ্য রয়েছে। অবশ্যই রোমান আব্রামোভিচের যুগের সঙ্গে তুলনা করতে চেষ্টা করি। তখন যথেষ্ট খেলোয়াড় আনা হয়েছিল, আর সিদ্ধান্তগুলো খুব বুদ্ধিমান ছিল।’
শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়, এই মৌসুমে সব প্রতিযোগিতায় বাজে ফর্মে রয়েছে চেলসি। এমন ফলের জন্য অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব দেখছেন ২০১২ সালে প্রথমবারের মতো চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক দ্রগবা। তিনি বলেছেন, ‘পিওর চেক, আন্দ্রে শেভচেংকো, হারম্যান ক্রেসপো, মাইকেল এসিয়েন, ফ্লোরেন্ট মলুদা এবং আমি দলকে এগিয়ে নিচ্ছিলাম। শিরোপা জেতার জন্য এমনটি করা হয়েছিল। সবার কিছু অভিজ্ঞতা ছিল। তবে এখনকার কৌশল ভিন্ন, আমরা তরুণদের ওপর বাজি ধরি। তবে ড্রেসিংরুমে ৩০ জনের বেশি খেলোয়াড় থাকা ম্যানেজারের জন্য কঠিন।’
চেলসিতে এখন কোনো জাদুকরী নেতা নেই বলেও মনে করেন দ্রগবা। আইভরিকোস্টের কিংবদন্তির মতে, দলকে এগিয়ে নেওয়ার মতো কোনো ভালো খেলোয়াড় নেই। তিনি বলেছেন, ‘আপনার এমন খেলোয়াড় প্রয়োজন, যারা দলকে এগিয়ে নিতে জানে, দায়িত্ব নিতে পারে। এমন খেলোয়াড় দরকার, যে স্টেডিয়ামে উন্মাদনা তৈরি করতে পারে।’
রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গতকাল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে চেলসি। টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে বিদায় নিল তারা। শেষবারও এই রাউন্ডে স্প্যানিশ ক্লাবের কাছেই হেরেছিল ব্লুজরা।
চেলসির এমন বিদায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দিদিয়ের দ্রগবা। তাঁর মতে, এই চেলসিকে চেনেন না তিনি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম কানাল প্লাসকে এমনটিই জানিয়েছেন ক্লাবটির কিংবদন্তি।
দ্রগবা বলেছেন, ‘আমার ক্লাবকে চিনতে পারছি না। এটি আমাদের রেখে যাওয়া ক্লাব নয়। নতুন মালিকের নতুন লক্ষ্য রয়েছে। অবশ্যই রোমান আব্রামোভিচের যুগের সঙ্গে তুলনা করতে চেষ্টা করি। তখন যথেষ্ট খেলোয়াড় আনা হয়েছিল, আর সিদ্ধান্তগুলো খুব বুদ্ধিমান ছিল।’
শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়, এই মৌসুমে সব প্রতিযোগিতায় বাজে ফর্মে রয়েছে চেলসি। এমন ফলের জন্য অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব দেখছেন ২০১২ সালে প্রথমবারের মতো চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক দ্রগবা। তিনি বলেছেন, ‘পিওর চেক, আন্দ্রে শেভচেংকো, হারম্যান ক্রেসপো, মাইকেল এসিয়েন, ফ্লোরেন্ট মলুদা এবং আমি দলকে এগিয়ে নিচ্ছিলাম। শিরোপা জেতার জন্য এমনটি করা হয়েছিল। সবার কিছু অভিজ্ঞতা ছিল। তবে এখনকার কৌশল ভিন্ন, আমরা তরুণদের ওপর বাজি ধরি। তবে ড্রেসিংরুমে ৩০ জনের বেশি খেলোয়াড় থাকা ম্যানেজারের জন্য কঠিন।’
চেলসিতে এখন কোনো জাদুকরী নেতা নেই বলেও মনে করেন দ্রগবা। আইভরিকোস্টের কিংবদন্তির মতে, দলকে এগিয়ে নেওয়ার মতো কোনো ভালো খেলোয়াড় নেই। তিনি বলেছেন, ‘আপনার এমন খেলোয়াড় প্রয়োজন, যারা দলকে এগিয়ে নিতে জানে, দায়িত্ব নিতে পারে। এমন খেলোয়াড় দরকার, যে স্টেডিয়ামে উন্মাদনা তৈরি করতে পারে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে