চলতি মৌসুমে ভালো সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে জেতাচ্ছেন একের পর এক ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও তিনি পাচ্ছেন। ক্লাবটি থেকে তিনি পান প্রায় ২৫০ কোটি টাকা বেতন।
মেজর লিগ সকার (এমএলএস) প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ডেটা অনুসারে জানিয়েছে, মেসি এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তিনি আয় করেন ২০.৪৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২৩৯ কোটি ৬৬ লাখ টাকা। এই অঙ্কটা হচ্ছে মেসি অনেক সময় যে ক্ষতিপূরণ পান তার একটা অংশ। পাশাপাশি অ্যাডিডাসের সঙ্গে স্পনসরচিপ চুক্তি, এমএলএসের সম্প্রচারক সংস্থা অ্যাপলের থেকে রাজস্ব শেয়ার করাসহ বিভিন্ন ক্ষেত্রে আয়ও করেন তিনি। বেতনটা ধরা হয়েছে এমএলএসপিএ’র ২০২৪ সালের ২৫ এপ্রিল পর্যন্ত হিসেব থেকে।
মেসির পরে দুইয়ে আছেন লরেনসো ইনসাইনি। তাঁরআয় করেন ১৫.৪৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি ১৮১ কোটি টাকা)। এমএলএসে তিনি খেলেন টরোন্টো এফসির হয়ে। তিনে আছেন মেসির এমএলএস সতীর্থ সার্জিও বুসকেতস। বুসকেতসের আয় ১০২ কোটি ৭৮ লাখ টাকা।
এমএলএসের শিকাগো ফায়ারে ২০২২ সালে যোগ দিয়েছেন জার্দান শাকিরি। ২০২৩ সালে তিনিই ছিলেন এমএলএসের সর্বোচ্চ আয় করা ফুটবলার। সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার এখন আছেন চার নম্বরে। তার আয় ৯৫ কোটি ৫১ লাখ টাকা। পাঁচে থাকা সেবাস্তিয়ান দ্রিউসির আয় ৭৮ কোটি ৭৫ লাখ লাখ টাকা। দ্রিউসি খেলেন অস্টিন এফসিতে।
মায়ামির ওয়েজ বিলের ৭০ শতাংশ পান মেসি ও বুসকেতস মিলে। বার্সেলোনার সাবেক দুই ফুটবলারের সম্মিলিত বেতন ৩৪২ কোটি ৪৪ লাখ টাকা। মায়ামির মোট আয় ৪১.৬৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪৮৮ কোটি ৪৬ লাখ টাকা। ৩১.৪১ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৩৬৮ কোটি ১০ লাখ টাকা) নিয়ে দুইয়ে আছে টরোন্টো। তিন, চার ও পাঁচে থাকা শিকাগো, ন্যাশভিল ও এফসি সিনসিনাটির আয় ২৯৪ কোটি ৫১ লাখ, ২৫০ কোটি ৭৯ লাখ ও ২১৯ কোটি ২৭ লাখ টাকা।
মেজর লিগ সকারে (এমএলএস) বছরে সর্বোচ্চ বেতন পাওয়া পাঁচ ফুটবলার
ক্লাব আয় (বাংলাদেশি টাকা)
লিওনেল মেসি ইন্টার মায়ামি ২৩৯ কোটি ৬৬ লাখ
লরেঞ্জো ইনসাইনি টরোন্টো এফসি ১৮১ কোটি
সার্জিও বুসকেটস ইন্টার মায়ামি ১০২ কোটি ৭৮ লাখ
জার্দান শাকিরি শিকাগো ফায়ার ৯৫ কোটি ৫১ লাখ
সেবাস্তিয়ান দ্রিউসি অস্টিন এফসি ৭৮ কোটি ৭৫ লাখ
চলতি মৌসুমে ভালো সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে জেতাচ্ছেন একের পর এক ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও তিনি পাচ্ছেন। ক্লাবটি থেকে তিনি পান প্রায় ২৫০ কোটি টাকা বেতন।
মেজর লিগ সকার (এমএলএস) প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ডেটা অনুসারে জানিয়েছে, মেসি এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তিনি আয় করেন ২০.৪৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২৩৯ কোটি ৬৬ লাখ টাকা। এই অঙ্কটা হচ্ছে মেসি অনেক সময় যে ক্ষতিপূরণ পান তার একটা অংশ। পাশাপাশি অ্যাডিডাসের সঙ্গে স্পনসরচিপ চুক্তি, এমএলএসের সম্প্রচারক সংস্থা অ্যাপলের থেকে রাজস্ব শেয়ার করাসহ বিভিন্ন ক্ষেত্রে আয়ও করেন তিনি। বেতনটা ধরা হয়েছে এমএলএসপিএ’র ২০২৪ সালের ২৫ এপ্রিল পর্যন্ত হিসেব থেকে।
মেসির পরে দুইয়ে আছেন লরেনসো ইনসাইনি। তাঁরআয় করেন ১৫.৪৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি ১৮১ কোটি টাকা)। এমএলএসে তিনি খেলেন টরোন্টো এফসির হয়ে। তিনে আছেন মেসির এমএলএস সতীর্থ সার্জিও বুসকেতস। বুসকেতসের আয় ১০২ কোটি ৭৮ লাখ টাকা।
এমএলএসের শিকাগো ফায়ারে ২০২২ সালে যোগ দিয়েছেন জার্দান শাকিরি। ২০২৩ সালে তিনিই ছিলেন এমএলএসের সর্বোচ্চ আয় করা ফুটবলার। সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার এখন আছেন চার নম্বরে। তার আয় ৯৫ কোটি ৫১ লাখ টাকা। পাঁচে থাকা সেবাস্তিয়ান দ্রিউসির আয় ৭৮ কোটি ৭৫ লাখ লাখ টাকা। দ্রিউসি খেলেন অস্টিন এফসিতে।
মায়ামির ওয়েজ বিলের ৭০ শতাংশ পান মেসি ও বুসকেতস মিলে। বার্সেলোনার সাবেক দুই ফুটবলারের সম্মিলিত বেতন ৩৪২ কোটি ৪৪ লাখ টাকা। মায়ামির মোট আয় ৪১.৬৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪৮৮ কোটি ৪৬ লাখ টাকা। ৩১.৪১ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৩৬৮ কোটি ১০ লাখ টাকা) নিয়ে দুইয়ে আছে টরোন্টো। তিন, চার ও পাঁচে থাকা শিকাগো, ন্যাশভিল ও এফসি সিনসিনাটির আয় ২৯৪ কোটি ৫১ লাখ, ২৫০ কোটি ৭৯ লাখ ও ২১৯ কোটি ২৭ লাখ টাকা।
মেজর লিগ সকারে (এমএলএস) বছরে সর্বোচ্চ বেতন পাওয়া পাঁচ ফুটবলার
ক্লাব আয় (বাংলাদেশি টাকা)
লিওনেল মেসি ইন্টার মায়ামি ২৩৯ কোটি ৬৬ লাখ
লরেঞ্জো ইনসাইনি টরোন্টো এফসি ১৮১ কোটি
সার্জিও বুসকেটস ইন্টার মায়ামি ১০২ কোটি ৭৮ লাখ
জার্দান শাকিরি শিকাগো ফায়ার ৯৫ কোটি ৫১ লাখ
সেবাস্তিয়ান দ্রিউসি অস্টিন এফসি ৭৮ কোটি ৭৫ লাখ
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে