নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিকেল গড়িয়ে সন্ধ্যা, এরপর রাত। বৃষ্টি উপেক্ষা করেও টিকিটের দাবিতে বাফুফে ভবনের সামনে অবস্থান করছে দেশের অন্যতম বড় সমর্থকগোষ্ঠী বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। দাবি আদায় না হওয়ার আগপর্যন্ত অটল থাকছে তারা।
বাফুফে ভবনের মূল ফটকে বিকেলেই হাজির হন আল্ট্রাসের ১৮-২০ জন সদস্য। তাঁদের কারও কারও হাতে প্ল্যাকার্ডে লেখা—‘টিকিট চাই বাফুফে’, ‘টিকিট কোথায়’, ‘নো আলট্রাস, নো ফুটবল।’
প্রায় মাসখানেক আগে টিকিট কেনার জন্য বাফুফেকে চিঠি পাঠালেও কোনো নিশ্চয়তা পায়নি আল্ট্রাস। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ ঘিরে তাদের চাওয়া ছিল ৩ হাজার টিকিট। কিন্তু বাফুফে ১০০ টিকিট দিতে সম্মত হতো। তবে গতকাল বাফুফের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে আল্ট্রাস। তবে দাবি পুরোপুরি আদায় না হওয়ার আগপর্যন্ত বাফুফে ভবন ছাড়তে রাজি নয় তারা। আল্ট্রাসের সদস্য ইয়াসিন মোল্লা বলেন, ‘বাফুফে থেকে আমাদের ম্যাচ নিবন্ধনের তালিকা চাওয়া হয়েছে। আমরা সেটি দিয়েছি। তারা আমাদের ইতিবাচক থাকার বার্তা দিয়েছে। কিন্তু সেই ইতিবাচক বার্তা এর আগেও আমরা পেয়েছি, নিশ্চয়তা পাইনি। আমরা নিশ্চয়তা না পাওয়া ছাড়া নড়ব না।’
সাধারণ দর্শকদের জন্য অনলাইনে ১৮ হাজার টিকিট ছেড়েছিল বাফুফে। কিন্তু আল্ট্রাস বাফুফে থেকে আলাদাভাবে টিকিট চেয়েছিল। সে জন্য অনলাইনে কেনার চেষ্টা করেনি তারা। সেভ বাংলাদেশ ফুটবলসহ আরও কয়েকটি সমর্থক গ্রুপও টিকিটের জন্য হাহাকার করছে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা, এরপর রাত। বৃষ্টি উপেক্ষা করেও টিকিটের দাবিতে বাফুফে ভবনের সামনে অবস্থান করছে দেশের অন্যতম বড় সমর্থকগোষ্ঠী বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। দাবি আদায় না হওয়ার আগপর্যন্ত অটল থাকছে তারা।
বাফুফে ভবনের মূল ফটকে বিকেলেই হাজির হন আল্ট্রাসের ১৮-২০ জন সদস্য। তাঁদের কারও কারও হাতে প্ল্যাকার্ডে লেখা—‘টিকিট চাই বাফুফে’, ‘টিকিট কোথায়’, ‘নো আলট্রাস, নো ফুটবল।’
প্রায় মাসখানেক আগে টিকিট কেনার জন্য বাফুফেকে চিঠি পাঠালেও কোনো নিশ্চয়তা পায়নি আল্ট্রাস। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ ঘিরে তাদের চাওয়া ছিল ৩ হাজার টিকিট। কিন্তু বাফুফে ১০০ টিকিট দিতে সম্মত হতো। তবে গতকাল বাফুফের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে আল্ট্রাস। তবে দাবি পুরোপুরি আদায় না হওয়ার আগপর্যন্ত বাফুফে ভবন ছাড়তে রাজি নয় তারা। আল্ট্রাসের সদস্য ইয়াসিন মোল্লা বলেন, ‘বাফুফে থেকে আমাদের ম্যাচ নিবন্ধনের তালিকা চাওয়া হয়েছে। আমরা সেটি দিয়েছি। তারা আমাদের ইতিবাচক থাকার বার্তা দিয়েছে। কিন্তু সেই ইতিবাচক বার্তা এর আগেও আমরা পেয়েছি, নিশ্চয়তা পাইনি। আমরা নিশ্চয়তা না পাওয়া ছাড়া নড়ব না।’
সাধারণ দর্শকদের জন্য অনলাইনে ১৮ হাজার টিকিট ছেড়েছিল বাফুফে। কিন্তু আল্ট্রাস বাফুফে থেকে আলাদাভাবে টিকিট চেয়েছিল। সে জন্য অনলাইনে কেনার চেষ্টা করেনি তারা। সেভ বাংলাদেশ ফুটবলসহ আরও কয়েকটি সমর্থক গ্রুপও টিকিটের জন্য হাহাকার করছে।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৮ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে