নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিকেল গড়িয়ে সন্ধ্যা, এরপর রাত। বৃষ্টি উপেক্ষা করেও টিকিটের দাবিতে বাফুফে ভবনের সামনে অবস্থান করছে দেশের অন্যতম বড় সমর্থকগোষ্ঠী বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। দাবি আদায় না হওয়ার আগপর্যন্ত অটল থাকছে তারা।
বাফুফে ভবনের মূল ফটকে বিকেলেই হাজির হন আল্ট্রাসের ১৮-২০ জন সদস্য। তাঁদের কারও কারও হাতে প্ল্যাকার্ডে লেখা—‘টিকিট চাই বাফুফে’, ‘টিকিট কোথায়’, ‘নো আলট্রাস, নো ফুটবল।’
প্রায় মাসখানেক আগে টিকিট কেনার জন্য বাফুফেকে চিঠি পাঠালেও কোনো নিশ্চয়তা পায়নি আল্ট্রাস। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ ঘিরে তাদের চাওয়া ছিল ৩ হাজার টিকিট। কিন্তু বাফুফে ১০০ টিকিট দিতে সম্মত হতো। তবে গতকাল বাফুফের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে আল্ট্রাস। তবে দাবি পুরোপুরি আদায় না হওয়ার আগপর্যন্ত বাফুফে ভবন ছাড়তে রাজি নয় তারা। আল্ট্রাসের সদস্য ইয়াসিন মোল্লা বলেন, ‘বাফুফে থেকে আমাদের ম্যাচ নিবন্ধনের তালিকা চাওয়া হয়েছে। আমরা সেটি দিয়েছি। তারা আমাদের ইতিবাচক থাকার বার্তা দিয়েছে। কিন্তু সেই ইতিবাচক বার্তা এর আগেও আমরা পেয়েছি, নিশ্চয়তা পাইনি। আমরা নিশ্চয়তা না পাওয়া ছাড়া নড়ব না।’
সাধারণ দর্শকদের জন্য অনলাইনে ১৮ হাজার টিকিট ছেড়েছিল বাফুফে। কিন্তু আল্ট্রাস বাফুফে থেকে আলাদাভাবে টিকিট চেয়েছিল। সে জন্য অনলাইনে কেনার চেষ্টা করেনি তারা। সেভ বাংলাদেশ ফুটবলসহ আরও কয়েকটি সমর্থক গ্রুপও টিকিটের জন্য হাহাকার করছে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা, এরপর রাত। বৃষ্টি উপেক্ষা করেও টিকিটের দাবিতে বাফুফে ভবনের সামনে অবস্থান করছে দেশের অন্যতম বড় সমর্থকগোষ্ঠী বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। দাবি আদায় না হওয়ার আগপর্যন্ত অটল থাকছে তারা।
বাফুফে ভবনের মূল ফটকে বিকেলেই হাজির হন আল্ট্রাসের ১৮-২০ জন সদস্য। তাঁদের কারও কারও হাতে প্ল্যাকার্ডে লেখা—‘টিকিট চাই বাফুফে’, ‘টিকিট কোথায়’, ‘নো আলট্রাস, নো ফুটবল।’
প্রায় মাসখানেক আগে টিকিট কেনার জন্য বাফুফেকে চিঠি পাঠালেও কোনো নিশ্চয়তা পায়নি আল্ট্রাস। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ ঘিরে তাদের চাওয়া ছিল ৩ হাজার টিকিট। কিন্তু বাফুফে ১০০ টিকিট দিতে সম্মত হতো। তবে গতকাল বাফুফের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে আল্ট্রাস। তবে দাবি পুরোপুরি আদায় না হওয়ার আগপর্যন্ত বাফুফে ভবন ছাড়তে রাজি নয় তারা। আল্ট্রাসের সদস্য ইয়াসিন মোল্লা বলেন, ‘বাফুফে থেকে আমাদের ম্যাচ নিবন্ধনের তালিকা চাওয়া হয়েছে। আমরা সেটি দিয়েছি। তারা আমাদের ইতিবাচক থাকার বার্তা দিয়েছে। কিন্তু সেই ইতিবাচক বার্তা এর আগেও আমরা পেয়েছি, নিশ্চয়তা পাইনি। আমরা নিশ্চয়তা না পাওয়া ছাড়া নড়ব না।’
সাধারণ দর্শকদের জন্য অনলাইনে ১৮ হাজার টিকিট ছেড়েছিল বাফুফে। কিন্তু আল্ট্রাস বাফুফে থেকে আলাদাভাবে টিকিট চেয়েছিল। সে জন্য অনলাইনে কেনার চেষ্টা করেনি তারা। সেভ বাংলাদেশ ফুটবলসহ আরও কয়েকটি সমর্থক গ্রুপও টিকিটের জন্য হাহাকার করছে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৩৩ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে