Ajker Patrika

এখনই বুটজোড়া তুলে রাখছেন না দি মারিয়া

এখনই বুটজোড়া তুলে রাখছেন না দি মারিয়া

লিওনেল মেসির পথেই হাঁটছেন আনহেল দি মারিয়া। দুই আর্জেন্টাইন তারকাই বিশ্বকাপের আগে জানিয়েছিলেন টুর্নামেন্টে শেষে অবসর নেবেন তাঁরা। বিশ্বকাপ জয়ের পর নিজের সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন মেসি। 

এবার দি মারিয়াও নিজের মত পাল্টিয়েছেন। এখনই বুটজোড়া তুলে রাখছেন না তিনি। আর্জেন্টিনার হয়ে তিনি আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। 

সামাজিক মাধ্যমে সংবাদমাধ্যমটির প্রতিবেদক গাস্তন এদুল জানিয়েছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন আনহেল দি মারিয়া। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে এটা নিশ্চিত মার্চ পর্যন্ত তাকে দেখা যাবে। চ্যাম্পিয়ন হিসেবে খেলাটা উপভোগ করতে চান তিনি।’ 

নতুনদের সুযোগ দেওয়ার জন্যই বিশ্বকাপ শেষে অবসর নিতে চেয়েছিলেন দি মারিয়া। ৩৬ বছর পর দেশকে শিরোপা এনে দেওয়ার পর এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে। এমনটিই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। 

২০০৯ সালে ডিয়েগো ম্যারাডোনার অধীনে অভিষেক হয় দি মারিয়ার। এখন পর্যন্ত ১২৯ ম্যাচে ২৮ গোল ও ২৯ অ্যাসিস্ট করেছেন তিনি। অধরা বিশ্বকাপ স্বপ্নপূরণের সঙ্গে দেশের হয়ে ২০০৮ অলিম্পিক, ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফাইনালিসিমা জিতেছেন ৩৪ বছর বয়সী জুভেন্টাস তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত