ক্রীড়া ডেস্ক
সৌদি আরবে কত দিন ক্রিস্টিয়ানো রোনালদো থাকছেন—এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে অনেক বেশি। কারণ, আল নাসরের সঙ্গে পুরোনো চুক্তির মেয়াদও আর বেশি দিন নেই। আর গত রাতে সামাজিকমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়ে ব্যাপারটা আরও ঘনীভূত করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
আল ফতেহ ক্লাব স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসরকে ৩-২ গোলে হারিয়েছে আল ফতেহ। ম্যাচ শেষের পরই রোনালদোর সামাজিক মাধ্যমে সেই রহস্যময় পোস্ট। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘এই অধ্যায়টা শেষ। আর গল্পটা? এখনো হচ্ছে লেখা। সবার প্রতি কৃতজ্ঞটা।’ একই লেখা তিনি তাঁর অফিশিয়াল এক্স ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন।
এক সঙ্গে তিনটি সামাজিক মাধ্যমে একই লেখা পোস্ট করায় ভক্ত-সমর্থকদের ধারণা হতেই পারে যে রোনালদো মৌসুম শেষে আল নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। কারণ, ৩০ জুন সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে। নতুন চুক্তি নিয়ে তৈরি হচ্ছে একের পর এক ধোঁয়াশা। আর রোনালদোর এ বছরের ক্লাব বিশ্বকাপে খেলার ব্যাপারে কদিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ক্লাব বিশ্বকাপে যেকোনো একটি দলের হয়ে খেলতে পারে রোনালদো। কয়েকটি ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে।’ সেক্ষেত্রে তাঁর আল নাসর ছাড়ার সম্ভাবনা বেশি। কারণ, তাঁর দল ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। সৌদি আরব থেকে এই টুর্নামেন্টে শুধু আল হিলাল খেলছে।
যুক্তরাষ্ট্রে এ বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। আর ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দল ১ থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ দলবদলের সুবিধা পাবে। এই সুবিধায় তারা প্রয়োজনীয় খেলোয়াড় সই করাতে পারবেন।
আল ফতেহ ক্লাব স্টেডিয়ামে গতকাল ৪২ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন রোনালদো। আর প্রথমার্ধের পর অতিরিক্ত ৪ মিনিটে সমতাসূচক গোল করেন আল ফতেহ স্ট্রাইকার মাতিয়াস ভার্গাস। ৭৫ মিনিটে সাদিও মানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।
পিছিয়ে পড়া আল ফতেহ এরপর নাটকীয় জয় তুলে নেয়। মুরাদ বাতনা, ম্যাথাউস ম্যাকাদো জোড়া গোল করে আল ফতেহকে ৩-২ গোলের জয় এনে দেন। তাতে ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগ আল নাসর শেষ করল তিনে থেকে। ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এবারের সৌদি প্রো লিগ শেষ করল আল নাসর।
আল নাসরে ২০২৩ সালের জানুয়ারি থেকে খেলছেন রোনালদো। দুই বছরে সৌদি ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে করেছেন ৯৩ গোল। অ্যাসিস্ট করেছেন ১৯ গোলে। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া ক্লাবটির হয়ে আর কিছু জিততে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড।
সৌদি আরবে কত দিন ক্রিস্টিয়ানো রোনালদো থাকছেন—এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে অনেক বেশি। কারণ, আল নাসরের সঙ্গে পুরোনো চুক্তির মেয়াদও আর বেশি দিন নেই। আর গত রাতে সামাজিকমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়ে ব্যাপারটা আরও ঘনীভূত করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
আল ফতেহ ক্লাব স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসরকে ৩-২ গোলে হারিয়েছে আল ফতেহ। ম্যাচ শেষের পরই রোনালদোর সামাজিক মাধ্যমে সেই রহস্যময় পোস্ট। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘এই অধ্যায়টা শেষ। আর গল্পটা? এখনো হচ্ছে লেখা। সবার প্রতি কৃতজ্ঞটা।’ একই লেখা তিনি তাঁর অফিশিয়াল এক্স ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন।
এক সঙ্গে তিনটি সামাজিক মাধ্যমে একই লেখা পোস্ট করায় ভক্ত-সমর্থকদের ধারণা হতেই পারে যে রোনালদো মৌসুম শেষে আল নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। কারণ, ৩০ জুন সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে। নতুন চুক্তি নিয়ে তৈরি হচ্ছে একের পর এক ধোঁয়াশা। আর রোনালদোর এ বছরের ক্লাব বিশ্বকাপে খেলার ব্যাপারে কদিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ক্লাব বিশ্বকাপে যেকোনো একটি দলের হয়ে খেলতে পারে রোনালদো। কয়েকটি ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে।’ সেক্ষেত্রে তাঁর আল নাসর ছাড়ার সম্ভাবনা বেশি। কারণ, তাঁর দল ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। সৌদি আরব থেকে এই টুর্নামেন্টে শুধু আল হিলাল খেলছে।
যুক্তরাষ্ট্রে এ বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। আর ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দল ১ থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ দলবদলের সুবিধা পাবে। এই সুবিধায় তারা প্রয়োজনীয় খেলোয়াড় সই করাতে পারবেন।
আল ফতেহ ক্লাব স্টেডিয়ামে গতকাল ৪২ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন রোনালদো। আর প্রথমার্ধের পর অতিরিক্ত ৪ মিনিটে সমতাসূচক গোল করেন আল ফতেহ স্ট্রাইকার মাতিয়াস ভার্গাস। ৭৫ মিনিটে সাদিও মানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।
পিছিয়ে পড়া আল ফতেহ এরপর নাটকীয় জয় তুলে নেয়। মুরাদ বাতনা, ম্যাথাউস ম্যাকাদো জোড়া গোল করে আল ফতেহকে ৩-২ গোলের জয় এনে দেন। তাতে ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগ আল নাসর শেষ করল তিনে থেকে। ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এবারের সৌদি প্রো লিগ শেষ করল আল নাসর।
আল নাসরে ২০২৩ সালের জানুয়ারি থেকে খেলছেন রোনালদো। দুই বছরে সৌদি ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে করেছেন ৯৩ গোল। অ্যাসিস্ট করেছেন ১৯ গোলে। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া ক্লাবটির হয়ে আর কিছু জিততে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে