Ajker Patrika

টটেনহামে মরিনিওর জায়গায় এলেন নুনো

আপডেট : ০১ জুলাই ২০২১, ১৩: ০৭
টটেনহামে মরিনিওর জায়গায় এলেন নুনো

জোসে মরিনিও বরখাস্ত হওয়ার পর প্রধান কোচের যে জায়গাটা খালি হয়েছিল টটেনহাম স্পার্সে, সেটি পূরণ হয়েছে। কাল টটেনহামের প্রধান কোচ হয়েছেন নুনো এস্পিরিতো সান্তো।

গত এপ্রিলে মরিনিওকে বরখাস্ত করে টটেনহাম। তাঁর জায়গায় রায়ান ম্যাসন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন। কাল টটেনহামের নতুন মৌসুমের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন নুনো। ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসির সঙ্গে ২০২৩ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন নুনো। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এই পর্তুগিজ বলেছেন, ‘এখানে (টটেনহাম) কোচের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মান আর আনন্দের। যখন দলে যোগ্যতাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় থাকবে, তখন দলকে ভালো ফল এনে দেওয়া সহজ হয়। অল্প কদিনের মধ্যে নতুন মৌসুম শুরু হচ্ছে। খুব দ্রুতই কাজ শুরু করতে হবে।’

নুনোকে কোচ হিসেবে পেয়ে খুব খুশি স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। লেভি বলেছেন, ‘নুনোকে টটেনহাম ক্লাবে স্বাগত। আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলে আবার আমরা দর্শকদের আনন্দ দিতে পারব বলে মনে করছি। নুনো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ঠিকঠাক গড়ে তুলবে বলে ফ্যাবিও ও আমি বিশ্বাস করি।’

মরিনিও বরখাস্ত হওয়ার পর সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে ফেরানো নিয়ে কথা হচ্ছিল। আন্তোনিও কন্তে, পাওলো ফনসেকা ও জেনারো গাত্তুসোরও টটেনহামে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নুনোকেই বেছে নিল তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত