জোসে মরিনিও বরখাস্ত হওয়ার পর প্রধান কোচের যে জায়গাটা খালি হয়েছিল টটেনহাম স্পার্সে, সেটি পূরণ হয়েছে। কাল টটেনহামের প্রধান কোচ হয়েছেন নুনো এস্পিরিতো সান্তো।
গত এপ্রিলে মরিনিওকে বরখাস্ত করে টটেনহাম। তাঁর জায়গায় রায়ান ম্যাসন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন। কাল টটেনহামের নতুন মৌসুমের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন নুনো। ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসির সঙ্গে ২০২৩ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন নুনো। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এই পর্তুগিজ বলেছেন, ‘এখানে (টটেনহাম) কোচের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মান আর আনন্দের। যখন দলে যোগ্যতাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় থাকবে, তখন দলকে ভালো ফল এনে দেওয়া সহজ হয়। অল্প কদিনের মধ্যে নতুন মৌসুম শুরু হচ্ছে। খুব দ্রুতই কাজ শুরু করতে হবে।’
নুনোকে কোচ হিসেবে পেয়ে খুব খুশি স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। লেভি বলেছেন, ‘নুনোকে টটেনহাম ক্লাবে স্বাগত। আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলে আবার আমরা দর্শকদের আনন্দ দিতে পারব বলে মনে করছি। নুনো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ঠিকঠাক গড়ে তুলবে বলে ফ্যাবিও ও আমি বিশ্বাস করি।’
মরিনিও বরখাস্ত হওয়ার পর সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে ফেরানো নিয়ে কথা হচ্ছিল। আন্তোনিও কন্তে, পাওলো ফনসেকা ও জেনারো গাত্তুসোরও টটেনহামে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নুনোকেই বেছে নিল তারা।
জোসে মরিনিও বরখাস্ত হওয়ার পর প্রধান কোচের যে জায়গাটা খালি হয়েছিল টটেনহাম স্পার্সে, সেটি পূরণ হয়েছে। কাল টটেনহামের প্রধান কোচ হয়েছেন নুনো এস্পিরিতো সান্তো।
গত এপ্রিলে মরিনিওকে বরখাস্ত করে টটেনহাম। তাঁর জায়গায় রায়ান ম্যাসন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন। কাল টটেনহামের নতুন মৌসুমের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন নুনো। ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসির সঙ্গে ২০২৩ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন নুনো। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এই পর্তুগিজ বলেছেন, ‘এখানে (টটেনহাম) কোচের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মান আর আনন্দের। যখন দলে যোগ্যতাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় থাকবে, তখন দলকে ভালো ফল এনে দেওয়া সহজ হয়। অল্প কদিনের মধ্যে নতুন মৌসুম শুরু হচ্ছে। খুব দ্রুতই কাজ শুরু করতে হবে।’
নুনোকে কোচ হিসেবে পেয়ে খুব খুশি স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। লেভি বলেছেন, ‘নুনোকে টটেনহাম ক্লাবে স্বাগত। আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলে আবার আমরা দর্শকদের আনন্দ দিতে পারব বলে মনে করছি। নুনো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ঠিকঠাক গড়ে তুলবে বলে ফ্যাবিও ও আমি বিশ্বাস করি।’
মরিনিও বরখাস্ত হওয়ার পর সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে ফেরানো নিয়ে কথা হচ্ছিল। আন্তোনিও কন্তে, পাওলো ফনসেকা ও জেনারো গাত্তুসোরও টটেনহামে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নুনোকেই বেছে নিল তারা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে