জোসে মরিনিও বরখাস্ত হওয়ার পর প্রধান কোচের যে জায়গাটা খালি হয়েছিল টটেনহাম স্পার্সে, সেটি পূরণ হয়েছে। কাল টটেনহামের প্রধান কোচ হয়েছেন নুনো এস্পিরিতো সান্তো।
গত এপ্রিলে মরিনিওকে বরখাস্ত করে টটেনহাম। তাঁর জায়গায় রায়ান ম্যাসন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন। কাল টটেনহামের নতুন মৌসুমের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন নুনো। ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসির সঙ্গে ২০২৩ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন নুনো। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এই পর্তুগিজ বলেছেন, ‘এখানে (টটেনহাম) কোচের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মান আর আনন্দের। যখন দলে যোগ্যতাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় থাকবে, তখন দলকে ভালো ফল এনে দেওয়া সহজ হয়। অল্প কদিনের মধ্যে নতুন মৌসুম শুরু হচ্ছে। খুব দ্রুতই কাজ শুরু করতে হবে।’
নুনোকে কোচ হিসেবে পেয়ে খুব খুশি স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। লেভি বলেছেন, ‘নুনোকে টটেনহাম ক্লাবে স্বাগত। আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলে আবার আমরা দর্শকদের আনন্দ দিতে পারব বলে মনে করছি। নুনো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ঠিকঠাক গড়ে তুলবে বলে ফ্যাবিও ও আমি বিশ্বাস করি।’
মরিনিও বরখাস্ত হওয়ার পর সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে ফেরানো নিয়ে কথা হচ্ছিল। আন্তোনিও কন্তে, পাওলো ফনসেকা ও জেনারো গাত্তুসোরও টটেনহামে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নুনোকেই বেছে নিল তারা।
জোসে মরিনিও বরখাস্ত হওয়ার পর প্রধান কোচের যে জায়গাটা খালি হয়েছিল টটেনহাম স্পার্সে, সেটি পূরণ হয়েছে। কাল টটেনহামের প্রধান কোচ হয়েছেন নুনো এস্পিরিতো সান্তো।
গত এপ্রিলে মরিনিওকে বরখাস্ত করে টটেনহাম। তাঁর জায়গায় রায়ান ম্যাসন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন। কাল টটেনহামের নতুন মৌসুমের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন নুনো। ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসির সঙ্গে ২০২৩ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন নুনো। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এই পর্তুগিজ বলেছেন, ‘এখানে (টটেনহাম) কোচের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মান আর আনন্দের। যখন দলে যোগ্যতাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় থাকবে, তখন দলকে ভালো ফল এনে দেওয়া সহজ হয়। অল্প কদিনের মধ্যে নতুন মৌসুম শুরু হচ্ছে। খুব দ্রুতই কাজ শুরু করতে হবে।’
নুনোকে কোচ হিসেবে পেয়ে খুব খুশি স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। লেভি বলেছেন, ‘নুনোকে টটেনহাম ক্লাবে স্বাগত। আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলে আবার আমরা দর্শকদের আনন্দ দিতে পারব বলে মনে করছি। নুনো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ঠিকঠাক গড়ে তুলবে বলে ফ্যাবিও ও আমি বিশ্বাস করি।’
মরিনিও বরখাস্ত হওয়ার পর সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে ফেরানো নিয়ে কথা হচ্ছিল। আন্তোনিও কন্তে, পাওলো ফনসেকা ও জেনারো গাত্তুসোরও টটেনহামে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নুনোকেই বেছে নিল তারা।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে