দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। সময়ের হিসেবে আর মাত্র ৭৫ দিন বাকি। এরপর শুরু হবে ফুটবল মহাযজ্ঞের লড়াই। বিশ্বকাপে খেলতে নামার আগে দলগুলো শেষ সময়ের প্রস্তুতির পরিকল্পনা করে রেখেছে। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য আর্জেন্টিনা দুইটি প্রীতি ম্যাচ খেলবে। এর জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ৩২ জনের নামের তালিকা ঘোষণা করেছে।
সেপ্টেম্বর মাসের শেষ দিকে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা প্রথম ম্যাচটি খেলবে হন্ডুরাসের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর। আর বিশ্বকাপের আগে শেষ ম্যাচটি খেলবে ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে।
এই দুই ম্যাচের জন্য কোচ লিওনেল স্কোলোনি প্রাথমিক তালিকাতে রেখেছেন ৩২ জন ফুটবলারকে। আলবিসেলেস্তাদের শীর্ষ ফুটবলাররা সকলে আছেন কোচের স্কোয়াডে। নতুনদের মধ্যে ডাক পেয়েছেন থিয়াগো আলমাদা। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে খেলছেন তিনি। এ বছরের শুরুতে আটালান্টা ইউনাইটেডে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মেও আছেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ২৪ ম্যাচে ৪ গোল করেছেন। আর সতীর্থদের দিয়ে ১০ গোল করিয়েছেন। প্রীতি ম্যাচ দুইটিতে ভালো খেলতে পারলে বিশ্বকাপের দলেও সুযোগ পেতে পারেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।
৩২ সদস্যের আর্জেন্টিনা দল-
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনতিয়েল, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নন্দেজ, আনহেল ডি মারিয়া, এজেকিয়েল পালাসিওস।
ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।
দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। সময়ের হিসেবে আর মাত্র ৭৫ দিন বাকি। এরপর শুরু হবে ফুটবল মহাযজ্ঞের লড়াই। বিশ্বকাপে খেলতে নামার আগে দলগুলো শেষ সময়ের প্রস্তুতির পরিকল্পনা করে রেখেছে। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য আর্জেন্টিনা দুইটি প্রীতি ম্যাচ খেলবে। এর জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ৩২ জনের নামের তালিকা ঘোষণা করেছে।
সেপ্টেম্বর মাসের শেষ দিকে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা প্রথম ম্যাচটি খেলবে হন্ডুরাসের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর। আর বিশ্বকাপের আগে শেষ ম্যাচটি খেলবে ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে।
এই দুই ম্যাচের জন্য কোচ লিওনেল স্কোলোনি প্রাথমিক তালিকাতে রেখেছেন ৩২ জন ফুটবলারকে। আলবিসেলেস্তাদের শীর্ষ ফুটবলাররা সকলে আছেন কোচের স্কোয়াডে। নতুনদের মধ্যে ডাক পেয়েছেন থিয়াগো আলমাদা। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে খেলছেন তিনি। এ বছরের শুরুতে আটালান্টা ইউনাইটেডে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মেও আছেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ২৪ ম্যাচে ৪ গোল করেছেন। আর সতীর্থদের দিয়ে ১০ গোল করিয়েছেন। প্রীতি ম্যাচ দুইটিতে ভালো খেলতে পারলে বিশ্বকাপের দলেও সুযোগ পেতে পারেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।
৩২ সদস্যের আর্জেন্টিনা দল-
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনতিয়েল, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নন্দেজ, আনহেল ডি মারিয়া, এজেকিয়েল পালাসিওস।
ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।
ম্যাচের শুরুতে যেন খোলসের মধ্যেই থেকেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। এই সুযোগে মাঝমাঠের দল ছিল ভারতীয় দলের। এ সময়ে একের পর এক আক্রমণে গেছে তারা। এর ফলও পেয়েছে ভারতের মেয়েরা। ১৪ মিনিটে গোল করে ম্যাচে এগিয়ে যায় ভারত।
১ ঘণ্টা আগেবেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কাটা কাজ করছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। বেঙ্গালুরুতে হচ্ছে না এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের কোনো ম্যাচ।
১ ঘণ্টা আগেমাঠে নামলেই ম্যাথু ব্রিটজকের ব্যাট ছোটে তরবারির মতো। প্রতিপক্ষ, ভেন্যু যা-ই হোক না কেন, তিনি রানের বন্যা বইয়ে দেন। ২৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ব্যাটার আজ যে রেকর্ড গড়েছেন, সেটা আর কেউ করতে পারেননি।
৩ ঘণ্টা আগেমাঝে মধ্যে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ কেউ চ্যাম্পিয়ন হয়ে গেলেও জার্মানির বুন্দেসলিগা মানেই বায়ার্ন মিউনিখের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব। আজ থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের বুন্দেসলিগাতেও কি চলবে বায়ার্নের রাজত্ব! এটি হবে বুন্দেসলিগার ৬৩তম মৌসুম।
৪ ঘণ্টা আগে