Ajker Patrika

আজ মাঠে নামছেন হামজারা

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে আজ নামবেন হামজা চৌধুরী। ছবি: এএফপি
চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে আজ নামবেন হামজা চৌধুরী। ছবি: এএফপি

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের নতুন মৌসুম মাঠে গড়িয়েছে গতকাল। আজ নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে শেফিল্ড ওয়েডনেসডের মুখোমুখি হবে হামজা চৌধুরীর লেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রাক্‌-মৌসুমে দারুণ সময় কাটিয়ে ফক্সরা প্রস্তুত নতুন মৌসুমের জন্য। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তাই দেন হামজা।

গত মৌসুম একদমই ভালো কাটেনি লেস্টারের। ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করে ৩৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে। অবধারিতভাবে তাই অবনমন হয় ক্লাবটির। হামজা মৌসুমের প্রথমার্ধে খেললেও দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেন চ্যাম্পিয়নশিপ লিগে। সেখান থেকে প্রিমিয়ার লিগে ওঠার খুব কাছেই ছিল শেফিল্ড। কিন্তু প্লে-অফ ফাইনালে হেরে যায় সান্ডারল্যান্ড এফসির কাছে।

গুঞ্জন ছিল, প্রিমিয়ার লিগে উঠলে শেফিল্ডে পাকাপাকিভাবে দেখা যেতে পারে হামজাকে। দলকে পদোন্নতি এনে দিতে হামজারও আপ্রাণ চেষ্টা ছিল। শেষ পর্যন্ত আর পারেননি। লেস্টারও তাঁকে ধার শেষে ফিরিয়ে আনে।

আবার প্রিমিয়ার লিগে ফেরার লক্ষ্য নিয়ে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় লেস্টার। নতুন কোচ মার্তি সিফুয়েন্তেস বলেন, ‘মূল লক্ষ্য হলো যতটা দ্রুত সম্ভব প্রিমিয়ার লিগে ফিরে যাওয়া। লেস্টারের মতো ক্লাবের এমন উচ্চাকাঙ্ক্ষা হওয়া উচিত। আমরা একটি স্পষ্ট পরিচয় ও নিজস্ব খেলার ধরন গড়ে তোলার দিকে মনোযোগী, যা আমাদের শক্ত অবস্থানে নিতে সহায়তা করবে।’

লেস্টারে বর্তমান ফুটবলারদের মধ্যে হামজাই সবচেয়ে পুরোনো। এক দশক ধরে ক্লাবটিতে রয়েছেন বাংলাদেশি এই মিডফিল্ডার। প্রাক্‌-মৌসুমের শেষ ম্যাচে ফিওরেন্তিনার বিপক্ষে অধিনায়কত্ব করেছেন। আজ শেফিল্ডের বিপক্ষেও নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা আছে তাঁর। কারণ নিয়মিত অধিনায়ক রিকার্দো পেরেইরা চোটের কারণে মাঠের বাইরে।

চ্যাম্পিয়নশিপ লিগে ২৪ দল একে অপরের মুখোমুখি হবে দুবার করে। টেবিলের শীর্ষে থাকা দুই দল সরাসরি নাম লেখাবে প্রিমিয়ার লিগে। পরের চারটি দল লড়াই করবে প্লে-অফে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত