ক্রীড়া ডেস্ক
ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলেছেন হামজা চৌধুরী, শমিত শোমরা। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচে সিঙ্গাপুরের রক্ষণভাগে বারবার হানা দিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশকে।
সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিণত হয় সাদা সমুদ্রে। মাঠের দর্শকদের পাশাপাশি এই ম্যাচে চোখ ছিল কোটি কোটি ফুটবলপ্রেমীর। হামজা-শমিতদের আগমনে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কদিন ধরে যে উন্মাদনা দেখা দেয়, গত রাতে ম্যাচ শেষে তা বিষাদে রূপ নেয়। কাবরেরার বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুর। তবে যাঁরা ম্যাচটি দেখেছেন, তাঁরা বুঝতে পেরেছেন ম্যাচে হামজা-শমিতদের কী পরিমাণ আত্মনিবেদন ছিল। হামজারা তাই হেরেও জয় করে নিয়েছেন ফুটবল ভক্ত-সমর্থকদের হৃদয়।
সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ হারলেও হামজাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ ক্রিকেটাররা। ম্যাচ শেষে তাসকিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘মাথা উঁচু রাখো তোমরা। দারুণ খেলেছ।’ ২-১ গোলে ম্যাচ হারলেও কাবরেরার বাংলাদেশ ভবিষ্যতে দারুণ কিছু উপহার দেবে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘এমন ফল আমরা আশা করিনি। তবে যে সাহস তারা দেখিয়েছে, আরও অনেককে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের এমন মনোবল ভবিষ্যতে আরও উজ্জ্বল পারফরম্যান্স করতে সাহায্য করবে।’
ম্যাচে যত সময় গড়িয়েছে, বাংলাদেশ আরও বেশি ক্ষুধার্ত হয়ে উঠেছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে বল নিয়ে কাড়িকুড়ি করতে থাকেন ফয়সাল আহমেদ ফাহিম। সিঙ্গাপুরের মিডফিল্ডার ইরফান নাজিবকে কাটিয়ে বল নিয়ন্ত্রণে রেখে বক্সে ঢুকে পড়েন ফাহিম। তখনই ফাহিমকে ল্যাং মেরে বসেন নাজিব। ভিডিওতে তা ধরা পড়লেও রেফারির চোখে পড়েনি। বাংলাদেশের ফুটবলাররা তাই পেনাল্টির আবেদন জানিয়েও কোনো সুফল পায়নি। এটা নিয়ে পরে অনেক সমালোচনা হয়েছে।
পেনাল্টি বিতর্ক তো রয়েছেই। অতিরিক্ত সময়ের ৬ মিনিটে বক্সের ভেতর বল পেয়েও হামজা সিঙ্গাপুরের জালে জড়াতে পারেননি। আর একেবারে শেষ মুহূর্তে তারিক কাজীর হেডার বারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগানো গেলে ড্র তো বটেই, এমনকি জয় নিয়েও মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে রুবেল হোসেন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘একটা ফিনিশারের অভাব, নিশ্চিত পেনাল্টি, আক্ষেপ, আক্ষেপ আর আক্ষেপ। তবু এমন উন্মাদনা স্বপ্ন দেখায়। ধীরে ধীরে সব হবে। একদিন হবেই আমাদের। ভালো খেলেছ বাংলাদেশ।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলেছেন হামজা চৌধুরী, শমিত শোমরা। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচে সিঙ্গাপুরের রক্ষণভাগে বারবার হানা দিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশকে।
সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিণত হয় সাদা সমুদ্রে। মাঠের দর্শকদের পাশাপাশি এই ম্যাচে চোখ ছিল কোটি কোটি ফুটবলপ্রেমীর। হামজা-শমিতদের আগমনে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কদিন ধরে যে উন্মাদনা দেখা দেয়, গত রাতে ম্যাচ শেষে তা বিষাদে রূপ নেয়। কাবরেরার বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুর। তবে যাঁরা ম্যাচটি দেখেছেন, তাঁরা বুঝতে পেরেছেন ম্যাচে হামজা-শমিতদের কী পরিমাণ আত্মনিবেদন ছিল। হামজারা তাই হেরেও জয় করে নিয়েছেন ফুটবল ভক্ত-সমর্থকদের হৃদয়।
সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ হারলেও হামজাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ ক্রিকেটাররা। ম্যাচ শেষে তাসকিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘মাথা উঁচু রাখো তোমরা। দারুণ খেলেছ।’ ২-১ গোলে ম্যাচ হারলেও কাবরেরার বাংলাদেশ ভবিষ্যতে দারুণ কিছু উপহার দেবে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘এমন ফল আমরা আশা করিনি। তবে যে সাহস তারা দেখিয়েছে, আরও অনেককে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের এমন মনোবল ভবিষ্যতে আরও উজ্জ্বল পারফরম্যান্স করতে সাহায্য করবে।’
ম্যাচে যত সময় গড়িয়েছে, বাংলাদেশ আরও বেশি ক্ষুধার্ত হয়ে উঠেছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে বল নিয়ে কাড়িকুড়ি করতে থাকেন ফয়সাল আহমেদ ফাহিম। সিঙ্গাপুরের মিডফিল্ডার ইরফান নাজিবকে কাটিয়ে বল নিয়ন্ত্রণে রেখে বক্সে ঢুকে পড়েন ফাহিম। তখনই ফাহিমকে ল্যাং মেরে বসেন নাজিব। ভিডিওতে তা ধরা পড়লেও রেফারির চোখে পড়েনি। বাংলাদেশের ফুটবলাররা তাই পেনাল্টির আবেদন জানিয়েও কোনো সুফল পায়নি। এটা নিয়ে পরে অনেক সমালোচনা হয়েছে।
পেনাল্টি বিতর্ক তো রয়েছেই। অতিরিক্ত সময়ের ৬ মিনিটে বক্সের ভেতর বল পেয়েও হামজা সিঙ্গাপুরের জালে জড়াতে পারেননি। আর একেবারে শেষ মুহূর্তে তারিক কাজীর হেডার বারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগানো গেলে ড্র তো বটেই, এমনকি জয় নিয়েও মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে রুবেল হোসেন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘একটা ফিনিশারের অভাব, নিশ্চিত পেনাল্টি, আক্ষেপ, আক্ষেপ আর আক্ষেপ। তবু এমন উন্মাদনা স্বপ্ন দেখায়। ধীরে ধীরে সব হবে। একদিন হবেই আমাদের। ভালো খেলেছ বাংলাদেশ।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে