প্যাট্রিক শিকের গোলটি ইউরোর সেরা গোল নির্বাচিত হয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রায় ৫০ মিটার দূর থেকে বাঁ পায়ের দূরপাল্লার শটে স্কটল্যান্ডের জালে জড়িয়েছিলেন শিক। গোলটি সমর্থকদের ভোটে এবারের ইউরোর সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।
ম্যাচের ৫২ মিনিটে স্কটল্যান্ডের গোলরক্ষক ডেভিড মার্শাল গোলপোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে এসেছিলেন। গোলপোস্ট ফাঁকা পেয়ে সরাসরি অন টার্গেটে দূরপাল্লার শট নিয়েছিলেন শিক। মার্শাল পেছন থেকে দৌড়ে এসে যথেষ্ট চেষ্টা করেও গোল ঠেকাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে গোলটির ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছিল।
গোলের পর অনেকেই এই গোলকে ইউরোর সেরা গোলের রায় দিয়েছিল। শেষ পর্যন্ত সেটিই হলো। উয়েফা টুইটার গোলটির ভিডিও পোস্ট এমনটাই জানিয়েছে। উয়েফা লিখেছে, ‘প্রায় আট লাখ ভোটের পর স্কটল্যান্ডের বিপক্ষে প্যাট্রিক শিকের দূরপাল্লার অবিশ্বাস্য গোলটি টুর্নামেন্টের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে!’
সুইজারল্যান্ডের বিপক্ষে পল পগবার করা গোল ইউরোর দ্বিতীয় সেরা গোল নির্বাচিত হয়েছে। ডি-বক্সের বাইরে থেকে আচমকা শটে দলের তৃতীয় গোলটি করেছিলেন ফরাসি মিডফিল্ডার। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচটি হেরেছিল ফ্রান্স।
উয়েফার সেরা দশ গোলের তালিকার তিন নম্বরে আছে স্কটল্যান্ডের বিপক্ষে লুকা করা মদরিচের গোলটি। তালিকার চারে বেলজিয়ামের বিপক্ষে লরেনৎসো ইনসিনিয়ের করা গোল ও পাঁচে ডেনমার্কের বিপক্ষে কেভিন ডি ব্রুইনার গোল।
প্যাট্রিক শিকের গোলটি ইউরোর সেরা গোল নির্বাচিত হয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রায় ৫০ মিটার দূর থেকে বাঁ পায়ের দূরপাল্লার শটে স্কটল্যান্ডের জালে জড়িয়েছিলেন শিক। গোলটি সমর্থকদের ভোটে এবারের ইউরোর সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।
ম্যাচের ৫২ মিনিটে স্কটল্যান্ডের গোলরক্ষক ডেভিড মার্শাল গোলপোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে এসেছিলেন। গোলপোস্ট ফাঁকা পেয়ে সরাসরি অন টার্গেটে দূরপাল্লার শট নিয়েছিলেন শিক। মার্শাল পেছন থেকে দৌড়ে এসে যথেষ্ট চেষ্টা করেও গোল ঠেকাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে গোলটির ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছিল।
গোলের পর অনেকেই এই গোলকে ইউরোর সেরা গোলের রায় দিয়েছিল। শেষ পর্যন্ত সেটিই হলো। উয়েফা টুইটার গোলটির ভিডিও পোস্ট এমনটাই জানিয়েছে। উয়েফা লিখেছে, ‘প্রায় আট লাখ ভোটের পর স্কটল্যান্ডের বিপক্ষে প্যাট্রিক শিকের দূরপাল্লার অবিশ্বাস্য গোলটি টুর্নামেন্টের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে!’
সুইজারল্যান্ডের বিপক্ষে পল পগবার করা গোল ইউরোর দ্বিতীয় সেরা গোল নির্বাচিত হয়েছে। ডি-বক্সের বাইরে থেকে আচমকা শটে দলের তৃতীয় গোলটি করেছিলেন ফরাসি মিডফিল্ডার। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচটি হেরেছিল ফ্রান্স।
উয়েফার সেরা দশ গোলের তালিকার তিন নম্বরে আছে স্কটল্যান্ডের বিপক্ষে লুকা করা মদরিচের গোলটি। তালিকার চারে বেলজিয়ামের বিপক্ষে লরেনৎসো ইনসিনিয়ের করা গোল ও পাঁচে ডেনমার্কের বিপক্ষে কেভিন ডি ব্রুইনার গোল।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৬ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে