ডারউইন নুনেজের মতো সবই করেছেন জুড বেলিংহাম। কিন্তু রেফারি গিল মানজানোর কারণে লিভারপুলের স্ট্রাইকারের মতো নায়ক হতে পারলেন না বেলিংহাম। উল্টো নিজের গোল দাবি করতে গিয়ে ফেরার ম্যাচে লাল কার্ড দেখলেন তিনি।
নটিংহাম ফরেষ্টের মাঠে গতকাল রাতে ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে লিভারপুলের নায়ক বনে যান নুনেজ। ১-০ গোলের নাটকীয় জয় এনে দিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসও করেন উরুগুয়ের ফরোয়ার্ড। তাঁকে ঘিরে তখন লিভারপুলের সে কী উদ্যাপন! প্রিমিয়ার লিগের ম্যাচের কয়েক ঘণ্টা পর এমন উৎসবের ক্ষেত্র তৈরি হয়েছিল ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায়।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ও সমর্থকদের জন্য উৎসবের মুহূর্ত তৈরি করেছিলেন বেলিংহাম। নুনেজের মতোই ম্যাচের যোগ করা সময়ে গোল করেন তিনিও। লিভারপুলের ফরোয়ার্ডের মতোই ঠিক মাথা দিয়েই। প্রতিপক্ষের জালে বল জড়ানো দেখে উদ্যাপন শুরু করে দেন তিনি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর আনন্দ বিষাদে পরিণত করে দেন রেফারি মানজানো। গোলের সময় নাকি ম্যাচের শেষ বাঁশি বাজিয়ে দেন তিনি। তখন রিয়ালের সব খেলোয়াড়েরা ঘিরে ধরেন রেফারিকে। তবে মানজানো নিজের সিদ্ধান্ত অটল থাকেন।
এতে গোল দাবি করে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন বেলিংহাম। অবশ্য কার্ডে যতটা না রেফারির দায় তার চেয়ে বেশি রিয়াল ফরোয়ার্ডের। বেশি উত্তেজিত হয়ে রেফারিকে বলেন, ‘এটা (প্রকাশের অযোগ্য শব্দ) গোল ছিল।’ এটা শোনার সঙ্গে সঙ্গে ২০ বছর বয়সী মিডফিল্ডারকে লাল কার্ড দেখান মানজানো।
রেফারি মানজানোকে নিয়ে সামাজিক মাধ্যমে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সমর্থকেরা যেমন মানতে পারছে না তেমনি রিয়ালও। রেফারি সিদ্ধান্তকে তাই নজিরবিহীন বলেছে তারা। এক বিবৃতি দিয়ে লস ব্ল্যাঙ্কোসরা লিখেছে, ‘গিল মানজানোর নজিরবিহীন এক সিদ্ধান্তে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। যোগ করা সময় পর্যন্ত যখন ম্যাচ ২-২ গোলে ড্র ছিল ঠিক সে সময়ে ব্রাহিম দিয়াজের ক্রসে হেড দিয়ে গোল করে রিয়ালকে ৩-২ লিড এনে দেন বেলিংহাম। কিন্তু ম্যাচ শেষ হয়েছে বলে রেফারি গোল বাতিল করে দেন। তিন পয়েন্ট প্রাপ্য ছিল পয়েন্ট তালিকার শীর্ষে থাকাদের। কিন্তু এক পয়েন্ট পাওয়াতে মনে হচ্ছে ২-০ গোলে হেরেছি।’
ডারউইন নুনেজের মতো সবই করেছেন জুড বেলিংহাম। কিন্তু রেফারি গিল মানজানোর কারণে লিভারপুলের স্ট্রাইকারের মতো নায়ক হতে পারলেন না বেলিংহাম। উল্টো নিজের গোল দাবি করতে গিয়ে ফেরার ম্যাচে লাল কার্ড দেখলেন তিনি।
নটিংহাম ফরেষ্টের মাঠে গতকাল রাতে ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে লিভারপুলের নায়ক বনে যান নুনেজ। ১-০ গোলের নাটকীয় জয় এনে দিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসও করেন উরুগুয়ের ফরোয়ার্ড। তাঁকে ঘিরে তখন লিভারপুলের সে কী উদ্যাপন! প্রিমিয়ার লিগের ম্যাচের কয়েক ঘণ্টা পর এমন উৎসবের ক্ষেত্র তৈরি হয়েছিল ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায়।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ও সমর্থকদের জন্য উৎসবের মুহূর্ত তৈরি করেছিলেন বেলিংহাম। নুনেজের মতোই ম্যাচের যোগ করা সময়ে গোল করেন তিনিও। লিভারপুলের ফরোয়ার্ডের মতোই ঠিক মাথা দিয়েই। প্রতিপক্ষের জালে বল জড়ানো দেখে উদ্যাপন শুরু করে দেন তিনি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর আনন্দ বিষাদে পরিণত করে দেন রেফারি মানজানো। গোলের সময় নাকি ম্যাচের শেষ বাঁশি বাজিয়ে দেন তিনি। তখন রিয়ালের সব খেলোয়াড়েরা ঘিরে ধরেন রেফারিকে। তবে মানজানো নিজের সিদ্ধান্ত অটল থাকেন।
এতে গোল দাবি করে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন বেলিংহাম। অবশ্য কার্ডে যতটা না রেফারির দায় তার চেয়ে বেশি রিয়াল ফরোয়ার্ডের। বেশি উত্তেজিত হয়ে রেফারিকে বলেন, ‘এটা (প্রকাশের অযোগ্য শব্দ) গোল ছিল।’ এটা শোনার সঙ্গে সঙ্গে ২০ বছর বয়সী মিডফিল্ডারকে লাল কার্ড দেখান মানজানো।
রেফারি মানজানোকে নিয়ে সামাজিক মাধ্যমে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সমর্থকেরা যেমন মানতে পারছে না তেমনি রিয়ালও। রেফারি সিদ্ধান্তকে তাই নজিরবিহীন বলেছে তারা। এক বিবৃতি দিয়ে লস ব্ল্যাঙ্কোসরা লিখেছে, ‘গিল মানজানোর নজিরবিহীন এক সিদ্ধান্তে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। যোগ করা সময় পর্যন্ত যখন ম্যাচ ২-২ গোলে ড্র ছিল ঠিক সে সময়ে ব্রাহিম দিয়াজের ক্রসে হেড দিয়ে গোল করে রিয়ালকে ৩-২ লিড এনে দেন বেলিংহাম। কিন্তু ম্যাচ শেষ হয়েছে বলে রেফারি গোল বাতিল করে দেন। তিন পয়েন্ট প্রাপ্য ছিল পয়েন্ট তালিকার শীর্ষে থাকাদের। কিন্তু এক পয়েন্ট পাওয়াতে মনে হচ্ছে ২-০ গোলে হেরেছি।’
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৪ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩১ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে