এবারের ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা পর্তুগালের জন্য সহজ ছিল না। অনেক কাঠখড় পুরিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছিল পর্তুগিজরা। গতকাল পর্তুগালের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ফের্নান্দো সান্তোস। ক্রিস্টিয়ানো রোনালদো, পেপের মতো তারকা ফুটবলারদের নিয়ে বিশ্বকাপ খেলবে পর্তুগিজরা।
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আক্রমণভাগ সামলাবেন হোয়াও ফেলিক্স, রাফায়েল লিওর মতো তারকা ফুটবলাররা। মাঝমাঠে আছেন ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভার মতো ফুটবলাররা। আর রক্ষণভাগে পেপের সঙ্গে থাকবেন দিয়োগো দালোত, হোয়াও কানসেলো, দানিলো পেরেইরার মতো তারকা ফুটবলাররা। পর্তুগালের এই দলে গোলরক্ষক আছেন তিনজন।
এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ ঘানা। ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগিজরা।
বিশ্বকাপে পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: দিয়োগো কস্তা (পোর্তো), রুই পাত্রিসিও (রোমা), জোসে সা (উলভারহাম্পটন)
ডিফেন্ডার: দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), দানিলো পেরেইরা (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তনিও সিলভা (বেনফিকা), নুনো মেন্দেস (পিএসজি), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড)
মিডফিল্ডার: রুবেন নেভেস (উলভারহাম্পটন), জোয়াও পালিয়ানিয়া (ফুলহাম), উইলিয়াম কারভালিও (রিয়াল বেতিস), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ভিতিনিয়া (পিএসজি), ওতাভিও (পোর্তো), জোয়াও মারিও (বেনফিকা), মাথিউস নুনেস (উলভারহাম্পটন), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল লিয়াও (এসি মিলান), হোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), রিকার্দো হোর্তা (ব্রাগ), গোনসালো রামোস (বেনফিকা), আন্দ্রে সিলভা (আরবি লাইপজিগ)
এবারের ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা পর্তুগালের জন্য সহজ ছিল না। অনেক কাঠখড় পুরিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছিল পর্তুগিজরা। গতকাল পর্তুগালের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ফের্নান্দো সান্তোস। ক্রিস্টিয়ানো রোনালদো, পেপের মতো তারকা ফুটবলারদের নিয়ে বিশ্বকাপ খেলবে পর্তুগিজরা।
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আক্রমণভাগ সামলাবেন হোয়াও ফেলিক্স, রাফায়েল লিওর মতো তারকা ফুটবলাররা। মাঝমাঠে আছেন ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভার মতো ফুটবলাররা। আর রক্ষণভাগে পেপের সঙ্গে থাকবেন দিয়োগো দালোত, হোয়াও কানসেলো, দানিলো পেরেইরার মতো তারকা ফুটবলাররা। পর্তুগালের এই দলে গোলরক্ষক আছেন তিনজন।
এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ ঘানা। ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগিজরা।
বিশ্বকাপে পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: দিয়োগো কস্তা (পোর্তো), রুই পাত্রিসিও (রোমা), জোসে সা (উলভারহাম্পটন)
ডিফেন্ডার: দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), দানিলো পেরেইরা (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তনিও সিলভা (বেনফিকা), নুনো মেন্দেস (পিএসজি), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড)
মিডফিল্ডার: রুবেন নেভেস (উলভারহাম্পটন), জোয়াও পালিয়ানিয়া (ফুলহাম), উইলিয়াম কারভালিও (রিয়াল বেতিস), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ভিতিনিয়া (পিএসজি), ওতাভিও (পোর্তো), জোয়াও মারিও (বেনফিকা), মাথিউস নুনেস (উলভারহাম্পটন), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল লিয়াও (এসি মিলান), হোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), রিকার্দো হোর্তা (ব্রাগ), গোনসালো রামোস (বেনফিকা), আন্দ্রে সিলভা (আরবি লাইপজিগ)
র্যাকেটের ওপর এত ক্ষোভ দানিল মেদভেদেভের! ইউএস ওপেনে হারের পর সেটিকে ভেঙেই ফেললেন। বাছাই তারকা হয়েও তিনি প্রথম রাউন্ডে ৩ ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে হেরে গেছেন অবাছাই প্রতিযোগী ফ্রান্সের বেনজামিন বঁজির কাছে। হেরেছেন ৬-৩, ৭-৫, ৬-৭ (৫/৭), ০-৬, ৬-৪ গেমে।
১১ ঘণ্টা আগেরেফারির শেষ বাঁশি বাজার পরও তেমন কোনো উচ্ছ্বাস নেই আনসার ও ভিডিপির মেয়েদের। অবশ্য শিরোপা জেতাটা অভ্যাসে পরিণত হয়েছে তাদের। তাই উদ্যাপনে দেখা গেল সাদামাটা ছাপ। জাতীয় নারী হ্যান্ডবলে ৩৬ বারের মধ্যে ২৪ বারই চ্যাম্পিয়ন হলো তারা।
১১ ঘণ্টা আগেএকপ্রকার ঘুমিয়ে আছে জেলা ফুটবল। নিয়মিত হচ্ছে না লিগ। বাফুফের নতুন কমিটি ১০ মাসেও লিগের জট খুলতে পারেনি। তৃণমূল থেকেও তাই সেভাবে উঠে আসছে না ফুটবলার। ঘুমিয়ে পড়া সেই ফুটবলকে জাগাতে ৩০ আগস্ট থেকে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে যা আয়োজন করবে বাফুফে।
১১ ঘণ্টা আগেএবি ডি ভিলিয়ার্স কি তবে অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছেন? সেটা কি হবে তাঁর দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলির সঙ্গে আইপিএলের মাধ্যমে? আসলে তা নয়। চার বছর আগে যে ডি ভিলিয়ার্স ক্রিকেট ছেড়েছেন, তিনি আর ক্রিকেটে ফিরছেন না।
১৬ ঘণ্টা আগে