নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বসুন্ধরা কিংসকে হারিয়ে গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী লিমিটেড। এবার প্রিমিয়ার লিগে ফেরাটাও দারুণ এক জয়ে রাঙিয়েছে তারা। রাফায়েল অগুস্তোর জোড়া গোলে ঢাকা ওয়ান্ডরার্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল একদমই ম্যাড়মেড়ে। যে কারণে গোলও হয়নি। যদিও ওয়ান্ডারার্সকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী। কিন্তু বক্সের সামনে অগোছাল ছিলেন তাদের ফুটবলাররা। সেই আবাহনী বদলে গেল বিরতির পরপরই। ৯ মিনিটের ভেতর করল তিন গোল।
৪৮ মিনিটে গোলের তালা ভাঙেন রাফায়েল অগুস্তো। তিন মিনিট পর এমেকা ওগবুহর পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। পাল্টা আক্রমণে যাওয়া ওয়ান্ডারার্স গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর সাকিব বেপারীকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় তারা। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন সাকিব নিজেই। তবে দুই মিনিট পরই রাফায়েলের কর্নার থেকে অধিনায়ক হৃদয়ের গোলে ফের ব্যবধান বাড়ায় আবাহনী। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল।
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। টানা ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নয়ে ওয়ান্ডারার্স। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিসের হয়ে গোল দুটি করেন কামাচাই মারমা ও ওমর বাবু। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ফর্টিস। ব্রাদার্স নেমে গেছে সাতে।
বসুন্ধরা কিংসকে হারিয়ে গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী লিমিটেড। এবার প্রিমিয়ার লিগে ফেরাটাও দারুণ এক জয়ে রাঙিয়েছে তারা। রাফায়েল অগুস্তোর জোড়া গোলে ঢাকা ওয়ান্ডরার্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল একদমই ম্যাড়মেড়ে। যে কারণে গোলও হয়নি। যদিও ওয়ান্ডারার্সকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী। কিন্তু বক্সের সামনে অগোছাল ছিলেন তাদের ফুটবলাররা। সেই আবাহনী বদলে গেল বিরতির পরপরই। ৯ মিনিটের ভেতর করল তিন গোল।
৪৮ মিনিটে গোলের তালা ভাঙেন রাফায়েল অগুস্তো। তিন মিনিট পর এমেকা ওগবুহর পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। পাল্টা আক্রমণে যাওয়া ওয়ান্ডারার্স গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর সাকিব বেপারীকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় তারা। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন সাকিব নিজেই। তবে দুই মিনিট পরই রাফায়েলের কর্নার থেকে অধিনায়ক হৃদয়ের গোলে ফের ব্যবধান বাড়ায় আবাহনী। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল।
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। টানা ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নয়ে ওয়ান্ডারার্স। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিসের হয়ে গোল দুটি করেন কামাচাই মারমা ও ওমর বাবু। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ফর্টিস। ব্রাদার্স নেমে গেছে সাতে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে